জিপ, সাবমেরিন, হেলিকপ্টার! স্বাধীনতার পর প্রতিটি কংগ্রেস সরকারেই প্রতিরক্ষা কেলেঙ্কারি হয়েছে, তোপ মোদির
নয়াদিল্লি: আক্রমণ, পাল্টা আক্রমণ। দিন যত এগিয়ে আসছে ততই বাড়ছে উত্তাপ শাসক-বিরোধী শিবিরে। কংগ্রেস অভিযোগ করছে, দেশের সমস্ত কেন্দ্রীয় সংস্থাকে নিজের স্বার্থে ব্যবহার করেছেন নরেন্দ্র মোদি। মঙ্গলবার উত্তরপ্রদেশের মির্জাপুরে প্রচারে গিয়ে প্রিয়াঙ্কা গাঁধী বঢড়া সুর চড়িয়ে বলেন, “বিগত পাঁচ বছরে দেশের সব কেন্দ্রীয় সংস্থার উপরই আক্রমণ নামিয়ে এনেছে এই সরকার।” একদিনও গেল না, পাল্টা তোপ দাগলেন নমো। নিজের রাজনৈতিক ব্লগে গাঁধী পরিবারকে রীতিমতো তুলোধনা করলেন তিনি।
ক্ষমতায় থাকাকালীন, সমস্ত কেন্দ্রীয় সংস্থাকে নিজের মতো চালিয়েছে কংগ্রেস। গাঁধী পরিবারকে ক্ষমতালোভী বলতেও পিছপা হননি তিনি। নরেন্দ্র মোদি লিখেছেন, “সংবাদ মাধ্যম থেকে শুরু করে সংসদ। সৈনিক থেকে মতামত প্রকাশের স্বাধীনতা। এমনকি সংবিধান থেকে সুপ্রিম কোর্ট। প্রতিটি সংস্থারই অবমাননা করেছে কংগ্রেস।” দেশে পরিবারতন্ত্র কায়েম করতে গিয়ে সংবাদ মাধ্যমের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন মোদি। ইউপি জোটে থাকা কোনও মন্ত্রীর ছেলের বিরুদ্ধে ট্যুইট করার ‘অপরাধে’ জেলে পুড়ে দেওয়া হয়েছে সাধারণ মানুষকেও। কর্ণাটকের ঘটনায় হতচকিত হয়েছে গোটা দেশ। এখানেই শেষ নয়। মোদির বক্তব্যে উঠে এসেছে প্রাক্তন দুই প্রধানমন্ত্রীর কথাও। ইন্দিরা গাঁধী ও রাজীব গাঁধী, দুই প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছেন নমো।
কংগ্রেসি জমানায় একাধিকবার ৩৫৬ ধারা লাগু করা হয়েছে। ইন্দিরা গাঁধী নিজেই পঞ্চাশ বারের উপরে এই কাজ করেছেন। পছন্দ না হলেই নির্বাচিত রাজ্য সরকারকে ফেলে দেওয়া হয়েছে। নিজের ব্লগে এভাবেই গাঁধী পরিবারকে আক্রমণ করেছেন নরেন্দ্র মোদি। একসময় মনমোহন সিং পরিচালিত যোজনা কমিশনকে ‘জোকার গোষ্ঠী’ বলেছিলেন রাজীব গাঁধী সেকথাও নিজের ব্লগে তুলে ধরেছেন তিনি। আক্রমণের ঝাঁঝ আরও বাড়িয়ে মোদি কংগ্রেসি আমলের দুর্নীতির কথাও উল্লেখ করেছেন তাঁর ব্লগে। রাফাল নিয়ে কংগ্রেসের আক্রমণের বিরুদ্ধেও সরব হয়েছেন তিনি। কংগ্রেসি আমলে প্রতিরক্ষায় দুর্নীতির কথা উল্লেখ করে নরেন্দ্র মোদি লেখেন, “১৯৪৭ সালের পর প্রতিটি কংগ্রেস সরকারই কেলেঙ্কারিতে জড়িয়েছে। জিপ থেকে শুরু করে বন্দুক, সাবমেরিন এবং হেলিকপ্টার, প্রতিটি ক্ষেত্রেই গাঁধী পরিবারের যোগ ছিল।”
সম্প্রতি পাকিস্তানে এয়ার স্ট্রাইক নিয়ে কংগ্রেস যেভাবে মোদি সরকারকে প্রশ্নবাণ ছুঁড়েছিল, তারও পাল্টা প্রত্যুত্তর দিয়েছেন মোদি। তিনি লিখেছেন, “যখন আমাদের বায়ুসেনারা সন্ত্রাসীদের ধ্বংস করছে তখন কংগ্রেসিরা রাজনৈতিক নেতাদের ‘খুনের দালাল’ বলে আক্রমণ করেছে।”