PM Modi in Cooch Behar: 'আমার ভারত আমার পরিবার...' শক্তিশালী সরকার গড়তে পদ্মচিহ্নে ভোট দেওয়ার ডাক মোদির
Lok Sabha Election 2024: 'মোদিজি এসেছিলেন...প্রণাম জানিয়েছেন'... সভা থেকে ফিরে ঘরে ঘরে গিয়ে এমনটাই বার্তা দেওয়ার নির্দেশ মোদির
কোচবিহার: ফের বঙ্গে- ম্যারাথন ভোট প্রচারে মোদি (PM Modi in West Bengal)। বৃহস্পতিবার কোচবিহারের (PM Modi in Cooch Behar) সভা থেকে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বিদ্ধ করলেন প্রতিপক্ষকে। প্রচার করলেন গত দুই বিজেপি সরকারের কাজের ফিরিস্তি। তাঁর প্রচারে উঠে এল রামমন্দির প্রসঙ্গ.. রাম মন্দির থেকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই, নারীদের অধিকার থেকে ডিজিটাল সুবিধা- সব একতারে বাঁধলেন মোদি।
আসন্ন লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) দেশে শক্তিশালী সরকার তৈরির জন্য বিজেপিতে জেতানোর ডাক দিলেন মোদি। বরাবরই বিজেপির প্রচারের অন্যতম ইস্যু ছিল কেন্দ্রে শক্তিশালী সরকার পেতে গেলে মোদি সরকারকেই আনতে হবে। বিরোধী I.N.D.I.A জোট কখনও কেন্দ্রে শক্তিশালী সরকার দিতে পারবে না বলে প্রচার করেছে বিজেপি। এদিন মোদির মুখেও সেই সুর।
মোদির আবেদন:
এদিন কোচবিহারে সভা থেকে মোদি বলেন, 'ভোট দেওয়ার সময় মাথায় রাখবেন এটা দেশের নির্বাচন। কোনও দুর্বল সরকার নয়, দিল্লিতে মজবুত সরকার প্রয়োজন। সে জন্য কেন্দ্রে মজবুত ও কাজের সরকার বানাতে হবে। আজ গোটা বিশ্ব বলে, মোদি বিশ্বনেতা, বড় সিদ্ধান্ত নিতে পারেন। কিন্তু ভারতের জনগণের খুব সামান্য সেবক। মোদি কড়া এবং বড় সিদ্ধান্ত নেয়, কারণ তাঁকে ১৪০ কোটি ভারতীয় স্বপ্ন পূরণ করতে হবে।'
দেশের উন্নয়নের জন্য়ই কেন্দ্রে শক্তিশালী সরকার প্রয়োজন। মোদি- সরকার ছিল বলেই গত ১০ বছরে এত উন্নয়ন হয়েছে বলে দাবি মোদির। এদিন প্রধানমন্ত্রী বলেন, '১০ বছরে যা উন্নয়ন হয়েছে, ওটা ট্রেলার ছিল। এখনও অনেককিছু করা বাকি আছে। গরিবদের অধিকার দিয়েছে মোদি। গরিবদের যারা লুট করে তাদের বিরুদ্ধে কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে দেশে দুর্নীতি মুক্ত হয়, সন্ত্রাসবাদ থেকে মুক্ত হয়।'
পরিবারতন্ত্রের বিরুদ্ধে বারবার সরব হয়েছে বিজেপি। তা নিয়ে পাল্টা মোদিকে আক্রমণও করেছে বিরোধীরা। সম্প্রতি লালু প্রসাদ মোদিকে নিশানা করে তোপ দেগেছিলেন যে মোদির পরিবার নেই বলেই তিনি এমন কথা বলেন। তারপরেই লালুর দিকে নিশানা করেছিলেন মোদি। সারা ভারতকে নিজের পরিবার বলেছিলেন। সেই সুরই শোনা গেল কোচবিহারেও। মোদির মুখে শোনা গেল, 'আমার ভারত আমার পরিবার।'
এই ভোটে তৃণমূলকে কড়া বার্তা দিতে হবে বলে বার্তা মোদির। কেন্দ্রের প্রকল্প তৃণমূল বাধা দেয় বলে আয়ুষ্মান ভারত যোজনার মতো সুবিধা বাংলার মানুষ পায় না বলে তোপ দাগেন মোদি। কেন্দ্র মেডিক্যাল কলেজ বানাতে চায়, সেটাও তৃণমূল করতে দিচ্ছে না বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। সারা দেশে অভূতপূর্ব কাজ হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গে রেকর্ড টাকা দিলেও তৃণমূল সরকারের বাধাদানের কারণে সময়ের মধ্যে কাজ শেষ হয় না বলে অভিযোগ করেন মোদি।
আরও পড়ুন: ভেস্তে গেল জোট, লোকসভা নির্বাচনে আলাদা লড়ার ঘোষণা নৌশাদের