Amit Shah: এই ভোট সন্দেশখালিকাণ্ডে দায়ীদের শাস্তি দেওয়ার ভোট : অমিত শাহ
Shah On Sandeshkhali Vote: ফের রাজ্যে এসে মুখ্যমন্ত্রীকে নিশানা, মমতাকে কোন প্রশ্নের মুখে রাখলেন শাহ ?
![Amit Shah: এই ভোট সন্দেশখালিকাণ্ডে দায়ীদের শাস্তি দেওয়ার ভোট : অমিত শাহ Lok Sabha Election 2024, Amit Shah again attacks CM Mamata Banerjee on Sandeshkhali Incident, Modi will be next PM , claims BJP leader Amit Shah: এই ভোট সন্দেশখালিকাণ্ডে দায়ীদের শাস্তি দেওয়ার ভোট : অমিত শাহ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/10/71ca7ff7778ebcef1b1c5900a1e13ac21712744454976484_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
দক্ষিণ দিনাজপুর: লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) আগে ফের বঙ্গ সফরে প্রচারে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। এদিন বালুরঘাটের সভায় ফের শাহর মুখে শোনা গেল সন্দেশখালির প্রসঙ্গ। শাহ এদিন বলেন, 'এই ভোট সন্দেশখালিকাণ্ডে দায়ীদের শাস্তি দেওয়ার ভোট।'
'মমতা দিদি, আপনি তো মহিলা মুখ্যমন্ত্রী, সন্দেশখালি নিয়ে আপনি রাজনীতি করছেন !'
শাহ বলেন, 'মমতা দিদি, আপনি তো মহিলা মুখ্যমন্ত্রী। একটা কথা আপনাকে প্রশ্ন করতে চাই। সন্দেশখালির মতো লজ্জাজনক ঘটনাতেও আপনি রাজনীতি করছেন ! বছরের পর বছর আপনার নাকের নিচে, মহিলাদের উপর অত্যাচার হয়ে চলেছে। তৃণমূল কংগ্রেসের গুণ্ডারা অত্যাচার করে চলেছে। যখন তাঁদের ধরতে যাওয়া হয়েছে, তখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির উপর হামলা করা হয়েছে। যখন হাইকোর্ট বলেছে, তখন সারেন্ডার করেছে। আমি আজকে মমতা বন্দ্য়োপাধ্যায়কে প্রশ্ন করতে চাই, ভোট নেওয়ার জন্য তুষ্টিকরণ করে, সন্দেশখালির অপরাধীদের আপনি বাঁচাচ্ছেন। কিন্তু পুরো বাংলার মা-বোনেরা এটা দেখছে। জেনে গিয়েছে তাঁরা।'
'এই ভোট সন্দেশখালিকাণ্ডে দায়ীদের শাস্তি দেওয়ার ভোট'
'মা-বোনেরা আমাকে বলুন, সন্দেশখালির অপরাধীদের যে বাঁচায়, তাঁকে কি ভোট দেওয়া উচিত ?' প্রশ্ন ছোড়েন অমিত শাহ। অডিয়েন্স থেকে উত্তর আসে 'না।' কে বাঁচাচ্ছে সন্দেশখালির অপরাধীদের ? তৃণমূল কংগ্রেসকে জয়ী করার মানে হল, সন্দেশকালির মতো অত্যাচারের পথ বেছে নেওয়া।আর মোদিকে জেতানোর অর্থ সোনার বাংলা রচনা করা।'
আরও পড়ুন, BJP নেতা তমোঘ্ন-র বাড়িতে 'হামলা', প্রতিবাদে আমহার্স্ট স্ট্রিট থানার সামনে বিক্ষোভ
অমিত শাহ বলেন,' আমি এখানে মোদি গ্যারান্টি দিতে এসেছি। বিজেপিকে ৩০ সিট দিয়ে দিন। বাংলায় বিজেপি সরকার এনে দিন, এখানে একটাও অনুপ্রবেশ হবে না।' ২০২৪-এর লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর বুধবার প্রথমবার রাজ্যে প্রচারে এলেন অমিত শাহ। আর এদিনই বঙ্গ বিজেপিকে নতুন করে জয়ের লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ঠিক এক বছর আগে অনুব্রতহীন বীরভূমে এসে ২০২৪-এর লোকসভা নির্বাচনে দলকে বিয়াল্লিশটি সিটের মধ্যে ৩৫টিতে জয়ের টার্গেট দিয়েছিলেন অমিত শাহ।
অমিত শাহ টার্গেট বেঁধে দিয়ে যাওয়ার পর রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হয়েছে। যদিও তাতে তেমন কোনও দাগ কাটতে পারেনি বিজেপি। কিন্তু এবার দুয়ারে লোকসভা নির্বাচন। আর ভোটের প্রচারে এসে ফের একবার টার্গেটের কথা শোনা গেল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর গলায়। বঙ্গে এবার বিজেপির লক্ষ্যমাত্রা ৪২টি সিটের মধ্যে তিরিশটিতে জয়।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)