Sandeshkhali Case: 'CBI তদন্তে স্থগিতাদেশ নয়..', পিছিয়ে গেল সন্দেশখালি মামলার 'সুপ্রিম' শুনানি
SC On Sandeshkhali Case: সন্দেশখালি মামলায় রাজ্য কেন বিশেষ কিছু ব্যক্তির স্বার্থরক্ষা করছে? পর্যবেক্ষণ আদালতের।
নয়াদিল্লি: সন্দেশখালি মামলায় সিবিআই তদন্তে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। তবে সুপ্রিম কোর্টে সন্দেশখালি শুনানি স্থগিত (Sandeshkhali Case in Supreme Court)। ফের আগামী জুলাইয়ে হবে এই সংক্রান্ত শুনানি। কিছু অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য আদালতে সময় চেয়েছিল রাজ্য। ২ সপ্তাহের জন্য সময় চেয়েছিল রাজ্য, ৩ মাসের জন্য শুনানি পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে।
হাইকোর্ট শুধু জমি দখল মামলায় তদন্ত চেয়েছিল, রাজ্য কেন বিশেষ কিছু ব্যক্তির স্বার্থরক্ষা করছে? পর্যবেক্ষণ আদালতের। রাজ্য সরকারের বিরুদ্ধেও কিছু মন্তব্য করা হয়েছে, যার প্রেক্ষিতে ব্যবস্থাও নেওয়া হয়েছে, জানালেন রাজ্যের আইনজীবী।১০ এপ্রিল সন্দেশখালিতে মহিলাদের উপর অত্যাচার ও জমি দখলের অভিযোগে তদন্তের ভার সিবিআইকে দিয়েছিল হাইকোর্ট। এই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার।
হাইকোর্টের পর, এবার সুপ্রিম কোর্টেও সন্দেশখালি মামলায় অস্বস্তি বজায় রইল রাজ্য় সরকারের। রাজ্য় সরকার কেন কিছু ব্য়ক্তিগত লোকের স্বার্থরক্ষা করতে সুপ্রিম কোর্টে এসেছে? রাজ্য় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল সর্বোচ্চ আদালত। পাশাপাশি, কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল রাখল বিচারপতি বি আর গাভাই ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ।
বেঞ্চের নির্দেশ,মামলা বিচারাধীন বলে তদন্ত বিলম্বিত করা যাবে না। অর্থাৎ সন্দেশখালিকাণ্ডের তদন্ত চালিয়ে যেতে পারবে সিবিআই। উল্লেখ্য়, চলতি মাসেই সন্দেশখালি মামলায় কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খায় রাজ্য় সরকার। গত ১০ এপ্রিল, হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, সন্দেশখালিতে জমি দখল, ধর্ষণ, চাষের জমি কেড়ে নেওয়ার মতো মারাত্মক যেসব অভিযোগ উঠেছিল,সেই সব ঘটনায় তদন্ত করবে CBI.হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার।
এদিন, সর্বোচ্চ আদালত জানতে চায়,CBI যে জমি দখলের তদন্ত করছে, সেখানে রাজ্য় সরকারের আপত্তি কোথায়? তখন রাজ্য় সরকারের আইনজীবী বলেন, সন্দেশখালি নিয়ে সমস্তরকম পদক্ষেপ নেওয়া হলেও, রাজ্য় সরকারের বিরুদ্ধে বেশ কিছু মন্তব্য় করা হয়েছে। এই মামলায় অতিরিক্ত তথ্য পেশের জন্য সর্বোচ্চ আদালতের কাছে ২ সপ্তাহ সময় চায় রাজ্য সরকার।তখন সিবিআইয়ের আইনজীবী SV রাজু বলেন, মামলা করে আবার কেন শুনানি পিছোতে চাইছেন?
পাল্টা রাজ্য় সরকারের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি বলেন,এই মামলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য এবং নথি রাজ্যের হাতে এসেছে।এরপরই মামলার পরবর্তী শুনানির দিন ৩ মাস পর ধার্য করে সুপ্রিম কোর্ট। ৩ মাসের জন্য শুনানি পিছোলেও সিবিআই তদন্ত চলবে। সুপ্রিম কোর্ট শেখ শাহজাহানের নাম নেয়নি। কিন্তু ইঙ্গিত যে তার দিকে সেটা স্পষ্ট। আইনজীবী অলোক শ্রীবাস্তব ক্য়াভিয়েট দাখিল করেছেন। তিনি এই নির্দেশে খুশি।
আরও পড়ুন, আজ সুপ্রিম কোর্টে চাকরি বাতিল মামলার শুনানি, অবস্থান বিক্ষোভে চাকরিহারাদের একাংশ
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।