এক্সপ্লোর
Advertisement
গুজরাতে নিজের প্রথম জনসভায় ‘বোনেরা ও ভাইয়েরা’ বলায় প্রশংসা-ট্যুইট কংগ্রেসের মহিলা শাখা প্রধানের, আমি তো ভাবলাম, কেউ খেয়াল করেননি, প্রতিক্রিয়া প্রিয়ঙ্কার
নয়াদিল্লি: গুজরাতে দলনেত্রী হিসাবে প্রথম জনসভায় ভাষণ দিতে উঠে ছেলেদের আগে মেয়েদের উল্লেখ করে ‘বোনেরা ও ভাইয়েরা’ বলায় আলোচনায় উঠে এসেছেন প্রিয়ঙ্কা গাঁধী। তিনি যে এমনটা করেছেন, সেটা কারও নজরে পড়েনি বলে ধারণা ছিল প্রিয়ঙ্কার। পূর্ব উত্তরপ্রদেশের ভারপ্রাপ্ত কংগ্রেস সাধারণ সম্পাদক নিযুক্ত হওয়ার প্রায় ২ মাস বাদে গত মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজের রাজ্য গুজরাতে প্রথম রাজনৈতিক জনসভায় ভাষণ দেন, তাঁকে প্রতিশ্রুতি পূরণ না করার অভিযোগে আক্রমণও করেন প্রিয়ঙ্কা। শুরুতেই তিনি ‘বোনেরা, ভাইয়েরা’ সম্বোধন করেন।
The speech of @priyankagandhi ji in Gujarat stood out for many reasons. I loved the fact that in her address she changed the order most people follow by referring to women before men ie
बहनो और भाइयों & not the other way around. https://t.co/EWCGFx6trU via @YouTube
— Sushmita Dev (@sushmitadevmp) March 14, 2019
এজন্য তাঁর প্রশংসায় কংগ্রেসের মহিলা শাখার প্রধান সুস্মিতা দেব ট্যুইট করেছেন, গুজরাতে প্রিয়ঙ্কাগাঁধিজীর বক্তৃতা নানা কারণেই ব্যতিক্রমী। আমার এটা দেখে ভাল লেগেছে যে, তিনি শুরুতেই ছেলেদের আগে মেয়েদের উল্লেখ করে প্রচলিত রীতি ভেঙেছেন, সবাই যা করেন, তা করেননি। সুস্মিতার ট্যুইটের পর প্রিয়ঙ্কা আবার হাসিমুখের ইমোজি সহ ট্যুইট করেছেন, আর আমি তো ভাবলাম, কেউ ব্যাপারটা খেয়ালই করেননি।
...and I thought no one noticed!! ???? https://t.co/neQADGP35y
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) March 14, 2019
/code>
ঘটনাচক্রে এই নিয়ে তিন নম্বর ট্যুইটটি করলেন তিনি। ট্যুইটার অ্যাকাউন্ট খোলার পর এক মাসের বেশি সময় বাদে গত মঙ্গলবার প্রথম ট্যুইট করেন প্রিয়ঙ্কা। বর্তমানে ট্যুইটারে তাঁকে ফলো করেন ২, ৫৩০০০-এর বেশি লোক।
নির্বাচন ২০২8 (Elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
খবর
জেলার
Advertisement