এক্সপ্লোর
Advertisement
ইন্দিরার মতোই আমায় খুন করাতে পারে বিজেপি, বললেন কেজরিবাল
চলতি মাসের গোড়ায় দিল্লির মোতি নগর এলাকায় রোড শোয়ের মধ্যেই কেজরিবালকে সবার সামনে আচমকা চড় মারে একজন। হামলাকারী আপেরই এক হতাশ, বিক্ষুব্ধ কর্মী বলে দিল্লি পুলিশ জানালেও আপ বিজেপিকেই এজন্য দায়ী করে।
নয়াদিল্লি: বিজেপিকে নিশানা করে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধীর মতো তাঁরও প্রাণনাশ করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন অরবিন্দ কেজরিবাল। আমআদমি পার্টি (আপ)র আহ্বায়ক তথা দিল্লির মুখ্যমন্ত্রী পঞ্জাবের একটি সংবাদ চ্যানেলকে বলেছেন, ইন্দিরা গাঁধীর মতো আমারই ব্যক্তিগত নিরাপত্তা অফিসারকে (পিএসও) দিয়ে আমাকে খুন করাতে পারে বিজেপি। আমার পিছনে লেগেছে বিজেপি, একদিন আমায় মারবে।
পঞ্জাবে সবকটি লোকসভা আসনেই প্রার্থী দিয়েছে আপ। সেখানেই প্রচারে গিয়েছেন তিনি।
চলতি মাসের গোড়ায় দিল্লির মোতি নগর এলাকায় রোড শোয়ের মধ্যেই কেজরিবালকে সবার সামনে আচমকা চড় মারে একজন। হামলাকারী আপেরই এক হতাশ, বিক্ষুব্ধ কর্মী বলে দিল্লি পুলিশ জানালেও আপ বিজেপিকেই এজন্য দায়ী করে। সেই প্রসঙ্গ তুলে কেজরিবাল বলেন, আমায় খুন করা হবে, পুলিশ বলবে, কোনও বিক্ষুব্ধ দলীয় কর্মীর কাজ এটা। এর মানে কী, কোনও কংগ্রেসকর্মী ক্যাপ্টেনসাবের (পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহ) ওপর রাগ থাকলে কি তাঁকে মারতে পারে, মোদিজির বিরুদ্ধে ক্ষোভ থাকলে কি তাঁর ওপর হামলা করবে কোনও বিজেপি কর্মী?
কেজরিবালের আশঙ্কা, অভিযোগের প্রেক্ষিতে দিল্লি পুলিশ বলেছে, তাদের সিকিউরিটি ইউনিট ভাল প্রশিক্ষণপ্রাপ্ত পেশাদার কর্মীদের নিয়ে তৈরি, যারা নিজেদের দায়িত্ব, কাজের প্রতি পুরোপুরি দায়বদ্ধ, উঁচুমানের পেশাদারিত্ব, নিষ্ঠা সহ দায়িত্ব পালন করে। ওই ইউনিট সব রাজনৈতিক দলেরই একাধিক ওপরতলার নেতাকে নিরাপত্তা দেয়। দিল্লির মাননীয় মুখ্যমন্ত্রীর নিরাপত্তা টিমে নিযুক্ত কর্মীরা নিজেদের দায়িত্ব, কর্তব্যের প্রতি ভীষণ একনিষ্ঠ, দায়বদ্ধ বলে জানিয়েছেন দিল্লি পুলিশের অতিরিক্ত পিআরও অনিল মিত্তল।
নির্বাচন ২০২8 (Elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement