Panchayat Poll 2023: 'রাজনৈতিক কন্ট্রোলরুম করে দুষ্কৃতীদের নিয়ন্ত্রণ করা হচ্ছে, ব্যবস্থা নেওয়া হবে' বার্তা রাজ্যপালের
Governor: রাষ্ট্রপতি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে কলকাতায় ফিরে বাংলাকে সুরক্ষিত করার বার্তা।
কলকাতা: দিল্লি থেকে ফিরে ফের হিংসা নিয়ে কড়া বার্তা রাজ্যপালের (Governor C V Anand Bose)। এবার আনন্দ বোসের মুখে এবার দস্যু রত্নাকরের প্রসঙ্গ। রাষ্ট্রপতি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে কলকাতায় ফিরে বাংলাকে সুরক্ষিত করার বার্তা।
মনোনয়নপর্ব থেকে ভোটের ফলপ্রকাশের আগের রাত পর্যন্ত, রাজ্যে ভোট হিংসার বলি হয়েছেন ৪০ জন। আর, ভোটেই মৃত্যু হয়েছে ১৯ জনের। ভোটের দিন কোথাও উদ্যত আগ্নেয়াস্ত্র হাতে দুষ্কৃতীদের দাপাদাপি করতে দেখা গেছে। কোথাও মুহুর্মুহু বোমাবাজি হয়েছে। রক্ত ঝরেছে।মৃত্যু হয়েছে। এই অবস্থায়, যেদিন পঞ্চায়েত ভোটে হিংসা ও অশান্তির ঘটনা নিয়ে খোঁজ নিতে বাংলায় টিম পাঠানোর সিদ্ধান্ত নিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সেদিনই, নর্থব্লকে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠক করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সূত্রের দাবি, বাংলার ভোট হিংসা নিয়ে রিপোর্ট জমা দিয়েছেন তিনি। রাষ্ট্রপতির সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজ্যপাল। দীর্ঘ বৈঠক করেছেন CRPF-এর ডিজি র সঙ্গে।
কী বললেন রাজ্যপাল?
আজ, মঙ্গলবার পঞ্চায়েত ভোটের ফল প্রকাশের দিন দিল্লি থেকে কলকাতায় ফিরলেন তিনি। আর ফের হিংসা নিয়ে কড়া বার্তা দিলেন রাজ্যপাল। এদিন সিভি আনন্দ বোস বলেন, "আজকে দস্যুরাই একদিন ত্রাতা হয়ে উঠতে পারে। যেভাবে রত্নাকর একদিন বাল্মিকী হয়ে উঠেছিলেন। রাজনৈতিক কন্ট্রোলরুম তৈরি করে দুষ্কৃতীদের নিয়ন্ত্রণ করা হচ্ছে। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যে হিংসা আজ হচ্ছে, তার ফল ভোগ করতে হবে বাংলার ভবিষ্যতকে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাংলাকে সুরক্ষিত করতে হবে।''
পঞ্চায়েত ভোটের দিন উত্তর ২৪ পরগনার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুরে বেড়ান রাজ্য়পাল। গাড়িতে বসেই শোনেন প্রার্থীদের অভিযোগ। আবার রাজনৈতিক সন্ত্রাসে জখম, নির্দল প্রার্থীর সমর্থককে দেখতে হাসপাতালেও পৌঁছে যান তিনি। আর ভোট শেষ হতেই দিল্লি উড়ে যান তিনি। গতকালও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন রাজ্যপাল। তিনি বলেন, “অন্ধকারের পরেই ভোর আসে। সুড়ঙ্গের শেষে আলোর দেখা মিলবে। আজকের বৈঠক থেকে আমি যে বার্তা পেয়েছি তা হল, যদি শীত আসে, বসন্ত কি দূরে থাকতে পারে? আগামী দিনে ভাল হবে।’’
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: Hair Thinning: হেয়ার থিনিং কী? কেন এই সমস্যা দেখা দেয়?