‘পরিবারতন্ত্র’ নিয়ে কংগ্রেসকে তোপ মোদির, সিব্বলের পাল্টা খোঁচা ‘সঙ্ঘের আশীর্বাদ না থাকলে প্রধানমন্ত্রী হতে পারতেন না’
নয়াদিল্লি: ইটের বদলে পাটকেল। কংগ্রেসকে পরিবারতন্ত্র নিয়ে আক্রমণ নরেন্দ্র মোদির। পাল্টা সঙ্ঘ পরিবারের প্রসঙ্গ তুলে তাঁকে খোঁচা দিলেন কপিল সিব্বল। ভোট দেওয়ার আগে বিবেচনা করুন। মত দানের আগে ভাবুন, একটা পরিবার ক্ষমতার জন্য কীভাবে গোটা দেশের ক্ষতি করেছে। তারা যখন আগেও এই কাজ করেছে, এরপরও সুযোগ পেলে একই কাজ করবে। গাঁধী পরিবার নিয়ে নিজের ব্লগে এভাবেই কংগ্রেসকে বিঁধেছেন নমো। প্রত্যুত্তরে কড়া জবাব এল কংগ্রেসের তরফেও।
মোদির তীব্র আক্রমনের জবাবে পাল্টা তোপ দাগলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা কপিল সিব্বল। গাঁধী পরিবারকে আক্রমণের জবাবে এই আইনজীবী নেতা হাতিয়ার করেছেন সঙ্ঘ পরিবারকে। তাঁর কথায়, “মোদি কী নিয়ে কথা বলেছেন? রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গের আশীর্বাদ ধন্য না হলে বিজেপি-তে কোনও নেতাই জনপ্রতিনিধি হতে পারে না। রাজ্যের মুখ্যমন্ত্রী, এমনকি দেশের প্রধানমন্ত্রী হতে গেলেও আরএসএস পরিবারের আশীর্বাদের প্রয়োজন।”
একই সঙ্গে মোদিকে তাঁর প্রশ্ন, তিনি কেন একটি পরিবার নিয়ে এত মাথা ঘামাচ্ছেন? কৃষক সমস্যা, বেকারত্ব, পানীয় জলের বন্দোবস্ত, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা নিয়ে কেন কথা বলছেন না দেশের প্রধানমন্ত্রী? ক্ষমতায় এলে প্রতি বছরে ২ কোটি বেকারের চাকরি হবে, মোদির এই প্রতিশ্রুতির কথাও স্মরণ করিয়ে দিতে ভোলেননি কপিল সিব্বল।