KMC Election 2021: বিরিয়ানি খাইয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা! কাঠগড়ায় বিজেপি
Kolkata Municipal Election 2021: গতকাল রাত থেকে এলাকার একটি বেসরকারি হাসপাতালের (hospital) ছাদে চলছে বিরিয়ানি, চিকেন চাপ রান্না। রোগী ও হাসপাতালের কর্মীদের জন্য বিরিয়ানি রান্না, সাফাই কর্তৃপক্ষের।
কলকাতা: মানিকতলায় (maniktala) ২৮ নম্বর ওয়ার্ডে বিরিয়ানি, চিকেন চাপ খাইয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ বিজেপির (bjp) বিরুদ্ধে। তৃণমূল প্রার্থী অয়ন চক্রবর্তীর অভিযোগ, গতকাল রাত থেকে এলাকার একটি বেসরকারি হাসপাতালের (hospital) ছাদে চলছে বিরিয়ানি, চিকেন চাপ রান্না। রোগী ও হাসপাতালের কর্মীদের জন্য বিরিয়ানি রান্না, সাফাই বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের।
এরইমধ্যে জোড়াবাগান এলাকায় কলকাতা পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র তথা ২২ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিতকে হেনস্থা, পোশাক ছিঁড়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পাশাপাশি, নির্দল প্রার্থীদের মেরে মুখ ফাটিয়ে দেওয়ার অভিযোগ। পাল্টা বিজেপি প্রার্থীর বিরুদ্ধেই অশান্তি তৈরির অভিযোগ এনেছেন তৃণমূল প্রার্থী শ্যামপ্রকাশ পুরোহিত।
মীনা দেবী পুরোহিতের অভিযোগ, তৃণমূল বহিরাগতদের নিয়ে এসে বুথ দখলের চেষ্টা করছে। বুথে ঢুকতে গেলে তাঁকে বাধা দেওয়া হয়, হেনস্থা করা হয়। যদিও তৃণমূল প্রার্থীর দাবি, গোলমাল পাকানোর চেষ্টা করেন বিজেপি প্রার্থী। এরপর পোস্তার একটি বুথে বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল ও নির্দল প্রার্থীর এজেন্টরা। এই ঘটনা পাওয়ার পরই রাজ্য নির্বাচন কমিশন রিপোর্ট তলব করেছে বলে জানা গেছে। অবজার্ভারকে খতিয়ে দেখার নির্দেশ কমিশনের।
বেলেঘাটার ৩০ নম্বর ওয়ার্ডে বোমাবাজির অভিযোগ উঠল। এই ঘটনা নিয়ে তৃণমূলের অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। তাদের ক্যাম্প অফিস ভাঙচুর করে ব্যানার ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ। তৃণমূলের তরফে বলা হয়েছে রবিবার সকালে ৪টে বোমা পড়েছে বেলেঘাটার ৩০ নম্বর ওয়ার্ডে। বিশাল পুলিশ বাহিনী এসে পৌঁছেছে। তৃণমূলের তরফে বলা হয়েছে, "আমাদের ক্যাম্পে ব্যানার হোর্ডিং ছিঁড়ে ফেলা হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন রেললাইনের ওপর বোমাবাজি হয়েছে। পুলিশের তদন্তের বিষয়। প্রশাসন দেখবে এটি কী হয়েছে।"
কোথাও দফায় দফায় উত্তেজনা। কোথাও সিসিটিভি ক্যামেরা না থাকার অভিযোগ। কোথাও আবার বুথের মধ্যেই কংগ্রেস এজেন্ট মারধরের অভিযোগ। অবাধ ও শান্তিপূর্ণ ভোটের দাবিতে থানায় বিক্ষোভ। উত্তর থেকে দক্ষিণ দুপুর ১২টা পর্যন্ত এমনই ছবি কলকাতা পুরভোটের (Kolkata Municipal Poll 2021)। শেষ পাওয়া খবর অনুযায়ী বেলা ১১টা পর্যন্ত ভোট পড়েছে ১৯ শতাংশ।