Berhampore Blast: ভোটের মুখে গত ২৪ ঘণ্টায় পরপর বিস্ফোরণ বহরমপুরে, উড়ল বাড়ির চাল..
Murshidabad Berhampore Blast : মাস পেরোলেই নির্বাচন মুর্শিদাবাদে, ঠিক তার আগেই বোমা বিস্ফোরণের অভিযোগ বহরমপুরে, বিস্ফোরণের তীব্রতায় এতটাই ছিল যে...
রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: ৭ মে লোকসভা ভোট মুর্শিদাবাদে (Lok Sabha Election 2024 in Murshidabad)। ঠিক তার আগেই, গত ২৪ ঘণ্টায় বহরমপুর লোকসভা কেন্দ্রের (Berhampore Lok Sabha Constituency) দুটি জায়গায় বিস্ফোরণ (Blast) ঘটনা ঘটল।
রেজিনগরের পর এবার বেলডাঙায় মজুত রাখা বোমা বিস্ফোরণের অভিযোগ। আজ সকাল সাড়ে ৮টা নাগাদ বেলডাঙার ঝুমকা মাঝপাড়া এলাকায় একটি পরিত্যক্ত জায়গায় বিস্ফোরণ হয়। জানা গিয়েছে, একটি বাড়ির পাশে আবর্জনার স্তুপে বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের তীব্রতায় পাশেই একটি বাড়ির রান্নাঘরের টালির চালের একাংশ ভেঙে পড়ে। ওই বাড়ির বেশ কিছু সামগ্রীর ক্ষতি হয় বলে অভিযোগ। এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে বোমার টুকরো। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় পুলিশ।ভোটের আগে, বাড়ির পাশে বিস্ফোরণ হওয়ায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। গতকাল ভোরে রেজিনগরের নাজিরপুরে আবর্জনার স্তূপে মজুত বোমা ফেটে যায়।মুর্শিদাবাদে ভোটের আগে বোমা মজুত করা হচ্ছে? উঠছে প্রশ্ন।
বহরমপুর লোকসভা কেন্দ্রে ভোটের বাকি মাত্র দু সপ্তাহ। তার মধ্যেই বারবার বোমা-বারুদের আঁচে তেতে উঠল রেজিনগর ও বেলডাঙা।রবিবার রেজিনগরের পর সোমবার সকালে বেলডাঙায় বিস্ফোরণ।তার কয়েক ঘণ্টার মধ্যেই আবার রেজিনগরে উদ্ধার হল বোমা। সকাল সাড়ে আটটা নাগাদ আচমকা তীব্র শব্দে বিস্ফোরণ হয় বেলডাঙার ঝুনকা মাঝপাড়ায়। তীব্রতা এতটাই বেশি ছিল যে একটি বাড়ির রান্নাঘরের টালির চালের একাংশ ভেঙে পড়ে। বেলডাঙা বাসিন্দা মর্জিনা খাতুন বলেন,'আমি আইসিডিএসের সামনে কথা বলছিলাম। বিশাল আওয়াজ। আমাদের জীবনের আশঙ্কা আছে। এগুলো কে করল? ২ মিনিট আগেই এখানে ছিলাম। সবাই মারা যেতাম আমরা।'
বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, 'কোনও আইনকানুন নিয়ম নীতি কিচ্ছু নেই ওখানে। বোমা বন্দুক যত দেখুন ওখানেই। বোমা বিস্ফোরণ ওখানেই। যত ক্রিমিনাল অ্যাক্টিভিটি, টেররিস্ট ইত্যাদি ওখানেই লুকোয়। টিএমসি ওটাকে মুক্তাঞ্চল করে রেখে দিয়েছে, যা ইচ্ছা করো, খালি ভোট দাও, জেতাও। পশ্চিমবাংলার যে বদনাম হচ্ছে এর দ্বারা, তার জন্যও টিএমসিই দায়ী। গুন্ডাদের ওখানে পুষে রেখেছে।' প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন,'বেলডাঙায় বিস্ফোরণ ঘিরে চাপানউতোরের মধ্যেই রেজিনগরে ছেতিয়ানি ঘোষপাড়ায় উদ্ধার হয় দু-ড্রাম ভর্তি তাজা বোমা।' রবিবার রেজিনগরের ছেতিয়ানি ঘোষপাড়াতেই বাঁধের ধারে জার ভর্তি বোমা মেলে।বিস্ফোরণ হয় রেজিনগরের নাজিরপুরেও।
আরও পড়ুন, 'CBI তদন্তে স্থগিতাদেশ নয়..', পিছিয়ে গেল সন্দেশখালি মামলার 'সুপ্রিম' শুনানি
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।