Lok Sabha Election 2024:'মমতাকে ছাড়ব না..', জেল থেকে ছাড়া পেলেন সন্দেশখালির BJP নেত্রী মাম্পি দাস
Mampi Attacks Mamata: জেল থেকে বেরিয়েই মমতাকে আক্রমণ, কী প্রতিক্রিয়া সন্দেশখালির বিজেপি নেত্রী মাম্পি দাসের ?
কলকাতা: হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে অবশেষে সন্দেশখালির বিজেপি নেত্রীর জেলমুক্তি। জেল থেকে ছাড়া পেলেন বিজেপি নেত্রী মাম্পি দাস (Sandeshkhali BJP Leader Mampi Das )। মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়ব না, জেল থেকে বেরিয়ে আক্রমণ মাম্পি দাসের (Mampi Das Attacks Mamata Banerjee)। 'সন্দেশখালির অভিযোগ ভুয়ো নয়, আন্দোলনে কোনও রাজনীতি ছিল না', জেল থেকে বেরিয়ে বলেন সন্দেশখালির বিজেপি নেত্রী।
জেল থেকে ছাড়া পেলেন সন্দেশখালির BJP নেত্রী মাম্পি দাস
মাম্পির গ্রেফতারি মামলায় হাইকোর্টে ধাক্কা রাজ্যের। গতকাল সন্দেশখালির বিজেপি নেত্রীকে জামিন দেয় কলকাতা হাইকোর্ট। শুক্রবার কলকাতা হাইকোর্ট এই মামলায় একাধিক প্রশ্ন তোলে, 'এর পিছনে কার মাথা কাজ করেছে? নিম্ন আদালতের বিচারক, পুলিশ কেউ কি সুপ্রিম কোর্টের নির্দেশ জানেন না?' । অবশেষে হাইকোর্টের নির্দেশ পেয়ে আজই দমদম জেল থেকে ছাড়া পান সন্দেশখালির বিজেপি নেত্রী মাম্পি দাস।
'মমতাকে ছাড়ব না..',
এদিন জেল থেকে বেরোতেই মাম্পি দাসকে মালা পরিয়ে দেওয়া হয়। জেলের গেট পেরোতেই মাম্পির মুখে শোনা যায়, 'সত্যমেব জয়তে। ভারত মাতা কি জয়।' এরপরেই তিনি চ্যালেঞ্জ ছোড়েন তৃণমূল সুপ্রিমোকে। জেল থেকে ছাড়া পেয়েই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি।মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ সন্দেশখালির মাম্পি দাস। বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়বো না। উনি একদম মানুষ নন। নারী নামের কলঙ্ক।'
নারী হয়েও নির্যাতিতাদের পাশে নেই মমতা : বিজেপি নেত্রী মাম্পি
সাংবাদিকের প্রশ্নের উত্তরে বিজেপি নেত্রী মাম্পি দাস বলেন, 'সত্যের পথে আছি। সত্যের সঙ্গে আছি। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখাবো..। নারীর উপরে এত অনাচার, অপমান হচ্ছে, উনি একজন নারী হয়েও তাঁদের পাশে এসে দাঁড়াচ্ছেন না।' কিন্তু তিনি সন্দেশখালির নির্যাতিতারদের পাশে শুরু থেকেই আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।
আরও পড়ুন, 'সারা বাংলাতেই বুলডোজার চলবে', কীসের উপর বুলডোজার চালানোর হুমকি দিলেন বারাসাতের BJP প্রার্থী ?
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।