CAA On Bengal: শেষ দফার আগেই CAA-তে প্রথমবার বাংলার আবেদনকারীদের নাগরিকত্ব দিল কেন্দ্র
CAA Centre Grants Bengal Citizenship :শেষ দফার ভোটের আগেই, এবার বাংলার আবেদনকারীদের নাগরিকত্ব দিল কেন্দ্র।
কলকাতা: CAA-তে (CAA Implementation ) প্রথমবার বাংলার আবেদনকারীদের নাগরিকত্ব। শেষ দফার ভোটের আগেই বাংলার আবেদনকারীদের নাগরিকত্ব দিল কেন্দ্র। CAA কার্যকর হওয়ার পর ১৫ মে প্রথম দফায় ১৪ জনকে নাগরিকত্ব দেয় কেন্দ্র। এবার বাংলার আবেদনকারীদের নাগরিকত্ব দিল কেন্দ্র।
CAA কার্যকরী হওয়ার পর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়ে গিয়েছে। এনিয়ে কম বক্তব্য রাখেননি মমতা বন্দ্যোপাধ্যায়। CAA ইস্যুতে তৃণমূলনেত্রীকে চাঁছাছোলা ভাষায় আক্রমণও করেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বলেছিলেন, দেশ বিরোধী কাজ করছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। পাল্টা জবাব দিয়েছিলেন তৃণমূলনেত্রীও। জেপি নাড্ডা বলেছিলেন,'দেশবিরোধী কাজ মমতা করছেন।CAA বাইরে থেকে আসা কাউকে দেওয়ার নয়, এটা কি মমতা বোঝেন না? মমতা কি এতটাই অশিক্ষিত?' অপরদিকে, মমতা বন্দ্যোপাধ্য়ায় তখন বলেছিলেন, 'আমি আপনাদের বলি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসছে এবং আমরা যদি ইন্ডিয়া জোটকে ক্ষমতায় আনতে পারি তাহলে আমরা NRC তুলে দেব, আমরা CAA তুলে দেব।'
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ , প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর পর এবার CAA ইস্যুতে তৃণমূলনেত্রীকে চাঁছাছোলা ভাষায় আক্রমণে নেমেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। নাড্ডা বলেছিলেন,' উনি ভোটের জন্য দেশের সঙ্গে আপস করতে পারেন। যত অনুপ্রবেশকারী আছে, তাদের সুরক্ষা দেওয়া,ওদের পরিচয়পত্র তৈরি করা, ওদের রেশন কার্ড বানানো এই কাজ তৃণমূলের কর্মীরা করে এবং ওদের ভোটার বানায়। এটা দেশবিরোধী কাজ। আর ওদের সুরক্ষা দেয়। চেয়ারের জন্য তাঁরা দেশের সঙ্গে আপস করতে তৈরি। দেশের সঙ্গে আপস করছেন। দেশের সঙ্গে গদ্দারি করে যা করা যেতে পারে, সেটা করার চেষ্টা করছেন। CAA বাইরে থেকে আসা কাউকে দেওয়ার নয়, এটা কি মমতা বোঝেন না? মমতা কি এতটাই অশিক্ষিত? না। উনি বোঝেন, জানেন।'
আরও পড়ুন, কয়লাকাণ্ডে CBI তলবে সাড়া দিলেন না সওকত, মুখ্যমন্ত্রী প্রশংসা করে বললেন..
শুরু থেকেই CAA-র ঘোর বিরোধী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। তবে, লোকসভা ভোটের মধ্য়ে গত ১৪ মে কল্যাণীর সভায় তাঁর মুখেই শোনা যায় শর্তের কথা। মমতা বলেছিলেন, 'নিঃশর্ত সিএএ অধিকার দিলে দাও, তা না হলে বিদায় নাও।' যদিও যতই বিতর্কই হোক, সপ্তম ভোটের আগে CAA-তে প্রথমবার বাংলার আবেদনকারীদের নাগরিকত্ব দিল কেন্দ্র।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।