Election Result 2024:বিক্ষুব্ধ হয়ে নির্দল হিসেবে লড়াই, জিতেই সাংসদ ফিরে আসায় সেঞ্চুরির পথে কংগ্রেস?
Maharashtra Rebel Came Back To Congress:লোকসভায় আসনের নিরিখে তবে কি এবারেই সেঞ্চুরি করে ফেলবে কংগ্রেস? হিসেবনিকেষ অন্তত সেরকম বলছে।
নয়াদিল্লি: লোকসভায় আসনের নিরিখে তবে কি এবারেই সেঞ্চুরি করে ফেলবে কংগ্রেস (Congress May Hit 100 In Lok Sabha)? হিসেবনিকেষ অন্তত সেরকম বলছে। মহারাষ্ট্রের এক বিক্ষুব্ধ কংগ্রেস সদস্য ভোটের সময় নির্দল প্রার্থী হিসেবে লড়ে সাংলি আসন থেকে জিতেছেন। তবে তার পর, গত বৃহস্পতিবার তিনি কংগ্রেসে ফিরে আসেন, যার পর লোকসভায় শতাব্দীপ্রাচীন দলের প্রতিিনধিসংখ্যা ১০০ হয়ে যাওয়ার কথা, দাবি এক দলীয় বিধায়কের। সদ্য নির্বাচিত সেই সাংসদের নাম বিশাল পাটিল।
বিশদ...
বিশাল পাটিলকে স্বাগত জানিয়ে শুক্রবার সোশ্য়াল মিডিয়ায় হ্যান্ডেলে ছবি ও পোস্ট দিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে। লিখেছেন, 'প্রতারণা, ঔদ্ধত্য এবং বিভাজনের রাজনীতিকে হারিয়ে দিয়েছেন মহারাষ্ট্রের আমজনতা।' বিশালের আরও একটি রাজনৈতিক পরিচয় রয়েছে। তিনি, মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসন্তদাদা পাটিলের নাতি। কিন্তু তিনি কংগ্রেস ছেড়ে নির্দল হিসেবে লড়লেন কেন? মহা বিকাশ আগাড়ির শরিকদলগুলির মধ্যে যে আসন সমঝোতা হয়েছিল, তাতে সাংলি আসনটি উদ্ধবপন্থী শিবসেনার ভাগে পড়ে। তাতেই বিক্ষুব্ধ বিশাল নির্দল হিসেবে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এদিকে এই নিয়ে কোনও আলোচনার আগেই উদ্ধবপন্থী শিবসেনা তাদের প্রার্থী ঘোষণা করে দেয়। কংগ্রেসের তরফে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানানো হলেও তাতে কান দেয়নি উদ্ধব ঠাকরের দল, এমনই খবর।
তবে বিশাল নির্দল প্রার্থী হিসেবে লড়লেও তাঁকে সাহায্য করেছিলেন কংগ্রেসের বিধায়ক বিশ্বজিৎ কদম। গত কাল, বিশাল এবং বিশ্বজিৎ, দুজন একসঙ্গে গিয়ে সদ্য নির্বাচিত সাংসদের সমর্থন পত্র জমা দেন কংগ্রেস সভাপতিকে। তার পর, বিশ্বজিৎ কদম বলেন, 'বিশাল পাটিলের সমর্থন পাওয়ার পর এবার লোকসভায় কংগ্রেসের আসনসংখ্যা ১০০ ছুয়ে ফেলবে।'
নিয়ম...
সাধারণ ভাবে নিয়ম হল, এসব ক্ষেত্রে লোকসভার সচিবালয় সিলমোহর দিলে বিশালকে কংগ্রেসের সহযোগী সাংসদ অভিহিত করা হবে। সেক্ষেত্রে কংগ্রেসের লোকসভায় শক্তি ১০০ ছুঁয়েও ফেলবে। তবে এখানেই 'হাত' ধরার ধরা সম্ভবত থামছে না। পাপ্পু যাদব নামে আর এক প্রার্থী, যিনি বিহার থেকে লড়ে জিতেছেন, তিনিও সম্ভবত, কংগ্রেসকে সমর্থন করবেন। সেক্ষেত্রে লোকসভায় সনিয়া-রাহুলের দলের আসনসংখ্য়া আরও ১টি বেড়ে যাওয়ার কথা। তবে রাজনীতি সম্ভাবনাপ শিল্প। আর এখানে কেউ চিরমিত্র বা চির প্রতিপক্ষও হয় না। তাই আখেরে কংগ্রেসের আসনসংখ্যা কোথায় দাঁড়াবে, সেটা জানতে হলে আরও কিছু সময় অপেক্ষা করা দরকার।
আরও পড়ুন:'আমাদের অনেক নেতৃত্বর সঙ্গে তৃণমূলের গঠনমূলক সম্পর্ক হয়েছিল', জিতেই বিস্ফোরক সৌমিত্র খাঁ