BJP Candidate List 2021: সিঙ্গুরে বিজেপি প্রার্থী রবীন্দ্রনাথ ভট্টাচার্যের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ কর্মীদের
West Bengal Assembly Election 2021: তৃতীয় দফায় ৩১টির মধ্যে ২৭টিলএবং চতুর্থ দফায় ৪৪-এর মধ্যে ৩৬টি আসনের প্রার্থীতালিকা ঘোষণা বিজেপির।
LIVE
Background
নয়াদিল্লি ও কলকাতা: বিধানসভা ভোটের তৃতীয় ও চতুর্থ দফার জন্য বিজেপির প্রার্থী তালিকা প্রকাশিত হতে পারে। তৃতীয় দফার ভোটগ্রহণ ৬ এপ্রিল, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ১৯ মার্চ। অন্যদিকে, ১০ এপ্রিল চতুর্থ দফার ভোটগ্রহণ। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ২৩ মার্চ।
BJP Candidate List 2021: বিজেপির প্রার্থী তালিকায় তারকাদের ছড়াছড়ি
তৃতীয় ও চতুর্থ দফার ভোটে বিজেপির প্রার্থী তালিকায় তারকাদের ছড়াছড়ি। যশ দাশগুপ্ত, পায়েল সরকার ও তনুশ্রী চক্রবর্তীকে প্রার্থী করল বিজেপি। তবে দুই তারকা রুদ্রনীল ঘোষ ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে এখনও পর্যন্ত করেনি গেরুয়া শিবির।
BJP Candidate List 2021: ভোটের প্রচারে রাজ্যে অমিত শাহ
ভোটের প্রচারে আজ রাজ্যে অমিত শাহ। প্রার্থী হিরণকে নিয়ে বিকেলে খড়গপুরে করবেন রোড শো।
BJP Candidate List 2021: সিঙ্গুরে বিজেপি প্রার্থী রবীন্দ্রনাথ ভট্টাচার্যের বিরুদ্ধে ক্ষোভ
সিঙ্গুরে বিজেপি প্রার্থী রবীন্দ্রনাথ ভট্টাচার্যের বিরুদ্ধে ক্ষোভ। রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে প্রার্থী হিসেবে মানতে নারাজ। ক্ষোভপ্রকাশ বিজেপি নেতা-কর্মীদের।
BJP Candidate List 2021: তৃতীয় ও চতুর্থ দফার ভোটে বিজেপির প্রার্থী তালিকা
তৃতীয় দফা (৩১টির মধ্যে ২৭টি) ও চতুর্থ দফায় ( ৪৪-এর মধ্যে ৩৬টি আসনের) প্রার্থীতালিকা ঘোষণা বিজেপির।
--------------------------------------
আলিপুরদুয়ার: অশোক লাহিড়ি (অর্থনীতিবিদ)
ডোমজুড়: রাজীব বন্দ্যোপাধ্যায়
সিঙ্গুর: রবীন্দ্রনাথ ভট্টাচার্য
তারকেশ্বর: স্বপন দাশগুপ্ত
দিনহাটা: নিশীথ প্রামাণিক
টালিগঞ্জ: বাবুল সুপ্রিয়
চণ্ডীতলা: যশ দাশগুপ্ত
বেহালা পূর্ব: পায়েল সরকার
কসবা: ইন্দ্রনীল খাঁ (চিকিৎসক)
শ্যামপুর: তনুশ্রী চক্রবর্তী
চুঁচুড়া: লকেট চট্টোপাধ্যায়
সোনারপুর দক্ষিণ: অঞ্জনা বসু
হাওড়া দক্ষিণ: রন্তিদেব সেনগুপ্ত
-------------------------------------
হাওড়া উত্তর: উমেশ রায়
হাওড়া মধ্য: সঞ্জয় সিংহ
মেটিয়াব্রুজ: রামজি প্রসাদ
সাঁকরাইল: প্রভাকর পণ্ডিত
পাঁচলা: মোহিত ঘাঁটি
উলুবেড়িয়া পূর্ব: প্রত্যুষ মণ্ডল
উত্তরপাড়া: প্রবীর ঘোষাল
শ্রীরামপুর: কবীর শঙ্কর বসু
চাঁপদানি: দিলীপ সিংহ
বলাগড়: সুভাষচন্দ্র হালদার
পাণ্ডুয়া: পার্থ শর্মা
মেখলিগঞ্জ: দধিরাম রায়
মাথাভাঙা: সুশীল বর্মন
কোচবিহার উত্তর: সুকুমার রায়
শীতলকুচি: বরেন চন্দ্র বর্মন
সিতাই: দীপক রায়
তুফানগঞ্জ: মালতি রাভা রায়
কুমারগ্রাম: মনোজ ওঁরাও
কালচিনি: বিশাল লামা
আলিপুরদুয়ার: অশোক লাহিড়ি
মাদারিহাট: মনোজ টিগ্গা
ভাঙড়: সৌমি হাটি
যাদবপুর: রিঙ্কু নস্কর
মহেশতলা: উমেশ দাস
বজবজ: তরুণ আদক
বাসন্তী: রমেশ মাঝি
কুলতলি: মিণ্টু হালদার
কুলপি: প্রণব মল্লিক
রায়দিঘি: শান্তনু বাপুলি
মন্দিরবাজার: দিলীপ জাটুয়া
জয়নগর: রবীন সর্দার
ক্যানিং পশ্চিম: অর্ণব রায়
ক্যানিং পূর্ব: কালীপদ নস্কর
বারুইপুর পশ্চিম: দেবোপম চট্টোপাধ্যায়
মগরাহাট পূর্ব: চন্দন নস্কর
মগরাহাট পশ্চিম: মানস সাহা
ডায়মন্ডহারবার: দীপক হালদার
সাতগাছিয়া: চন্দন পাল দাস
বিষ্ণুপুর: অগ্নিশ্বর নস্কর
উলুবেড়িয়া উত্তর: চিরণ বেরা
বাগনান: অনুপম মল্লিক
আমতা: দেবতনু ভট্টাচার্য
উদয়নারায়ণপুর: সুমিতরঞ্জন কাঁড়ার
জাঙ্গিপাড়া: দেবজিৎ সরকার
হরিপাল: সমীরণ মিত্র
ধনেখালি: তুষার মজুমদার
পুরশুড়া: বিমান ঘোষ
গোঘাট: বিশ্বনাথ কারক
খানাকুল: সুশান্ত ঘোষ
BJP Candidate List 2021: দুই দফার ৬৩ জন প্রার্থীর নাম ঘোষণা
বিজেপি জানিয়েছে, গতকাল দলের কেন্দ্রীয় নির্বাচন সমিতির বৈঠক হয়। দলের সভাপতি জেপি নাড্ডার সভাপতিত্বে এই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সমিতি পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের তৃতীয় পর্বের জন্য ২৭ ও চতুর্থ পর্বের জন্য ৩৬ জন প্রার্থীর নামের তালিকা অনুমোদন করেছে।