Lok Sabha Election 2024: অনুব্রত-হীন বীরভূমে প্রকাশ্যে তৃণমূলের 'গোষ্ঠীদ্বন্দ্ব'
Birbhum News: গ্রাম পঞ্চায়েত প্রধান ও অঞ্চল সভাপতির বিরুদ্ধে বিস্তর দুর্নীতির অভিযোগ তুলে পোস্টার

ভাস্কর মুখোপাধ্য়ায়, বীরভূম: বীরভূম মানেই ছিল অনুব্রত মন্ডল (Anubrata Mondal)। গরু পাচার মামলায় (Cow Smuggling Case) দীর্ঘদিন ধরেই তিহারে বন্দি অনুব্রত। তিনি না থাকলেও কার্যত তাঁকে সামনে রেখেই বীরভূমে নির্বাচনী (Lok Sabha Election 2024) লড়াইয়ে নেমেছে তৃণমূল (TMC in Birbhum)। কিন্তু অনুব্রত-হীন বীরভূমে বারবার সামনে আসছে গোষ্ঠীকোন্দলের ছবি। লোকসভা ভোটের দামামা বেজে যাওয়ার পরেও ফের একই ছবি দেখা গেল জেলায়।
দুবরাজপুর ব্লকের পদুমা গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূলের অঞ্চল সভাপতি এবং প্রধানের বিরুদ্ধে সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎ করার অভিযোগ তুলে পোস্টার দেওয়া হয়েছে। ওই পোস্টারে নাম রয়েছে অঞ্চল সভাপতি তরুণ গড়াই এবং পঞ্চায়েত প্রধান শেখ সবের মহম্মদের। মঙ্গলবার সকালে এই ঘটনায় জেলা তৃণমূলের জেলা সহসভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন, 'এটা পুরনো অভিযোগ। দল তদন্ত করে যা ব্যবস্থা নেওয়ার নিয়েছে। বিরোধীদের উসকানি রয়েছে। দলের বিক্ষুব্ধ গোষ্ঠীর এই কাজ বলে মনে করছি।'
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই গ্রাম পঞ্চায়েতের গাঁড়া গ্রামের বিভিন্ন দেওয়ালে বেশ কিছু পোস্টার দেওয়া হয়েছিল। তৃণমূলেরই একটি সূত্র মনে করছে, এ কাজ দলেরই বিক্ষুব্ধ গোষ্ঠীর। যাঁদের নামে অভিযোগ, তাঁদের দাবি হেনস্থা করার জন্য়ই ভিত্তিহীন অভিযোগ তুলে পোস্টার দেওয়া হয়েছে।
পোস্টারে লেখা রয়েছে, 'চোর হঠাও পদুমা অঞ্চল বাঁচাও'। সেখানে অভিযোগ তোলা হয়েছে অঞ্চল সভাপতি ও গ্রাম পঞ্চায়েত প্রধানের নেতৃত্বে ব্যাপক দুর্নীতি করা হয়েছে। এলাকার আদিবাসী ও তফসিলি সম্প্রদায়ের মানুষের উপর অত্যাচারের জন্যও ওই দুইজনকে দায়ী করা হয়েছে। অঞ্চল সভাপতি তরুণ গড়াই বলছেন, 'একেবারে ভিত্তিহীন অভিযোগ। কোথাও কোনও অনিয়ম হয়নি। তদন্ত করে দেখতে পারে।'
ওই গ্রাম পঞ্চায়েতের বসহরি মৌজায় একগুচ্ছ সাবমার্সিবলের দরপত্র ডাকা হয়েছিল। মোটর ও বাকি সরঞ্জাম ওই দু'জন বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ। এ ছাড়া গাঁড়া, বোধগ্রাম কানদিঘি এলাকার লক্ষ লক্ষ টাকার গাছ কেটে বিক্রি করা, অজয় ও শাল নদী থেকে অবৈধ ভাবে বালি তুলে বিক্রি করা, নলকূপের সরঞ্জাম বিক্রি থেকে দরপত্র থেকে কাটমানি খাওয়ার অভিযোগ রয়েছে।
তৃণমূল সূত্রে দাবি, পদুমা গ্রাম পঞ্চায়েত এলাকায় সাংগঠনিক অস্থিরতা রয়েছে। ওই এলাকায় একাধিক নেতা রয়েছেন নিয়ন্ত্রণ কার হতে থাকবে তা নিয়ে ঠান্ডা লড়াইও চলছে। এই পোস্টার নিয়ে কটাক্ষ করেছেন দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ সাহা। তিনি বলেন, 'শুধু সন্দেশখালি নয়। গোটা রাজ্য জুড়ে যে দুর্নীতি মানুষের উপর অত্যাচার হয়েছে তার বহিঃপ্রকাশ ঘটেছে পদুমাতেও।'
আরও পড়ুন: এবারও ফুটবে পদ্ম? না কি প্রথমবার এই আসন নেবে তৃণমূল? পরীক্ষা ২৬ এপ্রিল





















