ভোটের জন্য আপনার এলাকায় কবে কবে বন্ধ থাকবে মদ বিক্রি ? কী নির্দেশিকা কমিশনের
EC On Alcohol: ভোটের ৪৮ ঘণ্টা আগে থেকে মদ বিক্রি বন্ধ করার বিষয়ে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে নির্দেশিকা পাঠানো হল রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে। ফলাফল প্রকাশের দিনটিকে ড্রাই ডে হিসেবে পালন হবে।
নয়াদিল্লি: ভোটগ্রহণের (Polling) ৪৮ ঘণ্টা আগে থেকে বন্ধ থাকবে মদ (alcohol) বিক্রি। সম্প্রতি জাতীয় নির্বাচন কমিশনের (National election commission) আন্ডার সেক্রেটারির তরফে এমনই নির্দেশিকা পাঠানো হয়েছে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মুখ্যসচিব ও রাজ্য নির্বাচন কমিশনারগুলিকে।
গত ১৬ মার্চ কমিশনের আন্ডার সেক্রেটারি ব্রিজেশ কুমারের স্বাক্ষরিত ওই নির্দেশিকা পাঠানো হয়েছে রাজ্য ও কেন্দ্রীয়শাসিত অঞ্চলগুলিতে। তাতে নির্দেশ দেওয়া হয়েছে, ১৬ মার্চ নির্বাচন কমিশনের তরফে ২০২৪ সালের লোকসভা ও বিভিন্ন রাজ্যের বিধানসভাগুলিতে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কোথায় কখন ভোটগ্রহণ হবে তা উল্লেখ করা হয়েছে কমিশনের ওয়েবসাইটে।
সেই উপলক্ষে আপনাদের ১৯৫১ সালের রিপ্রেজেন্টশেন অফ দ্য পিপল অ্যাক্ট-এর ১৩৫ সি ধারা অনুযায়ী নির্দেশ দেওয়া হচ্ছে যে সমস্ত এলাকায় ভোটগ্রহণ হবে সেখানে ভোটের ৪৮ ঘণ্টা থেকে কোনও মদের দোকান, হোটেল, খাবারের দোকান কিংবা যে কোনও জায়গা থেকে যাতে মদ বিক্রি না হয় তা সুনিশ্চিত করতে হবে। কোনওভাবে যাতে ভোটগ্রহণের এলাকাগুলিতে মদ বিক্রি না হয় তার জন্য কড়া নজরদারি চালাতে হবে। আইন অনুযায়ী ওই এলাকাগুলিতে ভোটের ৪৮ ঘণ্টা আগে থেকে ড্রাই ডে (Dry day) ঘোষণা করতে হবে। কোনও এলাকায় যদি পুনর্নিবাচন হয় তাহলেও এই নির্দেশ জারি থাকবে।
ওই নির্দেশিকায় আরও উল্লেখ করা হয়েছে যে ৪ জুন লোকসভা ও বিভিন্ন বিধানসভার উপনির্বাচনের ফলাফল প্রকাশের দিনটিকেও ড্রাই ডে হিসেবে পালন করতে হবে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে। মদের দোকানস হোটেল, রেস্তোঁরা, ক্লাব ও অন্যান্য প্রতিষ্ঠানগুলি যারা মদ বিক্রি বা সরবরাহ করে তাদেরও অক্ষরে অক্ষরে এই নির্দেশ পালন করতে হবে।
যদি কোনও ব্যক্তি ও সংস্থা আগে থেকে মদ কিনে রেখে ভোটগ্রহণের ৪৮ ঘণ্টার মধ্যে মদ বিক্রি করে তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে প্রশাসনকে। দেশজুড়ে সুষ্ঠু ও অবাধ নির্বাচন করানোর জন্যই কমিশনের তরফে এই নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে চলার বার্তা দেওয়া হচ্ছে। কেউ যদি তা অমান্য করে তাহলে নির্দিষ্ট আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সম্পূর্ণ অধিকার থাকছে প্রশাসন ও কমিশনের। যদি কোনও সংস্থা বা ব্যক্তি এই নির্দেশ ভেঙে মদ বিক্রি করে তাহলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন : Arvind Kejriwal Arrest:ইডির হেফাজত থেকে মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম নির্দেশ কেজরিওয়ালের