Lok Sabha Election 2024: পাহাড়ে ফের প্রার্থী বিস্তা, 'বিদ্রোহ' বিজেপির অন্দরেই
BJP Candidate: বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, 'সবাই বিজেপির প্রার্থী হতে চান। রাজু বিস্তা সংসদ হিসেবে প্রচুর কাজ করেছেন। শিলিগুড়িতে, পাহাড়ে একাধিক প্রকল্পের জন্য খরচ করেছেন।'

দার্জিলিং: রাজু বিস্তাকে (Raju Bista) ফের প্রার্থী করায় পাহাড়ে বিজেপিতে (Darjeeling BJP) বিদ্রোহ। নির্দল প্রার্থী হিসেবে লড়াইয়ের হুঙ্কার কার্শিয়ঙের বিজেপি বিধায়কের।
কী বলেছেন তিনি?
কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা বলেছেন, 'পৃথক রাজ্যের প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। পরপর ৩ বার বিজেপির সাংসদ দিয়েছে দার্জিলিং। কিন্তু বহিরাগতদের প্রার্থী করে আমাদের দাবি আড়াল করছে বিজেপি। পাহাড়ের ১৭ লক্ষ মানুষের মধ্যে ১ জনও যোগ্য প্রার্থী নেই?' রাজু বিস্তার বিরুদ্ধে নির্দল হিসেবে লড়াইয়ের ঘোষণার পর প্রশ্ন বিষ্ণুপ্রসাদের।
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, 'সবাই বিজেপির প্রার্থী হতে চান। রাজু বিস্তা সংসদ হিসেবে প্রচুর কাজ করেছেন। শিলিগুড়িতে, পাহাড়ে একাধিক প্রকল্পের জন্য খরচ করেছেন।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: 'বিয়ের উপহার হোক মোদির জন্য ভোট'...কার্ডে অনুরোধ পাত্রের বাবার




















