Lok Sabha Poll 2024: ভোটে রক্তদান শিবির বন্ধে চাহিদা তুঙ্গে, রক্তদানের ইচ্ছাপ্রকাশেও TMC-র নিশানায় BJP প্রার্থী সুভাষ
BJP Candidate Subhas : কেন রক্তের চাহিদা দেখা গিয়েছে ? ভোটের মাঝে রক্তদান শিবির বন্ধই কি কাল হল ? রক্তের চাহিদা মেটাতে এগিয়ে আসতেই শাসকদলের নিশানায় বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকার...
পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে রক্তের চাহিদা মেটাতে এগিয়ে এলেন বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকার (Bankura BJP Candidate Subhas Carkar)। মেডিক্যাল কলেজে অনুগামীদের রক্তদানে উৎসাহ জুগিয়ে সব রাজনৈতিক দলকেই এগিয়ে আসার আহ্বান। যদি এই ঘটনায় 'নাটক' বলে কটাক্ষ তৃণমূলের।
মেডিক্যাল কলেজে রক্তের চাহিদা মেটাতে এগিয়ে এলেন বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ
বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের ব্লাডব্যঙ্কে প্রবল রক্তের চাহিদা কথা মাথায় রেখে এবার তা মেটাতে এগিয়ে এলেন বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকার। অনুগামীদের সঙ্গে নিয়ে আজ বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের ব্লাড ব্যঙ্কে হাজির হয়ে বেশ কয়েক ইউনিট রক্ত তুলে দিলেন তিনি । পাশাপাশি তিনি এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য আহ্বান জানালেন অন্য রাজনৈতিক দল ও সাধারণ মানুষকেও। তৃণমূলের কটাক্ষ সুভাষ সরকারের এই কর্মসূচী আসলে ভোটের আগে নাটক।
কেন রক্তের চাহিদা দেখা গিয়েছে ?
একদিকে প্রবল গরম। অন্যদিকে রাজনৈতিক কর্মীদের ভোটের ব্যস্ততা। আর তার জেরে বাঁকুড়া জেলায় এখন প্রায় বন্ধ রক্তদান শিবির। এর জেরে তীব্র রক্তের চাহিদা দেখা দিয়েছে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে। ব্যহত হচ্ছে চিকিৎসা পরিষেবা। এই খবর পেতেই নড়েচড়ে বসেন বাঁকুড়া লোকসভার বিজেপি প্রার্থী সুভাষ সরকার।
ভোটের মাঝে রক্তদান শিবির বন্ধই কি কাল হল ?
পেশায় চিকিৎসক সুভাষ সরকার নিজের ভোটপ্রচার কর্মসূচী বাতিল করে আপৎকালীন ভাবে অনুগামীদের সঙ্গে নিয়ে আজ সকালে পৌঁছে যান বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে। অনুগামীদের পাশাপাশি নিজেও রক্তদান করার ইচ্ছা প্রকাশ করেন। কিন্তু বয়সজনীত কারণে মেডিক্যাল কলেজের চিকিৎসকরা তাঁকে রক্তদানে বিরত থাকার পরামর্শ দেন। এরপর সুভাষ সরকার নিজে দাঁড়িয়ে থেকে অনুগামীদের রক্তদানে উৎসাহ যোগান।
আরও পড়ুন, ED-র নোটিসেও সাড়া দেননি সিরাজ, সন্দেশখালিতে শাহজাহানের ভাইয়ের খোঁজে CBI
বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকার আসলে ভোটের আগে নাটক করছেন : তৃণমূল
পাশাপাশি তাঁর আহ্বান গ্রীষ্মকালীন এই রক্তসঙ্কট মেটাতে অন্যান্য রাজনৈতিক দলের পাশাপাশি সাধারণ মানুষকেও রক্তদানে এগিয়ে আসতে হবে । সুভাষ সরকারের এই কর্মসূচীকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। তৃনমূলের দাবী সুভাষ সরকার যদি প্রতিদিন এভাবে অনুগামীদের নিয়ে গিয়ে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে রক্তদান করেন তাহলেই বোঝা যাবে তিনি সমাজসেবা করছেন। কিন্তু তা না করে সুভাষ সরকার আসলে ভোটের আগে নাটক করছেন।