Narendra Modi Speech: 'কংগ্রেসের কু-শাসন না দেখেও প্রত্যাখ্যান করেছে যুব সম্প্রদায়ের ১ কোটি' গুজরাতে পদ্ম-রেকর্ডে খোঁচা মোদির
Gujarat Himachal Assembly Election : ২০২৪-এ দেশের লোকসভা নির্বাচন। তাঁর প্রাক্কালে কার্যত সেমিফাইনালের মঞ্চে নিজের গড়ে কংগ্রেসকে হেলায় হারালেন মোদি-শাহ। হিমাচলে অবশ্য পর্যুদস্ত হতে হল বিজেপি শিবিরকে।
নয়াদিল্লি : 'গুজরাত নে তো কামাল কর দিয়া....' বলে চেনা ভঙ্গিতে থামলেন কিছুক্ষণ। নয়াদিল্লির বিজেপি সদর দফতরে হাজির হওয়া গেরুয়া শিবিরের সমর্থকরা তুমুল 'মোদি...মোদি' হর্ষ তুললেন। যে অভিবাদন গ্রহণ করেই নরেন্দ্র মোদি বললেন, 'ভূপেন্দ্র যাতে নরেন্দ্রকে হারাতে পারে, সেই আবেদন করেছিলাম গুজরাতের জনগণের কাছে। আর তাঁরা তো রেকর্ডেরও রেকর্ড ভেঙে দিয়েছেন।'
২০২৪-এ দেশের লোকসভা নির্বাচন। তাঁর প্রাক্কালে কার্যত সেমিফাইনালের মঞ্চে নিজের গড়ে কংগ্রেসকে হেলায় হারালেন মোদি-শাহ। হিমাচলে অবশ্য পর্যুদস্ত হতে হল বিজেপি শিবিরকে। আসন সংখ্যার বিচারে ক্ষমতাচ্যুত হতে হলেও আসলে ভোটপার্থক্যটা ১ শতাংশ বলেই জানালেন বিজেপি নেতা নরেন্দ্র মোদি। পাশাপাশি গুজরাত বিধানসভায় (Gujarat Election 2022) রেকর্ড জয়ের পর চেনা মেজাজে খোঁচা দিলেন প্রতিপক্ষ কংগ্রেসকে। সামনে তুলে আনলেন গরিবদের ক্ষমতায়ন, আধুনিকিকরণ ও যুব সম্প্রদায়ের বিজেপিতে আস্থার দাবি।
গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কংগ্রেসকে খোঁচা দিয়ে বললেন, 'গুজরাতের ভোটে সবথেকে বেশি আনন্দ পেয়েছি যুব সম্প্রদায়ের বিজেপিতে আস্থা রাখায়। প্রায় ১ কোটি ভোটার এমন ছিলেন, যাঁরা কংগ্রেসের কুশাসন দেখেন-ই নি। কিন্তু তাঁরা প্রত্যাখ্যান করেছেন কংগ্রেসকে। বলা ভাল, উন্নয়ন, প্রগতির রাজনীতিই যে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে, সেই ভাবনাতেই আস্থা রেখেছেন। নব প্রজন্ম সবসময় প্রশ্ন করে, তাঁদের প্রশ্নের ও চিন্তার দিশা যে বিজেপি-ই দিতে পারে, সেই আস্থা তাঁরা রেখেছেন। তাঁরা বুঝিয়ে দিয়েছেন, দেশ সঙ্কটে থাকলে ভরসার নাম বিজেপি।'
১৮২ আসনের গুজরাত বিধানসভায় ১৫৭ টি আসনও জিতেছে বিজেপি। কংগ্রেসের ঝুলিতে গিয়েছে মাত্র ১৬ আসন। আম আদমি পার্টি পেয়েছে ৪ টি ও অন্যান্য নির্দলরা পেয়েছে ৪ টি আসন। প্রসঙ্গত, পদ্ম ব্রিগেড গুজরাতে জিততে চলেছে ৮০ শতাংশের বেশি আসনে। গুজরাতের ইতিহাসে সবচেয়ে শোচনীয় ফল কংগ্রেসের। গুজরাতে এখনও পর্যন্ত বিজেপির ভোটপ্রাপ্তির হার ৫৩ শতাংশ। কংগ্রেসের ভোটপ্রাপ্তির হার ২৮ শতাংশ। আপের ভোটপ্রাপ্তির হার ১৩ শতাংশ। প্রসঙ্গত, বিগত ২৭ বছর ধরে গুজরাত বিজেপি-র দখলে। আরও একবার সেখানে ক্ষমতায় ফিরল তারা। ১৯৮৫ সালে কংগ্রেসের ১৪৯ আসনজয়ের লক্ষ্যমাত্রাও এ বার ছাড়িয়ে গেল বিজেপি। প্রসঙ্গত, ২০০২ সালে গুজরাত দাঙ্গার পর এ যাবৎ বিজেপি-র সর্বাধিক আসন সংখ্যা ছিল ১২৭।
আরও পড়ুন- হিমাচলে প্রতি ৫ বছরে সরকার বদলেছে, এবারই ১%-র কম ব্যবধানে বিজেপি সেখানে হেরেছে: মোদি
গুজরাতে পদ্ম শিবিরের বিপুল জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্যুইটারে লেখেন, 'ধন্যবাদ গুজরাত। ভোটের ফল দেখে মনে বিভিন্ন আবেগ এসেছে। মানুষ দুহাত তুলে উন্নয়ন-প্রগতির রাজনীতিকে আর্শীবাদ করেছেন। সঙ্গে বুঝিয়ে দিয়েছেন, উন্নয়নের গতি ত্বরাণ্বিত করতে হবে। গুজরাতের জন-শক্তির সামনে মাথা নত করছি।'
ধন্যবাদ জ্ঞাপনের যে বার্তার সঙ্গেই তাঁর সংযোজন, 'গুজরাতের সমস্ত পরিশ্রমী কার্যকর্তাই আসল চ্যাম্পিয়ন। তাঁদের অক্লান্ত পরিশ্রম ছাড়া এই বিপুল জয় সম্ভব ছিল না। বিজেপির কার্যকর্তারাই দলের আসল শক্তি।'