Lok Sabha Election 2024: সজল-শীলভদ্র নিয়ে পোস্টারে প্রার্থী-ক্ষোভ! কটাক্ষ তৃণমূলের
BJP Candidate: পোস্টারকাণ্ডের নেপথ্যে তৃণমূলের ষড়যন্ত্র দেখছেন বিজেপির দুই প্রার্থী সজল ঘোষ ও শীলভদ্র দত্ত।

সমীরণ পাল, ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও আশাবুল হোসেন, কলকাতা: তুঙ্গে লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) প্রচার। তার মাঝেই বিজেপি প্রার্থী (BJP Candidate) নিয়ে অসন্তোষের ছবি ধরা পড়ল। লোকসভা ভোটে দমদম কেন্দ্রে এবং বরানগর বিধানসভা উপনির্বাচনের প্রার্থীর বিরোধিতা করে ডানলপ এলাকায় পোস্টার পড়ল। পোস্টারকাণ্ডের নেপথ্যে তৃণমূলের ষড়যন্ত্র দেখছেন বিজেপির দুই প্রার্থী সজল ঘোষ (Sajal Ghosh) ও শীলভদ্র দত্ত।
স্বপন মজুমদার,রেখা পাত্র,সজল ঘোষ, শীলভদ্র দত্ত...ভোটে বিজেপির প্রার্থী নিয়ে ক্ষোভের তালিকা প্রতিদিন বাড়ছে। দমদম লোকসভা কেন্দ্রে এবার তৃণমূল প্রার্থী সৌগত রায়ের বিরুদ্ধে বিজেপি দাঁড় করিয়েছে শীলভদ্র দত্তকে। বিধায়ক পদে ইস্তফা দিয়ে তাপস রায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ায় এবার বরানগর (Baranagar By Election) বিধানসভায় উপনির্বাচন হচ্ছে। এই কেন্দ্রে বিজেপির প্রার্থী সজল ঘোষ
নাম ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত বরানগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে ডানলপ এলাকায় বিজেপির প্রার্থীর বিরোধিতা করে পড়েছে পোস্টার। বিজেপি কর্মীবৃন্দর নামে দেওয়া পোস্টারে কী লেখা? ওই পোস্টারে লেখা শুভেন্দু অধিকারীর চাপিয়ে দেওয়া প্রার্থীকে তাঁরা মানছেন না। লোকসভা ভোট ও বিধানসভা উপনির্বাচনে এই দুই কেন্দ্রে বিজেপিকে হারানোর চক্রান্ত চলছে বলেও অভিযোগ তোলা হয়েছে।
এই ঘটনায় তৃণমূলকে নিশানা করেছে সজল। বরানগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থীর দাবি, 'গড়, ঘর দুটোই তো ভেঙে গেছে। ফলে ওরা ভবঘুরের মতো এদিক-ওদিক ঘুরে বেড়াচ্ছে। পোস্টা মেরে ভাবছে বুঝি ভোট ঘোরে।'
বরানগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শান্তনু মজুমদার বলেন, 'সজল ঘোষকে নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। কারণ বরানগরের মাটি হচ্ছে তৃণমূল কংগ্রেসের মাটি। তাই কীভাবে হেরে ভূত করব, তার জন্য ওঁকে তৈরি থাকতে বলুন। '
দমদম কেন্দ্র থেকে এবার লোকসভা ভোটে বিজেপির টিকিটে লড়ছেন শীলভদ্র দত্ত। ডানলপের ওই পোস্টারে তাঁরও বিরোধিতা করা হয়েছে। যদিও ওই ঘটনাকে গুরুত্ব দিতে নারাজ শীলভদ্র। তিনি বলেন, 'বিজেপির কোনও কর্মীবৃন্দ ওইভাবে লেখে না। পোস্টারে লিখতে গেলে সৎ সাহস থাকলে নাম লিখতে হয়। সেইভাবে লেখেনি, ওটা তৃণমূলের চক্রান্ত, বিজেপির কেউ করেনি।'
যদিও এই বিষয়ে বিজেপির অন্দরের গোষ্ঠীকোন্দলের দিকেই আঙুল তুলেছে তৃণমূল। যদি সত্যি এই প্রার্থী অসন্তোষ হয়ে থাকে, সেটা দমদম লোকসভা এবং বরানগর বিধানসভা উপনির্বাচনে তৃণমূলকে কি অতিরিক্ত সুবিধা দেবে? উত্তর মিলবে ৪ জুন।
আরও পড়ুন: বিজেপি প্রার্থীকে প্রধানমন্ত্রীর ফোন, রেখা পাত্রকে ঘিরে উচ্ছ্বাসে ভাসল সন্দেশখালি





















