Sandeshkhali BJP Leader: সন্দেশখালির বিজেপি নেতা অময় ভুঁইয়ার বাড়িতে পুলিশ, ফের তপ্ত এলাকা
Post Poll Incident:পুলিশি অভিযান ঘিরে ফের উত্তপ্ত সন্দেশখালি। ভোটের দিন সন্দেশখালিতে পুলিশকে মারধরের অভিযোগ। সন্দেশখালির বিজেপি নেতা অময় ভুঁইয়ার বাড়িতে পুলিশ
পার্থপ্রতিম ঘোষ, সন্দেশখালি: পুলিশি অভিযান ঘিরে ফের উত্তপ্ত সন্দেশখালি (Sandeshkhali Police Raid)। ভোটের দিন সন্দেশখালিতে পুলিশকে মারধরের অভিযোগ। সন্দেশখালির বিজেপি নেতা অময় ভুঁইয়ার বাড়িতে পুলিশ। বিজেপি নেতার পরিবারের সদস্যদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি।
বিশদ...
অময় ভুঁইয়ার বাড়িতে পুলিশ ঢুকতে গেলে তুমুল উত্তেজনা তৈরি হয়। বিজেপি নেতার পরিবারের সদস্যরা, পুলিশ আধিকারিকদের ঢুকতে আপ্রাণ বাধা দেওয়ার চেষ্টা করলে ধস্তাধস্তি, তুমুল চিৎকার শুরু হয়। অনুমতি ছাড়া পুলিশের এই প্রবেশের তুমুল বিরোধিতা শোনা যায় পরিবারের সদস্যদের মুখে। অময় ভুঁইয়ার পরিবারের মহিলা সদস্যদের টেনেহিঁচড়ে বের করতে দেখা যায় RAF-র মহিলা আধিকারিকদের। তার পরই ঘরের মধ্যে তল্লাশি অভিযান শুরু হয়। বিক্ষুব্ধ সদস্যদের প্রশ্ন, 'এক জনের বাড়িতে পুলিশ কখনও এভাবে ঢোকে? এ কীরকম পুলিশ?' মমতা বন্দ্যোপাধ্যায়ের 'চামচা' বলেও পুলিশের তীব্র সমালোচনা করেন বিক্ষুব্ধ সদস্যরা। তাঁদের প্রশ্ন, 'অময় ভুঁইয়া কিছু করেননি। তাও তাঁর নাম আসছে কেন? কী করেছেন উনি?' বিজেপি নেতার বৌদি সার্চ ওয়ারেন্ট দেখতে চান বলে খবর। পুলিশের উদ্দেশে তাঁর সখেদ প্রশ্ন, 'আপনারা আমাদের গায়ে হাত দিলেন কেন?' সংবাদমাধ্য়মের ক্যামেরায় শোনা যায় এক আধিকারিক জবাব দিচ্ছেন, 'আপনারা অপরাধীদের আশ্রয় দিচ্ছেন।' ক্ষোভ তুঙ্গে ওঠে। বিক্ষুব্ধ মহিলা সদস্যের প্রশ্ন, 'কে অপরাধী? ...কোনও তথ্য না দেখিয়ে গায়ের জোরে বাড়িতে ঢুকে গিয়েছেন।' পুলিশের দাবি, ভোটের আগে এবং ভোটের সময় যে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল, তার নেপথ্যে হাত ছিল এই অময় ভুঁইয়ার। গত কাল, রবিবার, কার্যত এক ছবি দেখা গিয়েছিল সন্দেশখালিতে।
রবিবারের স্মৃতি...
সোমবার যা ঘটল তাতে রবিবারের ছবিই ফের ধরা পড়েছে বলে মত অনেকের। গত কাল, সন্দেশখালির আগারহাটি মণ্ডলপাড়ায় ধুন্ধুমার বাধে। সেখানেও, পুলিশের উপর হামলার অভিযোগে গ্রামে ঢুকে ধরপাকড়ের অভিযোগ ছিল পুলিশের বিরুদ্ধে। এই ঘটনায় একজনকে আটক করে নিয়ে যাওয়ার সময় তুমুল বিক্ষোভ করেন গ্রামের মহিলারা। RAF এবং কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে গ্রামে ঢোকে পুলিশ, তল্লাশি চালাতে শুরু করে। এর পর যখন সাধন নন্দী নামে গ্রামের এক ব্যক্তিকে আটক করে তারা নিয়ে আসছিল, তখনই ক্ষোভের আগুন জ্বলে ওঠে আগারহাটি মণ্ডলপাড়ায়। প্রতিবাদ দেখাতে শুরু করেন মহিলারাপরে পুলিশের গাড়ি দাঁড় করিয়ে অভিযুক্তকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়। তাঁদের পাল্টা দাবি, পুলিশ গ্রামে ঢুকে অত্যাচার চালাচ্ছে। তার পর, আজ, ফের একই ধরনের ঘটনা।
আরও পড়ুন:'প্রতিশ্রুতি দিয়েও চাকরি দেয়নি রেল..', অবৈধ স্টল উচ্ছেদে তুলকালাম বর্ধমান স্টেশনে