এক্সপ্লোর
Advertisement
২৮০ আসন পাওয়া বিজেপির পক্ষে কঠিন হবে বলে মনে হয়, রাম মাধবের বক্তব্যের পর বললেন শিবসেনা নেতা
নরেন্দ্র মোদি আবার প্রধানমন্ত্রী হলে শিবসেনা খুশিই হবে বলেও একটি ভি চ্যানেলকে জানান তিনি। বলেন, রাম মাধবের বক্তব্যকে স্বাগত জানাই। শিবসেনা এনডিএ-র সঙ্গী হবে। মোদি ফের প্রধানমন্ত্রী হলে আমরা খুশি হব।
মুম্বই: রাম মাধবের বক্তব্যের প্রতিধ্বনি করলেন শিবসেনার প্রথম সারির নেতা সঞ্জয় রাউত। বিজেপি সাধারণ সম্পাদক রাম মাধব বলেছেন, লোকসভায় তাঁর দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না-ও পেতে পারে, ফলে সেক্ষেত্রে পরবর্তী সরকার গড়তে তাদের শরিকদের ওপর নির্ভর করতে হবে। এবার রাউতও বললেন, মনে হচ্ছে, বিজেপির পক্ষে ২০১৪-র মতো ২৮০ আসনের টার্গেট ছোঁয়া একটু কঠিন হবে। রাম মাধব ঠিকই বলেছেন। এনডিএ-ই পরবর্তী সরকার গড়বে। বিজেপি একক বৃহত্তম দল হবে। কিন্তু এখনও পর্যন্ত বিজেপির নিজের শক্তিতে ২৮০টি আসনে পৌঁছনো অসুবিধা হবে। তবে আমাদের এনডিএ ‘পরিবার’ সংখ্যাগরিষ্ঠতার লক্ষ্যমাত্রা পেরিয়ে যাবে।
নরেন্দ্র মোদি আবার প্রধানমন্ত্রী হলে শিবসেনা খুশিই হবে বলেও একটি ভি চ্যানেলকে জানান তিনি। বলেন, রাম মাধবের বক্তব্যকে স্বাগত জানাই। শিবসেনা এনডিএ-র সঙ্গী হবে। মোদি ফের প্রধানমন্ত্রী হলে আমরা খুশি হব।
উদ্ধব ঠাকরের দলের বিদায়ী লোকসভায় ১৮ জন সাংসদ ছিলেন। বিজেপির বড় শরিক তারা। মহারাষ্ট্রে তারা বিজেপি নেতৃত্বাধীন সরকারেও আছে।
রাম মাধব সম্প্রতি মিডিয়াকে দেওয়া সাক্ষাত্কারে লোকসভা ভোটের পরের সরকার গড়তে বিজেপির শরিকদের সমর্থন প্রয়োজন হবে বলে জানান। বলেন, নিজেরা ২৭১টা আসন পেলেই খুব তৃপ্ত হব। তবে এনডিএ হিসাবে আমরা স্বস্তিদায়ক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করব।
নির্বাচন ২০২8 (Elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement