JP Nadda To Mamata Banerjee: 'দেশবিরোধী কাজ করছেন মমতা', তৃণমূল নেত্রীর মানসিক স্থিরতা নিয়ে প্রশ্ন তুললেন নাড্ডা
JP Nadda Attacks Mamata Banerjee: সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে আক্রমণ বিজেপি সভাপতি নাড্ডার। তিনি বলেন, 'ভোটব্যাঙ্কের স্বার্থে দেশের সঙ্গেও মমতা বন্দ্যোপাধ্যায় আপোস করছেন।'
নয়া দিল্লি: পঞ্চম দফা ভোটের আগে মমতাকে (Mamata Banerjee) কড়া ভাষায় বিঁধলেন বিজেপির (BJP) সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)। সন্দেশখালি (Sandeshkhali) ও সিএএ (CAA) ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে অসৎ প্রশাসক বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ জে পি নাড্ডার।
তিনি বলেন, 'ভোটব্যাঙ্কের স্বার্থে দেশের সঙ্গেও মমতা বন্দ্যোপাধ্যায় আপোস করছেন। আইনশৃঙ্খলা রক্ষায় মমতার উদ্দেশ্যই সন্দেহজনক। শেখ শাহজাহানের অত্যাচারের বিষয়ে মুখ্যমন্ত্রী হয়েও আপনি কিছু জানেন না। উল্টে বিজেপির নামে দোষারোপ করছেন। নিচু স্তরের রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের সঙ্গে আপোস করে অনুপ্রবেশকারীদের পরিচয়পত্র তৈরি করে দিচ্ছে তৃণমূল। অনুপ্রবেশকারীদের সুরক্ষা দিয়ে দেশবিরোধী কাজ করছে তৃণমূল। দেশের সঙ্গে বেইমানি করে সবকিছু করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিএএ সম্পর্কে সব জানেন মমতা, তা সত্ত্বেও মানুষকে ভুল বোঝাচ্ছেন। দেশবিরোধী কাজ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়'।
সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে আক্রমণ বিজেপি সভাপতি নাড্ডার। পাশাপাশি ইন্ডিয়া জোট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ে বয়ান বদলকে তীব্র কটাক্ষ নাড্ডার। তৃণমূল নেত্রীর মানসিক স্থিরতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।
সম্প্রতি প্রচার থেকে ইন্ডিয়া জোট-সিএএ নিয়ে কী বলেছিলেন মমতা?
ভোট নিয়ে কাটাকুটি করবেন না। কংগ্রেস ও সিপিএম মিলে বিজেপির টাকায় ভোটে দাঁড়িয়ে ভাবছে যে একটু ভোট কেটে দিই। একটা ভোটও সিপিএম। সর্বভারতীয় স্তরে অনেকে আমাকে ভুল বুঝেছে। আমি বলেছি বাংলায় কোনও জোট নেই। জোটটা আমি তৈরি করেছি। আমরা জোটে থাকব। ইন্ডিয়া জোটটা আমি তৈরি করেছিলাম। ইন্ডিয়া জোটে আমরা থাকব।বিভ্রান্তির কোনও কারণ নেই। অনেক সংবাদ মাধ্য়ম দেখছি ভুল খবর করছে।
NRC কিন্তু আমরা করতে দেব না। CAA কিন্তু আমরা করতে দেব না। ইউনিফর্ম সিভিল কোড আমরা করতে দেব না। বিজেপি এলে বিদায় দিয়ে দিন। এইবার হবে ৪০০ পার। আমি বলছি এইবার পগার পার হবে। ২০০ পার হবে না।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে