Mamata On EC: কমিশনের বিরুদ্ধে ভোট চিটিংয়ের অভিযোগ, EVM নিয়ে সন্দেহ প্রকাশ মমতার
Mamata Attacks EC: ফের নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মমতা, কী বললেন তৃণমূল সুপ্রিমো ?
![Mamata On EC: কমিশনের বিরুদ্ধে ভোট চিটিংয়ের অভিযোগ, EVM নিয়ে সন্দেহ প্রকাশ মমতার Lok Sabha Election 2024 CM Mamata Banerjee attacks Election Commission on Vote rigging and EVM cheating issue Bangla News Mamata On EC: কমিশনের বিরুদ্ধে ভোট চিটিংয়ের অভিযোগ, EVM নিয়ে সন্দেহ প্রকাশ মমতার](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/01/a83ade0dbef2fcabde72d68578b3e2741714559046065484_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ফরাক্কা: ৭ মে মুর্শিদাবাদে লোকসভা ভোট (Lok Sabha Election 2024)। এদিন ফরাক্কার সভায় মঞ্চে উঠে ক্ষুব্ধ হতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ( CM Mamata Banerjee)। যদিও ক্ষনিকেই নিজ বক্তব্যে ফেরেন। ফের নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন (Mamata Attacks EC)। কমিশনের বিরুদ্ধে ভোট চিটিংয়ের অভিযোগ তুলে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যেখানে বিজেপির ভোট কম পড়ছে, সেখানে ৫ শতাংশ বাড়ানো হয়েছে। পাশাপাশি এদিন তিনি EVM নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন তিনি।
এদিন চাঞ্চল্যকর অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,'ভোটের আগে ফের ভাঁওতা দেওয়া শুরু হয়ে গেছে। ভোটেও প্রতারণা শুরু হয়েছে। যেখানে ভোট কম পড়েছে, সেখানে বিজেপির ৫ শতাংশ ভোট বাড়িয়ে দেওয়া হয়েছে। বিজেপিশাসিত রাজ্যের ইভিএম ঢুকিয়ে দেওয়া হয়ে থাকতে পারে' । তিনি বলেন,'ইভিএম নিয়ে সন্দেহ রয়েছে, মানুষের সন্দেহ দূর করুন। মোদি সরকার ভোটে মিথ্যে বলা ছাড়া কী করেছে? যে টাকার বিজ্ঞাপন দিয়েছে, সেই টাকায় ১০০ দিনের বকেয়া মেটালে মানুষের উপকার হত।'
তিনি ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, আজ ১ মে, ১ জুন অবধি ইলেকশন। আরও ১ মাস। আমি ৩১ মার্চ থেকে বাইরে আছি। এক মাস হয়ে গেল। আরও ১ মাস। শুধু বিজেপিকে স্য়াটিসফাই করার জন্য় এটা করছে।প্রধানমন্ত্রীদের সমস্য়া হয় না। তারা যেভাবে প্রোগ্রাম করে, মানুষের সেভাবে হয় না। মানুষকে দগ্ধ, মাটি দগ্ধ, আকাশ দগ্ধ, দাবানলে দাঁড়িয়ে থাকতে হয়।'
আরও পড়ুন, ভোটে রক্তদান শিবির বন্ধে চাহিদা তুঙ্গে, রক্তদানের ইচ্ছাপ্রকাশেও TMC-র নিশানায় BJP প্রার্থী সুভাষ
অপরদিকে তিনি বলেন, ইন্টারন্য়াশনাল মে ডে। প্রতিবার উদযাপন করি। আজও শ্রমিকদের শ্রদ্ধা জানিয়ে শুরু করছি। মে ডে নিয়ে দেশ সবথেকে বঞ্চিত, লাঞ্ছিত, অত্য়াচারিত শ্রমিক সমাজ। যারা চান জমিতে পেতে বাড়িঘর তৈরি করে, কলকারখানায় কাজ করে, বিড়ি বাঁধে, বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত, যাদের ছাড়া এসমাজে কোনও ইমারতি তৈরি হত না, বিড়ি শ্রমিকরা আগে কিছুই পেতেন না, এখন যা পাচ্ছেন না যথেষ্ট না। আমি নির্বাচনের পর লেবার মিনিস্টারকে বলব কথা বলতে যাতে কিছু সুরাহা হয়।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)