Suvendu Adhikari Exclusive:'২০১৪-র আগে চুরি জানত না তৃণমূল', এবিপি আনন্দে চাঞ্চল্যকর দাবি শুভেন্দুর
Lok Sabha Election 2024:'২০১৪ সালের আগে তৃণমূল কংগ্রেস চুরি জানত না', এবিপি আনন্দে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।
কলকাতা: '২০১৪ সালের আগে তৃণমূল কংগ্রেস চুরি জানত না', এবিপি আনন্দে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari ABP Ananda Exclusive)। একই সঙ্গে তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠার পর থেকে ২০১১ সালের আগে পর্যন্ত যা যা বলেছেন, প্রত্যেকটি কথা থেকে তাঁর বিচ্যুতি ঘটেছে। যদিও, এসবের পরও তাঁর স্থির বিশ্বাস, তৃণমূলের থেকে বেশি আসন পাবে বিজেপি। কটা বেশি, সেই নিয়ে পূর্বাভাস দিতে চাননি শুভেন্দু।
বিশদ...
লোকসভা ভোটের আর একদফা বাকি। শনিবার, সেই পর্বের আগে, এবিপি আনন্দে এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূলের সঙ্গে তাঁর অতীত-সম্পর্ক থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের কড়া সমালোচনা, সব ইস্যুতেই নিজস্ব ভঙ্গিমায় মতামত প্রকাশ করেন তিনি। এমনকি টাকা নিয়ে দল ভাঙানোর অভিযোগ প্রসঙ্গেও স্পষ্ট বক্তব্য রাখেন শুভেন্দু। বলেন, 'নীতি এবং কৌশল দুই-ই থাকবে।' তবে একই সঙ্গে তৃণমূলনেত্রীর ব্যাপারে তাঁর মত, নিজের প্রতিটি কথা থেকে বিচ্যুতি ঘটেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর কথায়, '.২০১১ সালে বিজেপির নীরব সমর্থকরা পদ্মচিহ্নে ভোট দেননি। কমিউনিস্টদের অত্যাচার থেকে বাঁচতে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছিলেন...আমি নিজে তাঁর সাক্ষী। কিন্তু ওঁর প্রত্যেকটা পদে বিচ্যুতি ঘটেছে।' এখানেই শেষ নয়। শুভেন্দুর বিরুদ্ধে যে একের পর এক মামলা দায়ের হয়েছে, তা নিয়ে বর্ষীয়ান বিচারপতিদের মন্তব্যের কথাও শোনা যায় বিজেপি বিধায়কের মুখে। শুভেন্দুর মতে, 'বর্ষীয়ান বিচারপতিরা বলেছেন, উনি (শুভেন্দু) আগে একদম স্বচ্ছ ছিলেন...মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর পর একের পর এক অভিযোগ শোনা যাচ্ছে। অভিজ্ঞ বিচারপতিদের মুখেই এ কথা শোনা গিয়েছে।'
অভিযান সম্পর্কে...
কয়েক দিন আগে তাঁর কোলাঘাটের বাড়িতে যে পুলিশি অভিযান হয়েছিল, সেই নিয়েও মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে স্পষ্ট আঙুল তোলেন শুভেন্দু। বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় ১৮ তারিখে 'ফেসটাইম' করে পূর্ব মেদিনীপুরের এসপি-কে বলেছেন, শুভেন্দুর বিরুদ্ধে ব্যবস্থা নিন। এসপি ১৮ তারিখ থেকে পরিকল্পনা করছেন, কী করে করা যায়। অবশেষে ২০ তারিখে করেছেন এবং খালি হাতে ফিরেছেন। অ্যাডিশনাল এসপি নিখিল আগরওয়াল বরং এসপি-কে বলেছিলেন, উনি এতো বর্ষীয়ান রাজনীতিবিদ। ভোটের আগে কি বাড়িতে টাকাপয়সা রাখবেন? খালি হাতে ফিরতে হবে। এসপি বলেন, না করতে হবে। ম্যাডামের নির্দেশ।' এখানেই শেষ নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আয়কর হানার কথা পূর্বাভাস দিয়ে রেখেছেন, সে প্রসঙ্গেও শুভেন্দুর বক্তব্য, 'হ্যাঁ, এই ধরনের খবর ওঁরা পেতেই পারেন। কলকাতায় ওঁদের যে আইপিএস অফিসারের রয়েছেন, তাঁরা তো নিজেদের ব্যাচমেটের মাধ্যমে খবর দেওয়ানেওয়া করেই থাকেন। জানি। কিন্তু তার জন্য তো আয়কর হানা আটকে থাকবে না। '