Lok Sabha Elections 2024: 'তমলুকে তৃণমূল জিতবে, এখনও সময় আছে, প্রার্থী হবেন না' কার উদ্দেশে বললেন কুণাল?
Kunal Ghosh On Abhijit Ganguly: এবার সোশাল মিডিয়ায় বিজেপি নেতা ও অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে পরামর্শ দিলেন কুণাল ঘোষ।
কলকাতা: ভোটের আগে বিজেপি নেতা ও অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে (Abhijit Ganguly) পরামর্শ দিলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। প্রার্থী না হওয়ার আর্জি জানিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক।
শ্রী অভিজিত গঙ্গোপাধ্যায়,
— Kunal Ghosh (@KunalGhoshAgain) March 17, 2024
পরিচয় থাকার সুবাদে একটি অনুরোধ।
আপনি বিচারপতি থাকাকালীন বিতর্কিত।
ইস্তফা দিয়ে প্রশ্নের মুখে।
বিজেপিতে গিয়ে সমালোচিত।
অনুরোধ, এখনও সময় আছে, ওদের বলে দিন, প্রার্থী হবেন না।
তমলুকে @AITCofficial জিতবে।
দুমাস পর আপনার সব সম্মান নষ্ট হবে।
যে আপনাকে তমলুক…
অভিজিৎকে পরামর্শ কুণালের: দিনকয়েক আগে বিজেপিতে যোগ দিয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এখনও বিজেপির তরফে ঘোষণা না হলেও শোনা যাচ্ছে তমলুক কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন তিনি। ইতিমধ্য়েই সেখানে শুরু হয়েছে দেওয়াল লিখন। এই আবহে এবার সোশাল মিডিয়ায় বিজেপি নেতা ও অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে পরামর্শ দিলেন কুণাল ঘোষ। এক্স হ্যান্ডলে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক পোস্ট করেন, "তমলুকে তৃণমূল জিতবে, এখনও সময় আছে, প্রার্থী হবেন না। যে আপনাকে তমলুকে নিয়ে যাচ্ছে, সেও আপনাকে হারাবে। তাঁর দলে অন্য বড় নাম সে সহ্য করতে পারে না, বাড়তে দেবে না। দু’ মাস পর আপনার সব সম্মান নষ্ট হবে। এখনও সময় আছে, নির্বাচনী ময়দান থেকে সরে থাকুন। পরাজয়ের দিনটি দেখা বড় কঠিন।'' শুভানুধ্যায়ী হিসেবে বিজেপি নেতা ও অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে পরামর্শ দেন কুণাল ঘোষ।
রাজ্যের বিরোধী দলনেতার উপস্থিতিতে বিজেপিতে যোগ দিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অবসরপ্রাপ্ত বিচারপতির নামে পোস্টার, ব্যানারও লাগাতে শুরু করেছেন বিজেপি কর্মীরা। অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুকে প্রার্থী হলে তাঁকে ২ লক্ষের বেশি ভোটে জোতানোর আশ্বাসও দিচ্ছেন জেলা বিজেপি নেতাদের একাংশ। কুণাল ঘোষের পোস্ট পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও। বিজেপি নেতা ও অবসরপ্রাপ্ত বিচারপতি বলেন, "ওঁর সঙ্গে আমার সৌহার্দ্যের সম্পর্ক রয়েছে। উপদেশের জন্য ধন্যবাদ।''
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Lok Sabha Elections 2024: রবিবাসরীয় সকালে প্রচারে ঝড়, ময়দানে শাসক-বিরোধী সব দলের প্রার্থীরা