Birbhum TMC Leader:প্রশাসন সাহায্য় করলে বীরভূম ও বোলপুর আসন থেকে লক্ষাধিক আসনে জিতবে তৃণমূল, মন্তব্য মলয়ের
Lok Sabha Election 2024:লোকসভা নির্বাচনে জিততে এবার জেলা পুলিশ এবং প্রশাসনের সরাসরি সাহায্য চাইলেন বীরভূম জেলা তৃণমূলের সহ সভাপতি মলয় মুখোপাধ্যায়।
ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) জিততে এবার জেলা পুলিশ এবং প্রশাসনের সরাসরি সাহায্য চাইলেন বীরভূম জেলা তৃণমূলের সহ সভাপতি মলয় মুখোপাধ্যায় (Birbhum TMC Leader Moloy Mukherjee)। অভিযোগ, গত কাল সিউড়ির তৃণমূলের সম্মেলনে তাঁকে বলতে শোনা যায়, প্রশাসনের একাংশ দলকে পিছন থেকে টেনে ধরছে। সাহায্য করছে না। সাহায্য করলে বীরভূম এবং বোলপুর আসন দুটি লক্ষাধিক ভোটে জিতবে তৃণমূল, মত মলয়ের।
কী বলেন?
অভিযোগ, মলয় বলেছেন, 'প্রশাসনের সর্বোচ্চ শিখরে যাঁরা বসে আছেন, আমাদের উল্টো কাজটা করছেন। দল যেখানে বলছে এই কেসটা একটু দেখতে হবে, সেখানে প্রশাসনের সর্বোচ্চ জায়গা থেকে নেগেটিভ কথা আসছে। ...বিগত দিনে আমরা প্রশাসনকে পাশে নিয়ে যে উদ্যোগের সঙ্গে কাজ করেছিলাম বা করতে পারতাম আজ তা পারছি না। প্রতিনিয়ত তারা পিছন থেকে টেনে ধরার চেষ্টা করে চলেছে। আমি দলের জেলা নেতৃত্ব এবং রাজ্য সভাপতি সুব্রত বক্সি কে অনুরোধ করব, তাঁদের সঙ্গে কথা বলুন। আমাদের দলে কোনও ত্রুটি থাকলে সেই জায়গাগুলিতেও প্রশাসন এতটুকু সহযোগিতা করছে না। সেই জায়গায় তাঁরা যদি একটু সাহায্য করেন, তাহলে আশা করি আমরা বীরভূম জেলার দুটো সিটে লক্ষাধিক ভোটে অনান্য দলগুলিকে পরাস্ত করতে পারব। দিদিকে আমরা এই দুটি সিট উপহার দিতে পারব।'
ওয়াকিবহাল মহলের আশঙ্কা, লোকসভা ভোটের মুখে বীরভূম জেলা তৃণমূলের সহ-সভাপতির এমন মন্তব্য তৃণমূলের বিড়ম্বনা বাড়াতে পারে। প্রশ্ন উঠতে পারে, প্রশাসনের ঠিক কোন সাহায্যের কথা বলছেন মলয় মুখোপাধ্য়ায়? প্রশাসনের সাহায্য়ে ভোটে জেতার অর্থই বা কী? এমনিতেই, গত পঞ্চায়েত নির্বাচনে শাসকদলের বিরুদ্ধে ভোটে অনিয়মের যে সব অভিযোগ উঠেছিল, তাতে আঙুল ওঠে প্রশাসনের একাংশের বিরুদ্ধেও। যেমন, পূর্ব বর্ধমানের জামালপুর। সেখানে প্রিসাইডিং অফিসারের সামনেই ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ ওঠে, দাবি পুলিশ নিষ্ক্রিয় হয়ে দাঁড়িয়ে ছিল।
শুধু পূর্ব বর্ধমানই নয়, দুই ২৪ পরগনা, মালদা, কোচবিহার-সহ একাধিক জেলায় আজ উঠে এসেছে ছাপ্পা ভোটের অভিযোগ। ভোট শুরু হতেই বুথ দখলের চেষ্টা অভিযোগ ওঠে। দিনহাটায় তছনছ বুথ। নথিতে আগুন। জ্যাংড়ায় বুথের মধ্যেই মারামারি। জঙ্গল থেকে ব্যালট বাক্স উদ্ধার হয়। বিরোধীদের মেরে বের করে দেওয়ার অভিযোগ ওঠে। ভোটের শুরুতেই বুথ দখল ব্যারাকপুরে বাহিনীর সামনেই অবাধে ছাপ্পাভোট চলার অভিযোগ ওঠে। বোমাবাজি-গুলি। নির্দল প্রার্থীর ক্যাম্প ভাঙচুর। আমডাঙায় টেবিলে বোমা রেখে ভোট লুঠ। বন্দুক উঁচিয়ে তাড়া করে পুলিশ। এসবের মধ্যে বীরভূমের জেলা তৃণমূলের সহ-সভাপতির এহেন মন্তব্য।