Lok Sabha election Breaking: ১০০ শতাংশ আশাবাদী, জিতব : BJP প্রার্থী সুকান্ত মজুমদার
Sukanata On Counting: শুরু হল গণনা, নিজের কেন্দ্র নিয়ে কী মতামত বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের ?
দক্ষিণ দিনাজপুর: রাজ্যের অন্যতম লোকসভা কেন্দ্র হল বালুরঘাট। এবার এই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী পদে লড়াই করছেন সুকান্ত মজুমদার (Balurghat BJP Candidate Sukanta Majumdar)। তার বিপরীতে ১৯ ধারাই কি বজায় থাকবে চব্বিশেও ? নাকি পাল্লা ভারী হবে শাসকদলের ?
এদিন সাতসকালেই নিজের প্রতিক্রিয়া জানালেন 'আশাবাদী' বিজেপির রাজ্য সভাপতি তথা বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার ( BJP Candidate Sukanta Majumdar)। সুকান্ত মজুমদার বলেন, 'ওয়েদার আজকে খারাপ। কিন্তু একদিক থেকে ভাল, কারণ প্রচুর এজেন্ট থাকবে ভিতরে। গরমে কষ্ট হত, তাই একদিকে ভাল। ছাতা নিচে দাঁড়িয়ে বললেন, এই বৃষ্টি আসলে পুস্পবৃষ্টি। ১০০ শতাংশ আশাবাদী। কোনও জায়গায় কোনও চিন্তা নেই। আমরা ১০০ শতাংশ এই আসন জিতব।'
গতবার ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বালুরঘাট কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। প্রায় ৪০ হাজার ভোটের ব্যবধানে তিনি তৃণমূলকে পিছনে ফেলেছিলেন তিনি। এবার সুকান্ত মজুমদারের বিরুদ্ধে তৃণমূলের হয়ে ময়দানে নেমেছেন বিপ্লব মিত্র। এবারও কি ফের পাল্লা ভারি হতে চলেছে সুকান্ত মজুমদারের ?
প্রসঙ্গত, দুর্নীতি থেকে সন্দেশখালি ইস্যুতে অমিত শাহ থেকে যোগী আদিত্য়নাথের মুখে বারবার শোনা গিয়েছে উল্টো করে ঝোলানোর হুঁশিয়ারি। এবার সেই হুঁশিয়ারি শোনা গেল সুকান্ত মজুমদারের মুখে। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। সুকান্ত মজুমদার বলেন,'আমিও বলছি, যাঁরা যত খাচ্ছে খেতে দিন। পায়ে দড়ি বেঁধে উল্টো করে টাঙাব, আর বমি করাব সমস্ত জনগণের টাকা।'
সম্প্রতি উল্টো করে টাঙানোর হুঁশিয়ারি শোনা গিয়েছিল সুকান্ত মজুমদারের মুখে। লোকসভা ভোটে, পশ্চিমবঙ্গে বিজেপির অন্য়তম অস্ত্র, দুর্নীতি এবং সন্দেশখালি। এরাজ্য়ে প্রচারে এসে বারবার এনিয়ে সরব হচ্ছেন বিজেপির শীর্ষনেতারা। আর বারবারই অমিত শাহ থেকে যোগী আদিত্য়নাথের মুখে শোনা গিয়েছে উল্টো করে ঝোলানোর হুঁশিয়ারি।
আরও পড়ুন, বাংলার ১৩ জেলায় বাড়ল পেট্রোলের দর, ১০০ এর কতটা উপরে কলকাতা ?
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।