রাজ্যের ১১ আসনে প্রার্থী ঘোষণা কংগ্রেসের, রায়গঞ্জে সেলিমের বিরুদ্ধে লড়বেন দীপা, মুর্শিদাবাদে লড়াই বদরুদ্দোজা খান বনাম আবু হেনা
![রাজ্যের ১১ আসনে প্রার্থী ঘোষণা কংগ্রেসের, রায়গঞ্জে সেলিমের বিরুদ্ধে লড়বেন দীপা, মুর্শিদাবাদে লড়াই বদরুদ্দোজা খান বনাম আবু হেনা Lok Sabha Election 2019: Congress announced Lok Sabha Candidates for Murshidabad and Raiganj রাজ্যের ১১ আসনে প্রার্থী ঘোষণা কংগ্রেসের, রায়গঞ্জে সেলিমের বিরুদ্ধে লড়বেন দীপা, মুর্শিদাবাদে লড়াই বদরুদ্দোজা খান বনাম আবু হেনা](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2018/08/12191104/Congress_PTI.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: পঞ্চম দফায় ৫০ জনের প্রার্থী তালিকা প্রকাশ করল অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি। তার মধ্যে ১১ জনই পশ্চিমবঙ্গের। রায়গঞ্জ ও মুর্শিদাবাদ সহ মোট ১১ আসনে প্রার্থী ঘোষণা করে আইসিসি বুঝিয়ে দিল তারা ‘বন্ধু’ সিপিএমের সঙ্গে আসন সমঝোতায় যাচ্ছে না। উত্তরপ্রদেশের মতো পশ্চিমবঙ্গেও কোনও জোটে থাকছে না কংগ্রেস, আপাতত এই বার্তাই এল হাইকমান্ডের তরফে।
একনজরে কংগ্রেসের প্রার্থী তালিকা:
১. কোচবিহার- প্রিয়া রায় চৌধুরি
২. আলিপুরদুয়ার- মোহন লাল বসুমাতা
৩. জলপাইগুড়ি- মণি কুমার দারনাল
৪. দার্জিলিঙ- শঙ্কর মালাকার
৫. রায়গঞ্জ- দীপা দাশমুন্সি
৬. বালুরঘাট- সাদিক সরকার
৭. মালদা উত্তর- ঈশা খান চৌধুরি
৮. মালদা দক্ষিণ- আবু হাসেম খান চৌধুরি
৯. জঙ্গিপুর- অভিজিত্ মুখোপাধ্যায়
১০. বহরমপুর- অধীর রঞ্জন চৌধুরি
১১. মুর্শিদাবাদ- আবু হেনা
The Congress Central Election Committee announces the fifth list of candidates for the ensuing elections to the Lok Sabha. pic.twitter.com/a9UXpZWLaB
— Congress (@INCIndia) March 18, 2019
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)