এক্সপ্লোর
মোদির অবস্থা হোমওয়ার্ক না করা ছাত্রের মতো! কটাক্ষ প্রিয়ঙ্কার, বললেন, বিমুদ্রাকরণ, জিএসটি, মহিলা নিরাপত্তা ও দেশবাসীকে দেওয়া প্রতিশ্রুতির ওপর ভোটে লড়ুন
গতকাল রাজধানীতে এক সমাবেশে রাজীব গাঁধীর জমানায় গাঁধী পরিবারের বিরুদ্ধে ছুটি কাটাতে নৌবাহিনীর যুদ্ধবিমান আইএনএস বিরাটকে ‘নিজেদের ট্যাক্সি’র মতো ব্যবহারের অভিযোগও তোলেন মোদি।

নয়াদিল্লি: নরেন্দ্র মোদিকে কটাক্ষ প্রিয়ঙ্কা গাঁধীর। নিজের ব্যর্থতার জন্য তিনি নেহরু-গাঁধী পরিবারকে কাঠগড়ায় তুলছেন বলে অভিযোগ করলেন প্রিয়ঙ্কা। উত্তরপূর্ব দিল্লির কংগ্রেস প্রার্থী শীলা দীক্ষিতের সমর্থনে বুধবার রোড শো করেন তিনি। প্রিয়ঙ্কা কটাক্ষ করেন, প্রধানমন্ত্রীর অবস্থা সেই স্কুলছাত্রের মতো যে হোমওয়ার্ক করতে না পেরে অজুহাত দিচ্ছে যে, পন্ডিত নেহরু উত্তর লেখার খাতা কেড়ে নিয়েছেন আর ইন্দিরা গাঁধী সেটা দিয়ে কাগজের নৌকো বানিয়েছেন! নরেন্দ্র মোদি প্রাক্তন প্রধানমন্ত্রী তথা প্রিয়ঙ্কার বাবা প্রয়াত রাজীব গাঁধীকে ‘এক নম্বর ভ্রষ্টাচারী’ তকমা দিয়ে তাঁর নামেই শেষ দফার দুটি ভোট লড়তে কংগ্রেসকে যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন, তার পাল্টা প্রিয়ঙ্কা তাঁকেও বিমুদ্রাকরণ, জিএসটি, মহিলা নিরাপত্তা ও দেশবাসীকে তাঁর দেওয়া প্রতিশ্রুতিগুলির ভিত্তিতে ভোটে লড়ার ডাক দেন। গতকাল রাজধানীতে এক সমাবেশে রাজীব গাঁধীর জমানায় গাঁধী পরিবারের বিরুদ্ধে ছুটি কাটাতে নৌবাহিনীর যুদ্ধবিমান আইএনএস বিরাটকে ‘নিজেদের ট্যাক্সি’র মতো ব্যবহারের অভিযোগও তোলেন মোদি। প্রিয়ঙ্কা প্রধানমন্ত্রীকে খোঁচা দিয়ে বলেন, ওনার অবস্থাটা সেই ছাত্রের মতো যে কখনও হোমওয়ার্ক করে নিয়ে আসে না। শিক্ষকরা কারণ জানতে চাইলে যে বলে, নেহরুজি আমার খাতা নিয়ে লুকিয়ে রেখেছেন বা ইন্দিরা গাঁধী তা দিয়ে নৌকো বানিয়ে জলে ভাসিয়ে দিয়েছেন!
নির্বাচন 2025 (Elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের





















