এক্সপ্লোর
Advertisement
LIVE: তৃতীয় দফায় রাজ্যে ভোটের বলি ১, মুর্শিদাবাদে কংগ্রেসকর্মী টিয়ারুল শেখের মৃত্যু
মুর্শিদাবাদের ভগবানগোলার বালিগ্রামে কংগ্রেসকর্মী টিয়ারুল শেখের মৃত্যু। কংগ্রেস-তৃণমূল সংঘর্ষে পড়ে মৃত্যু। গুরুতর আহত কংগ্রেস কর্মী মেহবুব শেখ হাসপাতালে ভর্তি।
LIVE UPDATES:
# তৃতীয় দফায় রাজ্যে ভোটের বলি ১। মুর্শিদাবাদের ভগবানগোলার বালিগ্রামে কংগ্রেসকর্মী টিয়ারুল শেখের মৃত্যু। কংগ্রেস-তৃণমূল সংঘর্ষে পড়ে মৃত্যু। গুরুতর আহত কংগ্রেস কর্মী মেহবুব শেখ হাসপাতালে ভর্তি। নসিপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন আহত তৃণমূল কর্মী।
# ডোমকলের টিকটিকিপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ২২ নম্বর বুথের সামনে ব্যাপক বোমাবাজি। আতঙ্কিত ভোটাররা।
#সকাল ১০টা নাগাদ ভোটাররা ভোট দিতে যাওয়ার সময় বোমাবাজি শুরু হয়। গ্রামের রাস্তায় পড়ে রয়েছে তাজা বোমা ও সকেট বোমা। পুলিশ আসার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে
# ডোমকলের টিকটিকিপাড়ায় ব্যাপক বোমাবাজির অভিযোগ। ২২ নম্বর বুথের সামনে বোমাবাজির অভিযোগ।
# 'এই বুথ আমার, পুলিশ কেন এসেছে'? কুমারগঞ্জে বুথের বাইরে পুলিশকে ধমক তৃণমূলের প্রাক্তন বিধায়ক মাহমুদা বেগমের।
# বালুরঘাটের ৬৬ নম্বর বুথের বাইরে ঝালমুড়ি বিলি, ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
# ডোমকলের মোমিনপুরে ২ বিজেপি সমর্থককে মারধরের অভিযোগ।
# মুর্শিদাবাদের কুমরিপুরে ১০৫ নং বুথের বাইরে কংগ্রেসের পোলিং এজেন্টকে লক্ষ্য করে গুলি, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
# মুর্শিদাবাদের একাধিক বুথে বাম এজেন্টদের বসতে বাধা দেওয়া হচ্ছে, নির্বাচন কমিশনে অভিযোগ বাম প্রার্থীর
# গাঁধীনগরে মায়ের সঙ্গে দেখা করে আমদাবাদ কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
# মুর্শিদাবাদের খড়গ্রামের ৫৮ নম্বর বুথে দরজার সামনেই ইভিএম।
# রতুয়ার বাহারালে বুথে বহিরাগতদের আনাগোনা, একের ভোট অন্যের দেওয়ার অভিযোগ। সরিয়ে দেওয়া হল রতুয়ার প্রিসাইডিং অফিসারকে।
কলকাতা: আজ তৃতীয় দফার লোকসভা নির্বাচনে দেশের ১৫টি রাজ্যের বাসিন্দা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোট হচ্ছে মোট ১১৭টি কেন্দ্রে। আজ রাহুল গাঁধী, অমিত শাহ, মুলায়ম সিংহ যাদবের মত বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে।
এ রাজ্যে আজ ভোট হচ্ছে মালদা উত্তর, মালদা দক্ষিণ, বালুরঘাট, মুর্শিদাবাদ ও জঙ্গিপুর কেন্দ্রে। সব মিলিয়ে রয়েছে ৩১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। মুর্শিদাবাদ ও জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে রয়েছে ১২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। দুই কেন্দ্রের ৯৬ শতাংশ বুথেই কেন্দ্রীয় বাহিনী রয়েছে বলে খবর। মালদা উত্তর ও দক্ষিণের ৯২ শতাংশ বুথেই মোতায়েন কেন্দ্রীয় বাহিনী। বালুরঘাট লোকসভা আসনের ১ হাজার ৫৩০টি বুথের মধ্যে স্পর্শকাতর বুথ ৫০২টি। নিরাপত্তায় রয়েছে ৫৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
এ রাজ্যের ৫ আসন ছাড়া এই তৃতীয় দফায় ভোট হচ্ছে গুজরাতের ২৬, কেরলের ২০, গোয়ার ২, দাদরা নগর হাভেলির ১ ও দমন দিউয়ের ১টি কেন্দ্রে। এই সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে আজই সবকটি লোকসভা আসনে ভোটগ্রহণ। অসমে ভোট হচ্ছে ৪টি আসনে, বিহারে ৫টিতে। ছত্তিশগড়ে ভোট হচ্ছে ৭টি আসনে, কর্নাটকের ১৪টি আসনে। এছাড়া মহারাষ্ট্রের ১৪, ওড়িশার ৬, ত্রিপুরার ১ ও উত্তর প্রদেশের ১০টি আসনে ভোট হচ্ছে।
এই দফার ভোটে সকলের নজর থাকবে কেরলের ওয়েনাড থেকে লড়া কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীর দিকে, আজ নির্ধারিত হবে তাঁর ভাগ্য। গাঁধীনগর কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়েছেন বিজেপি সভাপতি অমিত শাহ। সমাজবাদী পার্টির শীর্ষস্থানীয় নেতা মুলায়ম সিংহ যাদব লড়ছেন উত্তর প্রদেশের মৈনপুরী থেকে।
নির্বাচন ২০২8 (Elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement