Lok Sabha Election 2024: পেশায় ডাক্তার তৃণমূলের প্রার্থী, কত সম্পত্তি রয়েছে? হিরে রয়েছে কত?
Parliament Election 2024:বর্ধমান পূর্ব লোকসভা আসনে তৃণমূলের প্রার্থী শর্মিলা সরকার। তাঁর লড়াই, বিজেপির অসীম সরকার ও সিপিএমের নীরব খানের সঙ্গে।

কলকাতা: প্রার্থী পেশায় ডাক্তার। তাঁর হাতে যেমন স্থাবর সম্পত্তি রয়েছে। তাঁর স্বামীর হাতেও রয়েছে স্থাবর সম্পত্তি। রয়েছে জমি-বাড়িও। মনোনয়ন পত্র ও তার সঙ্গে হলফনামা জমা দেওয়ার পরেই যা নথি এসেছে তাতে কী দেখা গিয়েছে? বর্ধমান পূর্ব লোকসভা আসনে তৃণমূলের প্রার্থী শর্মিলা সরকার। বর্ধমান পূর্ব আসনে তৃণমূলের শর্মিলা সরকারের লড়াই, বিজেপির অসীম সরকার ও সিপিএমের নীরব খানের সঙ্গে।
২০১৯-এ এই আসনে জিতেছিলেন তৃণমূলের প্রার্থী সুনীলকুমার মণ্ডল। এবার সেই জয়ের মার্জিন আরও বাড়িয়ে জয়ের ব্যাপারে আশাবাদী শর্মিলা।
শর্মিলা সরকার পেশায় ডাক্তার।
২০২২-২৩ অর্থবর্ষে আয় ৩০,৩৩,২৬০ টাকা
২০২১-২২ অর্থবর্ষে আয় ২৭,১৬,৩৪০ টাকা
২০২০-২১ অর্থবর্ষে আয় ২৪,১১,৬০০ টাকা
২০১৯-২০- অর্থবর্ষে আয় ২০,৫৮,৫০০ টাকা
২০১৮-২০১৯ অর্থবর্ষে আয় ১৭,৮৯,২৭০ টাকা
তাঁর স্বামীর সুদীপ কুমার ঘোষের আয়:
২০২২-২৩ অর্থবর্ষে আয় ৪৬,৪৭,৬০০ টাকা
২০২১-২২ অর্থবর্ষে আয় ৪০,৬১,২০০ টাকা
২০২০-২১ অর্থবর্ষে আয় ৩৬,৩৯,১৬০ টাকা
২০১৯-২০- অর্থবর্ষে আয় ৩৫,৫৭,৬০০ টাকা
২০১৮-২০১৯ অর্থবর্ষে আয় ৩০,১৮,২৯০ টাকা
হাতে নগদ:
প্রার্থীর হাতে নগদ ছিল ৩ লক্ষ টাকা। তাঁর স্বামীর হাতে নগদ ছিল ৬ লক্ষ টাকা।
ব্যাঙ্কে রয়েছে:
১. ৪ এপ্রিল, ২০২৪ পর্যন্ত হিসেবে প্রার্থী শর্মিলা সরকারের সেভিংস ব্যাঙ্ক অ্য়াকাউন্টে রয়েছে ৫,৪৯,৩৮৪ টাকা
৩১ মার্চ, ২০২৪ পর্যন্ত হিসেব অনুযায়ী শর্মিলা সরকারের ফিক্সড ডিপোজিট রয়েছে ৩১,৯১,২২৮ টাকা
২. ৪ এপ্রিল, ২০২৪ পর্যন্ত হিসেবে প্রার্থী শর্মিলা সরকারের স্বামীর সেভিংস ব্যাঙ্ক অ্য়াকাউন্টে রয়েছে ১৫,২৮,৩৭১ টাকা
৩১ মার্চ, ২০২৪ পর্যন্ত হিসেব অনুযায়ী শর্মিলা সরকারের স্বামীর ফিক্সড ডিপোজিট রয়েছে ৬২,২৭,৩৮২ টাকা
বিনিয়োগ কোথায়?
১৭ এপ্রিল, ২০২৪ পর্যন্ত হিসেবে প্রার্থী শর্মিলা সরকারের শেয়ার রয়েছে ৩৮,১৪,৭৬৪.৪৫ টাকার। মিউচুয়াল ফান্ড রয়েছে ৫৬,২৬,৬৭০ টাকা। গোল্ড বন্ডে রয়েছে ১,৬৯,৯৬৯ টাকা মূল্যের সোনা।
তাঁর স্বামীর রয়েছে ১,৩২,৬৩,২৯৬ কোটি টাকার মিউচুয়াল ফান্ড।
এছাড়াও LIC, NSS, Postal Savings-সহ আরও নানা খাতে প্রার্থীর রয়েছে মোট ৪০,৩৮,০৬০ টাকা। তাঁর স্বামীর রয়েছে ৩৬,০৯,৩৯৫ টাকা
গাড়ি:
তৃণমূল প্রার্থীর স্বামীর নামে একটি গাড়ি রয়েছে, যার বর্তমান বাজারমূল্য ১১ লক্ষ টাকা।
সোনা-গয়না:
তৃণমূল প্রার্থীর ৫০ গ্রাম হিরে রয়েছে। এছাড়াও সোনা রয়েছে। যার মোট বাজারমূল্য ২৯,৪০,০০০ টাকা। প্রার্থীর স্বামীর হাতে রয়েছে ৮০ গ্রাম সোনা- যার বাজারমূল্য ৫,৬০,০০০ টাকা।
ফলে অস্থাবর সম্পত্তির খতিয়ানে তৃণমূল প্রার্থী শর্মিলা সরকারের হাতে রয়েছে ১,৬৮,৮৯,৪৬৩ টাকা। তাঁর স্বামীর হাতে রয়েছে ২,৬৮,৮৮,৪৪৪ টাকা। তাঁদের উপর নির্ভরশীল পরিবারের এমন এক সদস্যের অস্থাবর সম্পত্তির পরিমাণ ১১,৭৫,০০০ টাকা।
বাড়ি-জমি:
তৃণমূল প্রার্থী ডাক্তার শর্মিলা সরকারের অকৃষি জমি রয়েছে। ৬১২৪ বর্গফুটের- যার বর্তমান মূল্য় ১০,২৬,০০০ টাকা। স্বামীর সঙ্গে যুগ্মভাবে একটি বাড়ি ও গ্যারাজ রয়েছে।
স্থাবর সম্পত্তির হিসেবে তৃণমূল প্রার্থী শর্মিলা সরকারের হাতে রয়েছে ৫৫,২৬,০০০টাকার সম্পত্তি। তাঁর স্বামীর হাতে রয়েছে ৪৫০০০০০ টাকার সম্পত্তি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: কোভিশিল্ড নিলেই কি TTS-বিপদের ভয়? কতটা সত্যি এই উদ্বেগ?





















