‘লক্ষ্য ভোট, ষড়যন্ত্র করেই সেনা জওয়ানদের বলি দেওয়া হয়েছে’! পুলওয়ামা নিয়ে বিস্ফোরক অভিযোগ সপা নেতার, পাল্টা তোপ যোগীর
এটাওয়া: পুলওয়ামায় জঙ্গি নাশকতা নিয়ে বিস্ফোরক অভিযোগ। ‘চক্রান্ত্র’ করে ওই ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ করলেন সমাজবাদী নেতা রামগোপাল যাদব। রাজ্যসভার এই সাংসদের আরও অভিযোগ, ভোটের ফয়দা লুঠতেই এই ষড়যন্ত্র করা হয়েছে। রামগোপালের এই বক্তব্যের পাল্টা জবাব দিয়েছে বিজেপি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রামগোপাল যাদবের এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছেন, “এমন মন্তব্য সন্ত্রাসবাদী সংগঠনকে উত্সাহ দেবে। এই মন্তব্য দুখঃজনক। এমন মন্তব্য ভারতীয় সেনার মনোবলে আঘাত আনবে।” রামগোপালের এই বক্তব্যের জন্য তাঁকে ক্ষমা চাওয়ার কথাও বলেছেন যোগী আদিত্যনাথ।
বৃহস্পতিবার উত্তরপ্রদেশে একটি অনুষ্ঠানে সমাজবাদী পার্টির সম্পাদক বলেন, “এটা নিশ্চিতভাবে একটা ষড়যন্ত্র। নতুন সরকার ক্ষমতায় এলে এই ঘটনায় তদন্ত হবে। এবং সত্যিকারের দোষীরা সামনে আসবে। ভোটের জন্য যারা সেনা জওয়ানদের বলি দিল, তাদের স্বরূপ উদঘাটিত হবে।” রামগোপাল যাদবের বিস্ফোরক অভিযোগ, ভোটের ফয়দা লুঠতেই সেনাদের অপ্রয়োজনীয়ভাবে ‘খুন’ করানো হল। তিনি বলেন, “জম্মু থেকে শ্রীনগর যাওয়ার পথে কোনও তল্লাসি হয়নি। এমনটা প্রথমবার হল, সাঁজোয়া গাড়ি থাকা সত্ত্বেও সেনা জওয়ানদের সাধারণ বাসেই শ্রীনগর পাঠানো হচ্ছিল। কেউ তাদের বাধাও দিল না। এবং এতগুলো প্রাণ অকালেই ঝরে গেল।”
প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি নাশকতায় প্রাণ হারান ৪২জন সেনা জওয়ান। সেদিন জওয়ানদের কনভয়ে আত্মঘাতী আরডিএক্স বিস্ফোরণ ঘটায় এক সন্ত্রাসী। জানা যায় ওই জঙ্গি জইশ-ই-মহম্মদের সদস্য। পরে এই নাশকতার দায় স্বীকার করে নেয় জেইম। এই ঘটনার পরের দিন রাজৌরিতেও জঙ্গি নাশকতা হয়। সেখানেও কয়েকজন সেনা জওয়ান সহ এক অফিসারের মৃত্যু হয়। এই ঘটনায় স্বাভাবিকভাবেই উত্তপ্ত হয় গোটা দেশ। পাক মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মহম্মদকে উচিত শিক্ষা দিতে পাল্টা এয়ার স্ট্রাইক করে ভারতীয় সেনারা। কেন্দ্রীয় মন্ত্রীদের কেউ কেউ দাবি করেন পাকিস্তানে এয়ার স্ট্রাইকে প্রায় ৩০০ জঙ্গির মৃত্যু হয়েছে। বিজেপির তরফে দলের সভাপতি অমিত শাহও একই দাবি করেন। বিরোধীরা এয়ার স্ট্রাইকে জঙ্গি মৃত্যুর প্রমাণ চেয়ে এমনও অভিযোগ করেন, ভোটের আগে বিজেপি পরিকল্পনা করেই এই সব কাণ্ড করছে। এবার সেই আগুনে ঘৃতাহুতি যোগ করলেন সমাজবাদী পার্টির শীর্ষ নেতা রামগোপাল যাদব।