এক্সপ্লোর
Advertisement
কৃষিঋণ মকুবের দাবি মানেন না কেউই, মালদার সভা থেকে মোদি-মমতাকে আক্রমণ রাহুল গাঁধীর
মালদা: আগামী লোকসভা নির্বাচন বিজেপি-আরএসএস বনাম কংগ্রেসের লড়াই। মালদার চাঁচলে কংগ্রেসের নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেছেন দলের সভাপতি রাহুল গাঁধী। বিভাজনের অভিযোগ তুলে বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছেন তিনি। রাহুল বলেছেন, যেখানেই বিজেপি-আরএসএস, সেখানেই বিভাজনের চেষ্টা হচ্ছে।
গত পাঁচ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রে বিজেপি সরকার কোনও প্রতিশ্রুতি পালন করেনি বলে অভিযোগ করেছেন কংগ্রেস সভাপতি। তিনি বলেছেন, ‘নরেন্দ্র মোদি বলেছিলেন ১৫ লক্ষ টাকা অ্যাকাউন্টে পড়বে, বছরে ২ কোটি করে চাকরি হবে’। কিন্তু এই সব প্রতিশ্রুতি পূরণ হয়নি বলে অভিযোগ করেছেন রাহুল।
রাহুল মোদির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছেন। মোদির 'আমিও চৌকিদার' স্লোগানকে কটাক্ষ করে রাহুল বলেছেন, ‘এখন অনিল অম্বানিদের চৌকিদারি করছেন মোদি’। রাফাল যুদ্ধবিমান চুক্তিতে দুর্নীতির অভিযোগ করে তিনি বলেছেন, ‘মোদি অনিল অম্বানিকে ৩০ হাজার কোটি টাকা পাইয়ে দিয়েছেন’।
কংগ্রেস সভাপতি পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারকেও নিশানা করেছেন। তৃণমূল সরকারের উন্নয়নের দাবিকে কটাক্ষ করে তিনি বলেছেন, ‘বাংলায় কী উন্নয়ন হয়েছে, সবাই জানে’।
মালদা উত্তরের কংগ্রেস সাংসদ মৌসম নুর এবার দল বদলে তৃণমূলের প্রার্থী হয়েছেন। এ ব্যাপারে নাম না করে কংগ্রেস সভাপতি বলেছেন, ‘মালদায় কংগ্রেসের পুরনো প্রার্থী প্রতারণা করেছেন। প্রতারণা করে বাংলায় কাজ করা যাবে না।’
রাহুলের অভিযোগ, ‘বাংলায় একনায়কতন্ত্র চলছে, জনগণের কথা কেউ শোনে না,বাংলায় কংগ্রেস কর্মী-সমর্থকরা আক্রান্ত হচ্ছেন, কংগ্রেস কর্মীদের অনেক কিছু সহ্য করতে হচ্ছে। প্রথমে বামফ্রন্ট জমানায়, এখন তৃণমূলের জমানায় হামলার শিকার হতে হচ্ছে।’
তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে বাম সরকারের প্রসঙ্গও তুলেছেন কংগ্রেস সভাপতি। তিনি বলেছেন,‘বাংলার মানুষ বছরের পর বছর সিপিএমকে দেখেছেন, ‘সিপিএমের সময় যা অত্যাচার হত, এখন সেই অত্যাচার চলছে, আগে একটা সংগঠনের জন্য সরকার চলত,এখন একজনের জন্য সরকার চলছে।
কংগ্রেস ক্ষমতায় এলে মালদায় আম প্রক্রিয়াকরণের কারখানা তৈরির প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
রাহুল প্রশ্ন করেন, ‘বাংলায় দিনভর ভাষণ চলে, মমতা কী করেছেন? কৃষক থেকে যুবক-বাংলায় কার জন্য কী করেছেন মমতা?’
তাঁর অভিযোগ, ‘শিক্ষা থেকে স্বাস্থ্য-সব কিছুতেই পিছিয়ে পড়েছে বাংলা’।
কংগ্রেসের কৃষিঋণ মকুবের ইস্যুও চাঁচলের সভায় তুলেছেন রাহুল। এই ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় ও নরেন্দ্র মোদিকে একই সুরে আক্রমণ করেছেন কংগ্রেস সভাপতি। তিনি বলেছেন, ‘কৃষকরা ঋণ মকুবের দাবি তোলেন, মানেন না মোদি-মমতা। ক্ষমতায় আসার ২দিন পরেই ছত্তীসগঢ়-রাজস্থানে কৃষকদের ঋণ মকুব করা হয়েছে।কৃষকদের ঋণ মকুব করে দিয়েছে কংগ্রেস সরকার।’
কর্মসংস্থান নিয়ে মোদি সরকারকে নিশানা করেছেন রাহুল। তিনি বলেছেন, ‘ গত ৪৫ বছরে দেশে সবচেয়ে বেশি বেকারত্ব’।
পণ্য ও পরিষেবা কর নিয়ে মোদি সরকারকে আক্রমণ করে রাহুল বলেছেন,‘জিএসটি কী, আজ পর্যন্ত কেউ বুঝতে পারেনি।কংগ্রেস ক্ষমতায় এলেই গব্বর সিংহ ট্যাক্স বদলে দেবে।’
সেইসঙ্গে রাহুল কংগ্রেসের দরিদ্রদের ন্যূনতম রোজগার নিশ্চয়তার প্রতিশ্রুতির প্রসঙ্গও রাহুল উল্লেখ করেছেন।
তিনি বলেছেন, ‘কংগ্রেস ক্ষমতায় এলেই দরিদ্রদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে।কংগ্রেস ন্যূনতম রোজগারের গ্যারান্টি দিচ্ছে’। তিনি বলেছেন, ‘কংগ্রেস ক্ষমতায় এলেই শিক্ষা, স্বাস্থ্যে নজর দেবে।’
নির্বাচন ২০২8 (Elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
খবর
Advertisement