এক্সপ্লোর
ভুল করে বিজেপি প্রার্থীকে ভোট, নিজের আঙুল কেটে ফেললেন বসপা সমর্থক!
২৫ বছরের এই দলিত যুবক বুলন্দশহরের শান্তিপুর থানার অধীন আবদুল্লাপুর হুলাসপুর গ্রামের বাসিন্দা। গ্রামের ভোটকেন্দ্রে গিয়ে ইভিএমে ওই কেন্দ্রের সপা-বসপা-আরএলডি জোটের প্রার্থী যোগেশ শর্মার নামের পাশে বোতাম টিপতে গিয়ে ভুল করে বিজেপি প্রার্থী ভোলা সিংহকে ভোট দেন তিনি।

নয়াদিল্লি: ভুল করে বিজেপিকে ভোট দিয়ে অনুশোচনা। নিজের আঙুলই কেটে ফেললেন এক বহুজন সমাজ পার্টি (বসপা) সমর্থক! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বুলন্দশহরে। প্রচারের আলোয় চলে এসেছেন পবন কুমার নামে ওই বসপা সমর্থক। গতকাল ২০১৯ এর লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটদানের দিন পবন কুমার এমন মারাত্মক কাণ্ড ঘটিয়ে বসেন। সোস্যাল মিডিয়ায় ঘটনার একটি ভিডিও পোস্ট করা হয়েছে। পবনকে নাকি বলতে শোনা গিয়েছে, হাতি প্রতীক টিপতে গিয়ে ভুলবশতঃ পদ্মফুলে আঙুল পড়ে গেল। নিজেকেই ভুলের শাস্তি দেন আঙুল কেটে।
#Watch: Shocker coming in from Bulandshahr, as a BSP supporter chopped off his finger after he allegedly pressed the wrong button on the EVM and voted for BJP instead. #LokSabhaElections2019 pic.twitter.com/1YqYIr2QWq
— Mohit Sharma (@iMohit_Sharma) April 18, 2019
হাতি বসপা-র প্রতীক, পদ্ম বিজেপির। দলিতরা বসপা-র বড় ভোটব্যাঙ্ক মায়াবতীর বসপা-র। ২৫ বছরের এই দলিত যুবক বুলন্দশহরের শান্তিপুর থানার অধীন আবদুল্লাপুর হুলাসপুর গ্রামের বাসিন্দা। গ্রামের ভোটকেন্দ্রে গিয়ে ইভিএমে ওই কেন্দ্রের সপা-বসপা-আরএলডি জোটের প্রার্থী যোগেশ শর্মার নামের পাশে বোতাম টিপতে গিয়ে ভুল করে বিজেপি প্রার্থী ভোলা সিংহকে ভোট দেন তিনি। তারপরই শুরু হয় কৃতকর্মের জন্য হতাশা, অনুশোচনা। সম্ভবত, ভোটযন্ত্রে অনেকগুলি প্রতীক থাকায় বিভ্রান্তি হয়েছিল। কিন্তু নিজেকে ক্ষমা করতে না পেরে শেষে একটি আঙুলই কেটে ফেলেন পবন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিত্সার পর ছেড়ে দেওয়া হয়। নির্বাচন 2025 (Elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন





















