Election 2024:ভোটের আগেই জয়! বিনা প্রতিদ্বন্দ্বিতায় সুরাত আসন জিতে গেলেন বিজেপির মুকেশ দালাল
BJP To Get Victory In Surat:নির্বাচনী ময়দানে একচুলও না লড়ে গুজরাতের সুরাত লোকসভা কেন্দ্রটি বিজেপি প্রার্থী মুকেশ দালাল জিতে গেলেন, তাতে বিস্ময় রয়েছে বই কী।
নয়াদিল্লি: কথায় বলে 'বিধির বিধান কে খন্ডায়'? মুকেশ দালালের বিষয়টি 'বিধির বিধান' কিনা তা নিয়ে তর্ক হতে পারে। তবে যে ভাবে নির্বাচনী ময়দানে একচুলও না লড়ে গুজরাতের সুরাত লোকসভা (BJP Wins Surat Lok Sabha Centre Unopposed) কেন্দ্রটি বিজেপির এই প্রার্থী জিতে গেলেন, তাতে বিস্ময় রয়েছে বই কী। বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই আসন থেকে জয়ী হয়েছেন বিজেপির মুকেশ দালাল। তাঁর বিরুদ্ধে যাঁরা মনোনয়ন জমা দিয়েছিলেন, সেই প্রার্থীদের বেশিরভাগই মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। আর কংগ্রেস প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে বলে খবর। ফল?এবারের লোকসভা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেলেন তিনি। সেই সঙ্গে প্রথম সাংসদও পেয়ে গেল পদ্ম শিবির।
বিশদ...
সুরাত থেকে জয়ী দলীয় প্রার্থীকে শুভেচ্ছা জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন গুজরাতের মুখ্যমন্ত্রী। লেখেন, 'বিনা প্রতিদ্বন্দ্বিতায় সুরাতের লোকসভা আসন থেকে জয়ী শ্রী মুকেশভাই দালালকে আমার আন্তরিক শুভেচ্ছা।' কিন্তু ভোটে না লড়ে কী ভাবে জিতলেন বিজেপি প্রার্থী? নির্বাচন কমিশন সূত্রে খবর, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ৮ জন প্রার্থী তাঁদের মনোনয়ন তুলে নেন। এঁদের মধ্যে ৭ জন নির্দল, আর এক জনের নাম প্যারেলাল ভারতী। তিনি বহুজন সমাজ পার্টির হয়ে লড়ছিলেন। বাকি বলতে ছিলেন কংগ্রেসের প্রার্থী নীলেশ কুম্ভানি। তাঁর মনোনয়ন পত্র গত রবিবার বাতিল হয়ে যায়। কারণ? মনোনয়নে প্রস্তাবক হিসেবে যে তিন জনের সই ছিল, তাঁরা দাবি করেন সইগুলি তাঁদের নয়। ফলে তা বাতিল হয়ে যায়। একই পরিণতি হয় কংগ্রেসের আর এক প্রার্থী সুরেশ পড়শালারও। রাজনৈতিক মহলের একাংশের মতে, প্রধান বিরোধী দলের দুই প্রার্থীকে এই ভাবে সরিয়ে দিয়ে নির্বাচনী লড়াই এমনিতেই লঘু করার চেষ্টা করা হয়েছিল। এর পর বাকিরা মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় জয় নিশ্চিত হয়ে যায় মুকেশ দালালের।
માનનીય પ્રધાનમંત્રી શ્રી નરેન્દ્રભાઇ મોદી સાહેબને સુરતે પહેલું કમળ અર્પણ કર્યું !!
— C R Paatil (Modi Ka Parivar) (@CRPaatil) April 22, 2024
સુરત લોકસભા બેઠકના ઉમેદવાર શ્રી મુકેશભાઇ દલાલને બિનહરીફ ચૂંટાવવા બદલ ખૂબ ખૂબ અભિનંદન અને શુભેચ્છાઓ પાઠવ્યા !! #PhirEKBarModiSarkar#AbkiBaar400Paar pic.twitter.com/w87WSrla5s
কী দাবি?
রিটার্নিং অফিসার অবশ্য জানাচ্ছেন, প্রস্তাবকদের সইয়ে সাযুজ্য না থাকায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। সব মিলিয়ে আপাতত উদযাপনের মেজাজ গেরুয়া শিবিরে। ভোটের আগেই জয় পেয়ে আনন্দিত মুকেশও। তাঁকে শুভেচ্ছা জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন গুজরাতের রাজ্য বিজেপি সভাপতি সি আর পাটিলও।
আরও পড়ুন:'এই অর্ডার বেআইনি অর্ডার, হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করছি', চাকুলিয়ায় চ্যালেঞ্জ মমতার