‘দেশের দায়িত্ব যার কাঁধে, তিনিই বিশৃঙ্খলা তৈরি করছেন’, নাম না করে মোদিকে আক্রমণ জয়ার
পঞ্চম দফায় যে প্রার্থীদের ভাগ্য নির্ধারিত হতে চলেছে তাঁদের মধ্যে পুনম সিনহাই সবথেকে ধনী। নির্বাচন কমিশনকে যে তথ্য সপা প্রার্থী জমা দিয়েছেন, তাতে পুনম জানিয়েছেন, তিনি ১৯৩ কোটি টাকার মালিক।
লখনৌ: পালাবদল না প্রত্যাবর্তন? ২০১৯-এ দিল্লির মসনদ যাবে কার দখলে? প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ দফায় ইতিমধ্যেই নিজের রায় দাখিল করেছে অর্ধেক দেশ। চলতি মাসের ৫ মে ভোট পঞ্চম দফার। এই দফায় পরীক্ষায় বসবেন বিহার (৫), জম্মু-কাশ্মীর (২), ঝাড়খণ্ড (৪), মধ্যপ্রদেশ (৭), রাজস্থান (১২), পশ্চিমবঙ্গ (৭) সহ উত্তরপ্রদেশের (১৪) একাধিক প্রার্থীরা। ভোটের পরীক্ষায় বসবেন রাহুল গাঁধী, সনিয়া গাঁধীর মতো হেভিওয়েটের সঙ্গে একেবারে নবাগত পুনম সিনহাও। তাঁর হয়ে প্রচারে গলা ফাটাচ্ছেন অভিনেত্রী সাংসদ জয়া বচ্চন।
‘বন্ধু’র হয়ে ভোট চাইতে গিয়ে লখনৌতে মোদির বিরুদ্ধে সুর চড়ালেন অমিতাভ জায়া। নরেন্দ্র মোদির নাম না করে সপা সাংসদের আক্রমণ, “যার হাতে দেশ রক্ষার দায়িত্ব ন্যস্ত করা হয়েছে, সেই তিনিই কিনা বিশৃঙ্খলা তৈরি করছেন।” এরপরই জয়া বচ্চন বলেন, “পুনমকে ভোট দিন। ও আমার ৪০ বছরের বন্ধু। আজ আপনাদের যে উত্সাহ আমার চোখে পড়েছে আশা করি এই একই উত্তেজনা ও উত্সাহ ভোট বাক্সেও প্রতিফলিত হবে।” একই সঙ্গে তিনি এও বলেন, “সমাজবাদী পার্টির এটাই রীতি, আমরা নবাগতকে হৃদয় দিয়ে স্বাগত জানাই। আমরা সবসময় তাঁদের জয় নিশ্চিত করেছি। নবাগতদের বরাবরই এই কথাটাই বলি, যেখান থেকেই এসে থাকো, তুমি সপা পরিবারের অংশ, আমরা তোমাকে আগলে রাখব”।
প্রসঙ্গত, পঞ্চম দফায় যে প্রার্থীদের ভাগ্য নির্ধারিত হতে চলেছে তাঁদের মধ্যে পুনম সিনহাই সবথেকে ধনী। নির্বাচন কমিশনকে যে তথ্য সপা প্রার্থী জমা দিয়েছেন, তাতে পুনম জানিয়েছেন, তিনি ১৯৩ কোটি টাকার মালিক। উল্লেখ্য, উত্তরপ্রদেশের এই কেন্দ্র ১৯৯১ সাল থেকেই বিজেপির গড়। লখনৌ থেকে জিতেই প্রধানমন্ত্রী হয়েছিলেন অটল বিহারী বাজপেয়ী। গতবার এই কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিংহ। এবারও লখনৌ থেকে প্রার্থী তিনিই। সমাজবাদী পার্টির প্রার্থী অভিনেত্রী পুনম সিনহার লড়াই মূলত তাঁর বিরুদ্ধেই। কংগ্রেস এই কেন্দ্রে প্রার্থী করেছে আধ্যাত্মিক গুরু আচার্য প্রমোদ কৃষ্ণমকে।