Lok Sabha Polls 2024: BJP নেতা তমোঘ্ন-র বাড়িতে 'হামলা', প্রতিবাদে আমহার্স্ট স্ট্রিট থানার সামনে বিক্ষোভ
BJP Tomoghno House Attacked: বিজেপি নেতা তমোঘ্ন ঘোষের দাবি, হামলাকারীদের লক্ষ্য তিনিই ছিলেন। তমোঘ্ন ঘোষের সঙ্গে থানায় হাজির কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়..
কলকাতা: ভোটের মুখে ফের অশান্তি। বিজেপির উত্তর কলকাতা জেলা সভাপতি তমোঘ্ন ঘোষের (Tomoghna Ghosh) আমহার্স্ট স্ট্রিটের বাড়িতে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে (TMC)। ভেঙে ফেলা হয়েছে সিসি ক্যামেরা। বিজেপি নেতা তমোঘ্ন ঘোষের দাবি, হামলাকারীদের লক্ষ্য তিনিই ছিলেন। বাইকে চড়ে দুষ্কৃতীরা এসেছিল বলে দাবি করেছেন তমোঘ্ন। প্রতিবাদে আমহার্স্ট স্ট্রিট থানার সামনে রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মীরা। তমোঘ্ন ঘোষের সঙ্গে থানায় হাজির কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায় (BJP Candidate Tapas Roy)। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
এদিন তমোঘ্ন ঘোষ বলেন, 'সিসি ক্যামেরাটা ভাঙা হয়েছে। যাতে আমাকে ওখান দিয়ে ঢুকতে ও বের হতে গেলে, তার আর কোনও রেকর্ড না থাকে। এবং তাতে আমার উপর হামলা করতে সুবিধা হয়। ইজি টার্গেট। ফিরতে আমার অনেক রাত হচ্ছে। গাড়ি থেকে নেমে তখন একা ঢুকি। স্বাভাবিক অর্থে আমার উপর হামলা করার আদর্শ সময় তো সেটাই হতে পারে। সরাসরি লড়াই তৃণমূলের সঙ্গে বিজেপির এখানে। তাপস রায় জিতছে, সেটা তাঁরা বুঝতে পারছে। তাঁরা বুঝে এই সব কাণ্ডগুলি করছে। কী হবে ? তাতে ভয় পেয়ে সবাই পালিয়ে যাবে নাকি ? একদম চোখে চোখে রেখে তৃণমূলের সঙ্গে লড়াই হবে। তৃণমূলকে হারাবো এখানে।'
থানায় এসে এই তো বের হলাম। এমন কিছু করবো না যাতে মানুষের অসুবিধা হয়। এবং আমাদেরও সময় নষ্ট হয়। বিজেপির উত্তর কলকাতা জেলা সভাপতির বাড়িতে হামলার ঘটনায় তাপস রায়ের প্রতিক্রিয়া,' এটা অসভ্যতা। সিসিটিভি ভাঙার ফুটেজ আমরা জমা দিয়েছে। আশা করি চটজলদি তদন্ত করে এটা বার করা হবে।এটা কারা করল ? এর পিছনে কারণ কী ? তিন-চারদিন চেয়েছে পুলিশ। দেওয়া হয়েছে। '
আরও পড়ুন, 'অরূপের হাত দিয়ে এসেছে কালো টাকা', নিয়োগ 'দুর্নীতি'তে ২ মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ শুভেন্দুর
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।