Lok Sabha Election: সাতসকালে শশী পাঁজার বাড়িতে তাপস রায়! কেন? কী কথা হল?
Lok Sabha Poll: এর আগে আলিমুদ্দিন স্ট্রিটে বিমান বসুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তাপস রায়। এবার শশী পাঁজার বাড়ি কেন গেলেন?
![Lok Sabha Election: সাতসকালে শশী পাঁজার বাড়িতে তাপস রায়! কেন? কী কথা হল? Lok Sabha Election campaign BJP Tapas Roy visited Minister Sashi Panja house gave tribute to late TMC Leader Lok Sabha Election: সাতসকালে শশী পাঁজার বাড়িতে তাপস রায়! কেন? কী কথা হল?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/24/d1bb405a651fe4121dd7c66726156d9f1713940189433385_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সত্যজিৎ বৈদ্য, কলকাতা: আলিমুদ্দিন স্ট্রিটের পর, এবার ভোট (Lok Sabha Election 2024) চাইতে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়িতে গেলেন কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায় (Tapas Roy)। এটা বাংলায় প্রয়াত রাজনীতিবিদ এবং প্রয়াত তৃণমূল নেতা অজিত পাঁজারও বাড়ি।
তাপস রায়ের প্রাক্তন দল, সেই দলের বিরুদ্ধেই এবার বিজেপির প্রার্থী তিনি। সাতসকালে বিরোধী দলের মন্ত্রীর বাড়িতে কেন? তাপস রায় জানালেন, অজিত পাঁজা তাঁর রাজনৈতিক শিক্ষাগুরু। তাই শ্রদ্ধা জানাতেই এসেছেন বলে জানালেন তিনি। তাপস বলেন, '১৯৭৯ সাল থেকে এখানে আসি, এই বাড়িটা আমার কাছে মন্দিরের মতো।' অবশ্য শুধু শ্রদ্ধাজ্ঞাপনই নয়। শশী পাঁজার কাছে ভোট চাইতেও এসেছেন বলে জানালেন বিজেপি প্রার্থী তাপস রায়। যদিও শ্যামপুকুরের তৃণমূল বিধায়ক ও মন্ত্রী শশী পাঁজা জানিয়েছেন, 'শ্রদ্ধা জানাতে এসেছিলেন, আমার সঙ্গে কোনও কথা হয়নি,' প্রতিক্রিয়া শশী পাঁজার।
এদিন তাপস রায় বলেন, 'আমার কাজ এখন ১৫ লক্ষের উপরে যে মানুষ, ২ জন ছাড়া বাকি সবার কাছে ভোট ভিক্ষা করা। সবার কাছে যাওয়া। আমি ভোটভিক্ষা করছি, করব।' কোন ২ জনের কাছে যাবেন না? তা খোলসা করলেন না তাপস রায়। বললেন, 'ওটা বুঝে নিতে হবে।'
এর আগে বিমান বসুর সঙ্গে দেখা:
সোমবার বামফ্রন্ট চেয়ারম্যানের সঙ্গে দেখা করেছিলেন কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী। আলিমুদ্দিন স্ট্রিটের মুজাফ্ফর আহমেদ ভবনে গিয়ে বিমান বসুর সঙ্গে প্রায় ১৩ মিনিট কথা বলেন তাপস রায়। সোমবার বিকেলে আলিমুদ্দিন স্ট্রিটের মুজাফ্ফর আহমেদ ভবনে এসে থেমেছিল তাপস রায়ের গাড়ি। সঙ্গে ছিলেন উত্তর কলকাতার বিজেপির জেলা সভাপতি তমোঘ্ন ঘোষ। তাপস রায় মুজাফ্ফর আহমেদ ভবনে ঢোকার সময়ে সেখান থেকে বেরোচ্ছিলেন সিপিএম নেতা রবীন দেব। মুখোমুখি দেখা হওয়ায় সৌজন্য বিনিময় করেছিলেন দুই নেতা। এরপর ওপরে উঠে যান তাপস রায়। সেখানে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর সঙ্গে দেখা করেছিলেন কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী। প্রায় ১৩ মিনিট কথা হয় দু'জনের মধ্যে। তাপস বলেছিলেন, 'কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের তিনি ভোটার। প্রার্থী হিসেবে আমি বিমানদার আশীর্বাদ নিলাম এবং এই কেন্দ্রের ভোটার হিসেবে আমি যেমন সকলের কাছে যাচ্ছি ওঁর কাছেও এসেছি। উনি আমাদের রাজ্যের সর্বজেষ্ঠ্য, সৎ ও নিষ্ঠাবান রাজনৈতিক নেতা।' পরে বিমান বসু বলেন, 'আমি এই লোকসভা কেন্দ্রের ভোটার। ভোটারের কাছে নিশ্চয় প্রার্থী আসতে পারে। আমি বললাম, উত্তর কলকাতায় আমার প্রার্থী প্রদীপ ভট্টাচার্য। আমি ভোট দেব অধ্যাপক প্রদীপ ভট্টাচার্যকে।'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: আদালতের নির্দেশে চাকরিহারারা কি ভোটের দায়িত্বে? কী বলছে কমিশন?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)