Sukanta Majumdar: দ্বিতীয় দফার প্রার্থী তালিকার আগে দিল্লিতে সুকান্ত? বিশেষ কাউকে নিয়ে আলোচনা?
Parliament Election 2024:সোমবার দিল্লি যাচ্ছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বৈঠকে ভর্চুয়ালি উপস্থিত থাকবেন শুভেন্দু অধিকারী।
শিবাশিস মৌলিক, কলকাতা: লোকসভা ভোটে (Lok Sabha Election 2024) প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশের পর এবার দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করতে তৎপর বিজেপি। বাংলার প্রার্থী তালিকা নিয়ে আলোচনার জন্য সোমবার দিল্লি যাচ্ছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। প্রার্থী তালিকা নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন তিনি।
লোকসভা ভোটের (Lok Sabha Poll 2024) নির্ঘণ্ট ঘোষণার আগেই প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। সারা দেশে ১৯৫ জন ও বাংলায় ২০ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। ভোটের দিন ঘোষণার আগে দুই জেলায় সভা করেছেন নরেন্দ্র মোদী। ৬ মার্চ বারাসতে তৃতীয় সভা করবেন তিনি।
কবে কোথায় মোদি?
৫ মার্চ কলকাতায় আসছেন নরেন্দ্র মোদী (Narendra Modi)।
৬ মার্চ বারাসতের কাছারি ময়দানে সভা করবেন প্রধানমন্ত্রী।
বিজেপির মহিলা মোর্চার শক্তিবন্দন কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠানে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।
নরেন্দ্র মোদী ভাষণ দেশের ৪ হাজার ১০০ জায়গায় সরাসরি সম্প্রচারের উদ্যোগ নিয়েছে বিজেপি।
৯ মার্চ প্রধানমন্ত্রী চতুর্থ সভা করতে পারেন শিলিগুড়িতে।
৯ মার্চ বিকেল ৫ টায় শিলিগুড়িতে প্রধানমন্ত্রীর সভা করার সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গে কিছু সরকারি কাজ রয়েছে প্রধানমন্ত্রীর। সরকারি কাজের পরে সভা করতে পারেন তিনি।
অন্যদিকে বিজেপি সূত্রে খবর, বাংলায় বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা তৈরি করার জন্য দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে ডেকে পাঠানো হয়েছে দিল্লিতে। রবিবার বালুরঘাট যাওয়ার কথা ছিল সুকান্ত মজুমদারের। সেই কর্মসূচি বাতিল করে সোমবার দুপুরে দিল্লি পৌঁছবেন বিজেপির রাজ্য সভাপতি। সোমবার সন্ধেবেলা দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে সুকান্ত মজুমদারের। সূত্রের খবর, দ্বিতীয় দফার প্রার্থী তালিকা নিয়ে বৈঠকে মতামত নেওয়া হবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সোমবারের বৈঠকে ভর্চুয়ালি উপস্থিত থাকবেন তিনি।
প্রথম প্রার্থী তালিকায় বাংলায় কে কে?
যাদবপুর: অনির্বাণ গঙ্গোপাধ্যায়
জয়নগর: অশোক কান্ডারি
হাওড়া: রথীন চক্রবর্তী
বনগাঁ: শান্তনু ঠাকুর
ঘাটাল: হিরণ
আসানসোল: পবন সিংহ (পরে বাঙালি মহিলাদের অসম্মানের অভিযোগের ঝড়ে সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন ভোজপুরি নায়ক)
মুর্শিদাবাদ: গৌরীশঙ্কর ঘোষ
বহরমপুর: নির্মলকুমার সাহা
কাঁথি: সৌমেন্দু অধিকারী
রানাঘাট: জগন্নাথ সরকার
হুগলি: লকেট চট্টোপাধ্যায়
পুরুলিয়া: জ্যোতির্ময় সিংহ মাহাতো
বোলপুর: প্রিয়া সাহা
বিষ্ণুপুর: সৌমিত্র খাঁ
বাঁকুড়া: সুভাষ সরকার
মালদা দক্ষিণ: শ্রীরূপা মিত্র চৌধুরী
মালদা উত্তর: খগেন মুর্মু
বালুরঘাট: সুকান্ত মজুমদার
আলিপুরদুয়ার: মনোজ টিগ্গা
কোচবিহার: নিশীথ প্রামাণিক
আরও পড়ুন: '৪৮ ঘণ্টা অপেক্ষা করলে ক্ষতি নেই', বিচারপতি গঙ্গোপাধ্য়ায়কে নিয়ে কেন বললেন শুভেন্দু?