এক্সপ্লোর
কাটিহারের জনসভায় ‘সাম্প্রদায়িক’ উষ্কানি, সিধুর বিরুদ্ধে এফআইআর
সোমবার কাটিহারের সভায় সিধু বলেন, নিজেদের সংখ্যালঘু মনে করবেন না। এখানে আপনারাই সংখ্যাগুরু। ৬৪ শতাংশ। ওয়েইসির মতো লোকজনের পাল্লায় পড়বেন না।

পটনা: আবার নতুন বিতর্কে সিধু। বিহারের কাটিহারের কংগ্রেস প্রার্থী, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তারিক আনোয়ারের সমর্থনে সিধু মুসলিমদের জোট বেঁধে নরেন্দ্র মোদিকে ভোট দিয়ে হারানোর ডাক দেওয়ার জন্য তাঁর বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, বিহারের কাটিহার জেলার বারাসোই পুলিশ স্টেশনে এই এফআইআর করেছে নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াড। বারাসোই থানার স্টেশন হাউস অফিসার চন্দ্র প্রকাশ জানিয়েছেন, ভারতীয় দণ্ডবিধির ১৮৮, ১২৩(৩) ও ১২৫ ধারায় তাঁর বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে। সোমবার কাটিহারের সভায় সিধু বলেন, নিজেদের সংখ্যালঘু মনে করবেন না। এখানে আপনারাই সংখ্যাগুরু। ৬৪ শতাংশ। ওয়েইসির (এআইএমআইএম সভাপতি) মতো লোকজনের পাল্লায় পড়বেন না। বিজেপিই ওদের খাড়া করেছে। নিজেদের শক্তি চিনুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হারাতে দলবেঁধে ভোট দিন। প্রত্যাশিত ভাবেই পঞ্জাবের মন্ত্রী সিধুর মন্তব্যে প্রবল আপত্তি জানিয়ে বিজেপি দাবি করে, নির্বাচন কমিশন স্বতঃপ্রণোদিত হয়ে কংগ্রেস নেতার বক্তব্য খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করুক।
নির্বাচন 2025 (Elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন




















