এক্সপ্লোর
মডেল আচরণবিধি আজ মোদি কোড অব কন্ডাক্ট! প্রধানমন্ত্রীকে কমিশনের ক্লিনচিটকে কটাক্ষ কংগ্রেসের
কমিশনের মুখপাত্র বলেন, মডেল আচরণবিধি, জনপ্রতিনিধি আইনের চলতি বিধি, গাইডলাইন মেনে, মহারাষ্ট্রের মুখ্য নির্বাচন অফিসারের রিপোর্ট অনুসারে পুরো বিষয়টি খতিয়ে দেখা হয়েছে। কমিশনের সুচিন্তিত অভিমত, এক্ষেত্রে কোনও বিধিভঙ্গ হয়নি।
![মডেল আচরণবিধি আজ মোদি কোড অব কন্ডাক্ট! প্রধানমন্ত্রীকে কমিশনের ক্লিনচিটকে কটাক্ষ কংগ্রেসের Lok Sabha Election 2019-Congress reacts to EC clean chit to Modi over his alleged remarks on Rahul Gandhi contesting from wayanad মডেল আচরণবিধি আজ মোদি কোড অব কন্ডাক্ট! প্রধানমন্ত্রীকে কমিশনের ক্লিনচিটকে কটাক্ষ কংগ্রেসের](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/01/08122127/narendra-modi.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নির্বাচন কমিশনের ক্লিনচিটে অখুশি কংগ্রেস। মহারাষ্ট্রের ওয়ার্ধার নির্বাচনী জনসভায় কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীর কেরলের ওয়েনাড় থেকে ভোটে লড়ার সিদ্ধান্তকে কটাক্ষ করায় মোদির বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানিয়ে ব্যবস্থা চেয়েছিল কংগ্রেস। তবে গতকাল কমিশন মোদির মন্তব্যে আপত্তি না করে তাতে ছাড়পত্র দেওয়ায় কংগ্রেস মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালা আজ ট্যুইট করেন, ৩২৪ অনু্চ্ছেদ, মডেল আচরণবিধির চরম লঙ্ঘনের পরও প্রধানমন্ত্রী পার পেয়ে গেলেন দেখে আমরা হতাশ। এটা জলের মতো পরিষ্কার, মডেল আচরণবিধি আজ মোদি কোড অব কন্ডাক্টে পরিণত হয়েছে! মোদিজি আর বাকি দেশের জন্য দুরকম আইন হতে পারে না।
Disappointed that the PM of India is permitted to go scot-free after rampant violation of Article 324 & MCC.
It is now crystal clear that MCC has become 'Modi Code of Conduct' !
There cannot be two sets of laws for Modiji & the rest of the country. https://t.co/K3i1xijatl
— Randeep Singh Surjewala (@rssurjewala) May 1, 2019
ওয়েনাড়ে প্রার্থী হওয়ায় রাহুলকে কটাক্ষ করেছিলেন, ওখানে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটার বেশি বলেই সেখান থেকে তিনি লড়ছেন বলেও ইঙ্গিত দিয়েছিলেন মোদি। গত ১ এপ্রিলের ওয়ার্ধার জনসভায় মোদি বলেছিলেন, কংগ্রেস হিন্দুদের অপমান করেছে, দেশবাসী ভোটে তাদের শিক্ষা দেবেন বলে ঠিক করেছেন। ওই দলের নেতারা তাই সংখ্যাগুরু সম্প্রদায় অধ্যুষিত কেন্দ্রে নির্বাচনে নামতে ভয় পাচ্ছেন, বাধ্য হয়ে সেই কেন্দ্রগুলি খুঁজছেন, যেখানে সংখ্যাগুরুরা সংখ্যালঘু।
সঙ্গে সঙ্গে এর তীব্র নিন্দা করে মোদি রাহুল সম্পর্কে ‘ঘৃণায় ভরা, কুরুচিকর, বিভেদকামী’ মন্তব্য করেছেন বলে অভিযোগ করে কংগ্রেস। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে কমিশনের দ্বারস্থ হয় প্রধান বিরোধী দল। কিন্তু কমিশনের মুখপাত্র বলেন, মডেল আচরণবিধি, জনপ্রতিনিধি আইনের চলতি বিধি, গাইডলাইন মেনে, মহারাষ্ট্রের মুখ্য নির্বাচন অফিসারের রিপোর্ট অনুসারে পুরো বিষয়টি খতিয়ে দেখা হয়েছে। কমিশনের সুচিন্তিত অভিমত, এক্ষেত্রে কোনও বিধিভঙ্গ হয়নি।
নির্বাচন ২০২8 (Elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)