Lok Sabha Polls 2024: শুক্রবারের মধ্যে প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে বামফ্রন্ট
Left Front Candidate List : আগামীকালই প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশিত হোক, দাবি শরিকদের..
কলকাতা: বিজেপির ১৯, তৃণমূলের ৪২টি আসনে প্রার্থী ঘোষণার পরে কবে বামেদের তালিকা? শুক্রবারের মধ্যে প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে বামফ্রন্ট (Left Front)। সূত্র মারফত খবর, আগামীকালই প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশিত হোক, দাবি শরিকদের। ৫টি আসন চায় আইএসএফ, ২ থেকে ৩টি ছাড়তে চায় বামেরা। উলুবেড়িয়ার সঙ্গে আইএসএফকে মথুরাপুর ছাড়তে চায় বামেরা। কংগ্রেসের সঙ্গে আসন রফা নিয়ে এখনও অনিশ্চয়তা।
যেখানে কংগ্রেস থাকার সম্ভাবনা নেই, সেই আসন ছেড়েই ঘোষণার প্রস্তুতি। প্রথম দফায় দমদম, যাদবপুর, বসিরহাট, বীরভূমে প্রার্থী ঘোষণার সম্ভাবনা রয়েছে। কংগ্রেসের জন্য অপেক্ষা করে প্রথম দফায় ১০টি আসনে প্রার্থী ঘোষণার সম্ভাবনা রয়েছে। সূত্র মারফত খবর, কংগ্রেস সাড়া না দিলে বাকি আসনেও শীঘ্রই প্রার্থী ঘোষণা । বসিরহাট সিপিএমকে ছেড়ে বনগাঁ সিপিআইকে দেওয়ার প্রস্তাব।
শুক্রবারের মধ্যে প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে বামফ্রন্ট। যদিও বামফ্রন্টের শরিকরা চায় বৃহস্পতিবারই প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করে দিতে। বুধবার cpm এর সম্পাদক মন্ডলীর বৈঠক থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শরিকদের সঙ্গে একদফা বৈঠক আগেই হয়ে গেছিলো। বৃস্পতিবার প্রথমে দ্বিপাক্ষিক তারপর আবার বামফ্রন্টের বৈঠক হবে।
বুধবার ISF এর সঙ্গেও একদফা আলোচনা হয়েছে। তাদের দাবি ৫ টি আসন। বিমান বসু জানিয়ে দিয়েছেন মথুরাপুর আর উলুবেড়িয়া আসন তারা ছাড়তে পারে। এর বেশি সম্ভব নয়। খুব বেশি হলে ৩ তে আসন ছাড়া হতে পারে। কংগ্রেসের এআইসিসি তরফে এখুও কোনো সবুজ সংকেত এসে পৌঁছায়নি। যদিও অধীর চৌধুরীর সঙ্গে কথা হয়েছে সেলিমের।
বুধবারের বৈঠকে ঠিক হয়েছে যে আসন গুলি কংগ্রেসের তালিকায় থাকার কোন সম্ভাবনা নেই যেমন দমদম যাদবপুর বসিরহাট বীরভূম এরকম দশটি আসনে প্রথম দফার প্রার্থীদের নাম ঘোষণা করে দেওয়া হবে। তারপর যদি কংগ্রেসের তরফে উৎসাহ দেখানো না হয় সে ক্ষেত্রে বাকি প্রার্থীদের নাম দু-একদিনের মধ্যেই ঘোষণা করা হবে।
আরও পড়ুন, 'ভেবেছিলাম লোকসভার টিকিট পাব..', ক্ষোভ এবার শান্তনু সেনের
শরীর দলকে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে জোট হলে প্রত্যেকের কোটা থেকে কিছু আসন ছাড়তে হবে। না হলে তারা তাদের পুরনো আসনেই লড়তে পারবে। বসিরহাটে বরাবরই লড়াই করেছে সিপিআই। এবার বসিরহাট সিপিএম কে ছেড়ে বনগাঁর আসনে সিপিআইকে লড়াই করার অনুরোধ জানানো হয়েছে। সেক্ষেত্রে বসিরহাট আসনে প্রার্থী হবে নিরাপদ সরদার। এবার আইএসএফও বসিরহাট আসন চেয়েছে। এই সমস্ত জট কাটাতে উদ্যোগী সিপিএম নেতারা।