West Bengal Lok Sabha Election 2024 : চতুর্থ দফার ভোটে বাংলায় দিকে দিকে অশান্তি
Lok Sabha Election 2024 Phase 4 Voting Live: বহরমপুর, বোলপুর, বীরভূম, কৃষ্ণনগরে আসানসোল, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, রানাঘাটে ভোট। সব খবর সবার আগে এই লিঙ্কে ।

Background
কলকাতা : আজ চতুর্থ দফার ভোট, ৫ জেলার ৮ কেন্দ্রে নির্বাচন। বহরমপুর, বোলপুর, বীরভূম, কৃষ্ণনগর, আসানসোল, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, রানাঘাটে ভোট। চতুর্থ দফায় মোতায়েন ৫৭৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও ১৪৮ কোম্পানি QRT। দেশজুড়ে ১০ রাজ্যের ৯৬ আসনে ভোট, ১,৭১৭ প্রার্থীর ভাগ্য নির্ধারণ। ৬ কেন্দ্রীয় মন্ত্রী লড়াইয়ের ময়দানে। আজ অখিলেশ যাদবেরও অগ্নিপরীক্ষা।
Lok Sabha Election 2024 Phase 4 Voting Live: চতুর্থ দফার ভোটে বাংলায় দিকে দিকে অশান্তি
চতুর্থ দফার ভোটে বাংলায় দিকে দিকে অশান্তি। বর্ধমান থেকে বহরমপুর, বীরভূম। বিভিন্ন জায়গায় অশান্তি, সংঘর্ষ, ভাঙচুর। ঝরল রক্তও।
Bengal Lok Sabha Election 2024 Phase 4 Voting Live: তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত কৃষ্ণনগরের তেহট্ট
তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত কৃষ্ণনগরের তেহট্ট। বাঁশ-লাঠি দিয়ে বেধড়ক মার। হামলা চালিয়েছে তৃণমূল, অভিযোগ বিজেপির। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব বলে পাল্টা দাবি তৃণমূলের





















