Calcutta High Court: 'হাইকোর্টে হাজির থাকা বিরোধী প্রার্থীদের এসকর্ট দিয়ে গন্তব্যে পৌঁছবে কলকাতা পুলিশ', নির্দেশ হাইকোর্টের
বিরোধীদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বভার গেল কলকাতা পুলিশের ওপরেই।

কলকাতা: কলকাতা পুলিশকে এসকর্ট দিয়ে হাইকোর্টে হাজির থাকা বিরোধী প্রার্থীদের এখনই মনোনয়ন জমার জন্য গন্তব্যে পাঠানোর নির্দেশ বিচারপতি মান্থার। 'হাইকোর্টে আসা বিভিন্ন এলাকার বিরোধী প্রার্থীদের বসিরহাট, ক্যানিং, ভাঙড়, কাশীপুর পৌঁছতে কলকাতা পুলিশকে এসকর্ট দিতে হবে'।
গোটা মনোনয়ন পর্বজুড়ে রাজ্যে একের পর এক উত্তেজনার পরিস্থিতি তৈরি হল। প্রথম দিন তো বটেই, মনোনয়ন পর্বের শেষ দিনেও মৃত্যুর ঘটনা ঘটল। এবার বিরোধীদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বভার গেল কলকাতা পুলিশের ওপরেই। এ দিন বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দিয়ে বলেন, 'তারা যাতে সময়ের মধ্যে পৌঁছতে পারেন মনোনয়নস্থলে, তাই এই ব্যবস্থা রাজ্যকে করতে হবে। এখনই হাইকোর্টে উপস্থিত সব প্রার্থীকে হেয়ার স্ট্রিট থানায় পৌঁছতে হবে। বাকি প্রার্থীরা এলাকার থানা বা কোথাও এসপি অফিসে এখনই হাজির হবেন, তাদের পুলিশ নিরাপত্তা দিয়ে মনোনয়ন জমা দিতে নিয়ে যাবে'।
এ প্রসঙ্গে রাজ্যের আপত্তি উড়িয়ে আইনজীবীকে কটাক্ষ করে বিচারপতি মান্থা নির্দেশ দেন, 'পুলিশের জন্য আপনার উদ্বেগকে বাহবা দিয়েও বলছি সংবিধান রক্ষার স্বার্থে কলকাতা পুলিশ এসকর্ট করে তাঁদের গন্তব্য পর্যন্ত পৌঁছে দেবে, এটা জরুরি'। এদিন তিনি আরও বলেন, 'গতকাল সকাল ৯ টা থেকে আজ সন্ধে ৭ টা পর্যন্ত যেখানে ভোটের মনোনয়ন জমা নিয়ে গোলমাল হয়েছে, সেই সব থানার ওই সময়ের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করতে হবে'।
মনোনয়ন পেশ ইস্যুতে রাজ্যকে নির্দেশ দিয়ে বিচারপতি মান্থা বলেন, 'যে কোনওভাবে মনোনয়ন জমার ব্যবস্থা করতে হবে রাজ্যকে, পুলিশকে পদক্ষেপ করতে বলুন। সব পক্ষকে নির্দেশ, মিনাখাঁ-ক্যানিং যেখানেই এই সমস্যা সেখানে আগে থানাকে পদক্ষেপ করতে এখনই বলুন'।
এ দিন আদালতে অভিযোগ জানিয়ে বিজেপি বলে, 'মিনাখাঁ, হাড়োয়া সহ বসিরহাটের ৪টি ব্লকে কেউ মনোনয়ন জমা দিতে পারছে না, রাজ্য এখানে যাই বলুক, গ্রাউন্ড রিয়্যালিটি একেবারে আলাদা, দয়া করে আগে মনোনয়ন জমার ব্যবস্থা হোক'।
এপ্রসঙ্গে পাল্টা রাজ্য জানায়, 'মিনাখাঁয় সিপিএমের ৪ জন নেতাকে ডেকে মনোনয়ন জমা দিতে যাওয়ার জন্য পুলিশ ডাকাডাকি করে, কিন্তু তারা যাননি', আদালতে বিকাশরঞ্জন ভট্টাচার্য সওয়ালে বলেন, 'এটা শুধু একটি জায়গার জন্য নয়, পুলিশ জায়গা বলুক। সব প্রার্থী সেখানে জড়ো হোক, পুলিশ সেখান থেকে নিয়ে গিয়ে মনোনয়নের জায়গায় নিতে যাবে'। এতেও পাল্টা রাজ্য জানায়, 'এটা কি বাড়াবাড়ি নয়, ভোটে দাঁড়াবেন, অথচ পুলিশ একেবারে পার্ক-বাড়ি থেকে নিতে গিয়ে প্রার্থী করে দেবে, এটা হয় না'।





















