Lok Sabha Election 2024: হোঁচট খেলেন অশোক! দৌড়ে গেলেন শঙ্কর! শিলিগুড়িতে একফ্রেমে একদা গুরু-শিষ্য
Darjeeling Lok Sabha Election: অশোকবাবুকে হঠাৎ হোঁচট খেতে দেখেই তড়িঘড়ি এগিয়ে আসেন শঙ্কর। তাঁর পাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করেন, 'আপনার লাগেনি তো?' একদা শিষ্যের প্রশ্নের উত্তরও দেন অশোক ভট্টাচার্য।
উজ্জ্বল মুখোপাধ্যায়, শিলিগুড়ি: পারদ যথেষ্ট বেড়েছে শিলিগুড়িতে (Darjeeling Lok Sabha)। বৈশাখ মাসের গরমে নাজেহাল সকলে। চলছে ভোট, রয়েছে ভোট-উত্তাপও। তার মাঝেই দেখা গেল সৌজন্যের ছবি। একফ্রেমে এলেন শিলিগুড়ির একদা গুরু-শিষ্য। এবিপি আনন্দের ক্যামেরায় ধরা পড়ল সেই ছবি।
ভোট দিতে যাচ্ছিলেন প্রাক্তন মন্ত্রী ও সিপিএম নেতা অশোক ভট্টাচার্য। সেই সময় বুথের কাছেই রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। হঠাৎ রাস্তায় হঠাৎ পা হড়কে গিয়েছিল অশোক ভট্টাচার্যের। অশোকবাবুকে হঠাৎ হোঁচট খেতে দেখেই তড়িঘড়ি এগিয়ে আসেন শঙ্কর। তাঁর পাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করেন, 'আপনার লাগেনি তো?' একদা শিষ্যের প্রশ্নের উত্তরও দেন অশোক ভট্টাচার্য।
পর অশোক ভট্টাচার্যকে জিজ্ঞেস করা হলে তিনি জানান শঙ্কর ঘোষের সঙ্গে সৌজন্যমূলক কথা হয়েছে। বলেন, 'ও ওর জন্য দাঁড়িয়েছে। আমি আমার জন্য ভোট দিচ্ছে যাচ্ছি। তার মধ্যে কী আছে।' তাঁকে জিজ্ঞেস করা হয় আপনি তো ওর রাজনৈতিক গুরু। অশোক ভট্টাচার্য বলেন, 'ওসব নেই। ওসব তো আগে ছিল। এখন না। কোনও প্রশ্নই নেই।'
পরে শঙ্কর ঘোষকে জিজ্ঞেস করা হলে তিনি সাফ জানান, অশোক ভট্টাচার্যই তাঁর রাজনৈতিক গুরু। বিজেপি বিধায়ক বলেন, 'ওঁর সঙ্গে আমার ছোটবেলা থেকে স্মৃতি। উনি তো আমার অভিভাবক। আগে যতটা ছিল, এখনও ততটা সম্মান-শ্রদ্ধা আছে। আমি ওঁকে ভালবাসি। ওঁকেও বিড়ম্বনায় পড়তে হচ্ছে। কাস্তে-হাতুড়ি-তারাকে এখন হাতের জন্য পোলিং এজেন্ট খুঁজে বসাতে হচ্ছে। আমি তো ওঁর শিষ্য। আমি সবসময় বলি উনি যে আমায় রাজনৈতিক শিক্ষক ছিলেন। মতের অমিল হয়েছে। কিন্তু উনি আমার শিক্ষক ছিলেন এটা তো সত্যি।'
একসময় শিলিগুড়ি ছিল বামেদের ঘাঁটি। সিপিএমের দোর্দন্ডপ্রতাপ নেতা ছিলেন অশোক ভট্টাচার্য। তাঁর প্রায় ছায়াসঙ্গী হিসেবে পরিচিত ছিলেন শঙ্কর ঘোষ। যখন শিলিগুড়ির মেয়র ছিলেন অশোক ভট্টাচার্য, তখন মেয়র পারিষদ ছিলেন শঙ্কর ঘোষ। পরে অশোক ভট্টাচার্যের সঙ্গে তাঁর দূরত্ব বাড়ে। ২০২১ -এর আগে বিজেপিতে যোগ দেন শঙ্কর ঘোষ। গত বিধানসভা ভোটে বিজেপির টিকিটে শিলিগুড়ির আসন থেকে জয়ী হয়ে বিধায়ক হন তিনি। সেই ভোটে একদা রাজনৈতিক গুরুকে ভোটের ময়দানে পরাস্ত করেছিলেন শঙ্কর।
আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: ভোটদানে প্রথম দিকেই বাংলা! পিছনে মহারাষ্ট্র! সকাল ৯টা পর্যন্ত কোথায় দাঁড়িয়ে কে?