Lok Sabha Election 2024: জঙ্গিপুরের BJP প্রার্থীকে দেখে মারমুখী TMC নেতা! হিমসিম খেল পুলিশ
Jangipur Poll Chaos: জঙ্গিপুরের একাধিক বুথ থেকে অশান্তির অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে এজেন্ট বসতে না দেওয়ার অভিযোগ বিজেপির
জঙ্গিপুর: তৃতীয় দফার ভোটে বাংলায় (Lok Sabha Poll in West Bengal) ফের অশান্তির ছবি। মালদহ-মুর্শিদাবাদ থেকে যেমন অভিযোগ এসেছে তেমনই জঙ্গিপুর (Jangipur Poll) থেকে আসছে অশান্তির অভিযোগ। ওই কেন্দ্রের বিজেপি প্রার্থীর সঙ্গে তৃণমূলের ব্লক সভাপতির হাতাহাতির ঘটনাও ঘটেছে।
এদিন সুতির (Suti) আহিরণে ৬৪ নম্বর বুথের বাইরে জঙ্গিপুরের বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষের সঙ্গে জঙ্গিপুরের তৃণমূল ব্লক সভাপতি গৌতম ঘোষের হাতাহাতির ঘটনা ঘটে। তৃণমূলের অভিযোগ ছিল, বুথে গিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন বিজেপি প্রার্থী। পাল্টা জঙ্গিপুরের বিজেপি প্রার্থীর অভিযোগ, বুথ থেকে বার করে দেওয়া হয় পোলিং এজেন্টকে, সেই অভিযোগ পেয়েই বুথে গিয়েছিলেন তিনি। সেখানেই তৃণমূল নেতাকে বিজেপি প্রার্থীর দিকে তেড়ে যেতে দেখা যায়। দুজনকে সরিয়ে দেন নিরাপত্তার দায়িত্বে থাকা জওয়ানরা। গোটা ঘটনায় রিপোর্ট চেয়েছে কমিশন।
শুধু সুতিই নয়, অভিযোগ উঠেছে জঙ্গিপুর লোকসভার রঘুনাথগঞ্জের সেকেন্দ্রা হাইস্কুলের বুথ নিয়েও। সেখানে বিজেপির এজেন্টদের বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে, অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে। সকালে প্রাণের হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ। তাঁরা দাবি করেছিলেন, প্রশাসন নিরাপত্তা দিয়ে নিয়ে এলে তাঁরা বুথে ঢুকতে পারবেন। ভোট শুরু থেকে ২ ঘণ্টা ধরে বসেছিলেন তাঁরা। খবর পেয়ে বুথে গিয়ে এজেন্ট বসানোর ব্যবস্থা করেন বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ। সংবাদমাধ্যমে খবর সম্প্রচার হওয়ার পরেই পুলিশ তাঁদের বুথে নিয়ে আসে।
খড়গ্রামেও অভিযোগ:
জঙ্গিপুর লোকসভার অন্তর্গত খড়গ্রাম শঙ্করপুর হাই মাদ্রাসায় বুথের ১০০ মিটারের মধ্যে অবৈধ জমায়েতের অভিযোগ ওঠে। সেখানে দোকানপাট খোলা ছিল, সেখানে ভিড়ওও জমেছে। এমন অভিযোগ পেয়ে জমায়েত হঠাল রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। এক বেলা দোকান বন্ধ রাখার নির্দেশ ব্যবসায়ীদের। চলছে এরিয়া ডমিনেশন।
খড়গ্রামে বুথের কাছেই ভোটারদের মুড়ি-ঘুগনি খাওয়ানোর ব্যবস্থা করেছিল কংগ্রেস ও তৃণমূল। খড়গ্রামের আসলপুরে বুথের কাছেই পাত পেড়ে ভোটারদের মুড়ি-ঘুগনি খাওয়ার ব্যবস্থা করেছিল কংগ্রেস। সেখানেই চলছিল রান্না। সেই ছবি ধরা পড়েছে এবিপি আনন্দর ক্যামেরায়। অন্যদিকে, খড়গ্রামের পলসণ্ডায় বুথের ১০০ মিটারের মধ্যে মুড়ি-ঘুগনি খাওয়াচ্ছিল তৃণমূলও। পরে পুলিশ গিয়ে তুলে দেয়।
ভোটের মাঝেই রঘুনাথগঞ্জ থানায় পৌঁছন জঙ্গিপুরের বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ। বুথে অনিয়ম, এজেন্টদের বাধা, সুতিতে তাঁর সঙ্গে তৃণমূল নেতার হাতাহাতি- সব নিয়ে অভিযোগ জানাতেই পুলিশের দ্বারস্থ বিজেপি প্রার্থী।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: সকাল ৯টা পর্যন্ত প্রায় ১৫ শতাংশ! ভোটদানে এগিয়ে বাংলা