Lok Sabha Election 2024 Phase 5 Voting Live : 'আমায় জিগ্যেস করছে, আমি কি ভোটার?', কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বাড়াবাড়ি করার অভিযোগ কল্যাণের
Serampore TMC Candidate Kalyan Banerjee : শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্য়ায় ডানকুনিতে একটি ভোটগ্রহণ কেন্দ্রে গিয়ে চটে যান ভীষণভাবে।
ময়ূখ ঠাকুর চক্রবর্তী, শ্রীরামপুর: সকাল সকালই তৃণমূলের বিরুদ্ধে চাঁচাছোলা অভিযোগ এনেছিলেন বাম প্রার্থী দীপ্সিতা ধর। সরাসরি আক্রমণ করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। কিছুক্ষণ পরেই পথে নামেন কল্যাণ। তিনি ভোট দিয়ে ভোটগ্রহণ কেন্দ্রে কেন্দ্রে ঘোরেন।
শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্য়ায় ডানকুনিতে একটি ভোটগ্রহণ কেন্দ্রে গিয়ে চটে যান ভীষণভাবে। ডানকুনির চাকুন্ডি হাইস্কুলের ঘটনা। তাঁর দাবি, 'বিজেপির নির্দেশে কেন্দ্রীয় বাহিনী বাড়াবাড়ি করছে। ওরাই ভোটারদের তাড়াবে। এমনকী, প্রার্থীকেও বুথে ঢুকতে দিচ্ছে না'
এ ব্যাপারে নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছেন বলে জানান শ্রীরামপুর লোকসভার তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
সকালেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও তাঁর দলীয় কর্মীদের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনেন বাম প্রার্থী দীপ্সিতা ধর। তাঁর অভিযোগ ছিল, রবিবার রাত থেকেই দলীয় কর্মীদের ভয় দেখানোর অভিযোগ আসছে। একজনকে গ্রেফতারও করা হয়েছে বলে জানান বাম প্রার্থী। দীপ্সিতার দাি, সকালেও এমন অভিযোগ পেয়েছেন তিনি। দীপ্সিতার অভিযোগ, কয়েকটি বুথে তাঁদের এজেন্টকে বসতে দেয়নি তৃণমূল । নির্বাচন কমিশনে বিষয়টি জানানো হয়েছে বলে জানান তিনি।
সেই সঙ্গে সিপিএম প্রার্থী দীপ্সিতা ধরের অভিযোগ, 'কল্যাণ বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন ছাপ্পা ভোট না করালে জিততে পারবেন না, তাই এই ঘটনা। ' অন্যদিকে কল্যাণের অভিযোগ, বিরোধীদের কিছুই নেই, তাই কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঝামেলা পাকানোর চেষ্টা করছে তারা।
বুথে গিয়ে এজেন্ট বসালেন দীপ্সিতা
অন্যদিকে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত হাওড়ার ডোমজুড়ের মুন্সিডাঙা বোর্ড প্রাথমিক বিদ্যালয়ে সিপিএম এজেন্টকে মেরে বার করে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এমনকী, তাঁর চেয়ারও তুলে দেওয়া হয় বলে অভিযোগ। খবর পেয়ে বুথে গিয়ে এজেন্টকে বসান শ্রীরামপুরের সিপিএম প্রার্থী দীপ্সিতা ধর। এখানে এতদিন ভোটই হত না, এবার বাধা দিলে প্রতিরোধ হবে, হুঁশিয়ারি দীপ্সিতার।
এক নজরে হুগলি জেলা
পঞ্চম দফায় আজ বাংলার ৩ জেলার ৭টি লোকসভা আসনে ভোট। এর মধ্যে হুগলি জেলার ৩টি আসন শ্রীরামপুর, হুগলি ও আরামবাগ, উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর ও বনগাঁ, হাওড়ার উলুবেড়িয়া ও হাওড়া সদর আসনে ভোট হচ্ছে। পঞ্চম দফায় মোতায়েন থাকছে ৭৯৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তার মধ্যে ৬৫০ কোম্পানি বাহিনী মোতায়েন থাকবে বুথে। এছাড়াও থাকছে রেকর্ড সংখ্যক QRT।
আরও পড়ুন :
ভোটের সব খবর এক ক্লিকে এখানে
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে