Loksabha Election 2024 Asansol Constituency : রইল বাকি ডায়মন্ড হারবার, আসানসোলে বিজেপি প্রার্থীর নাম ঘোষণা, লড়ছেন অহলুওয়ালিয়া
Loksabha Poll 2024 : এর আগে দার্জিলিং থেকে অহলুওয়ালিয়া জিতেছিলেন বিজেপির টিকিটে। তারপর জয় পান বর্ধমান-দুর্গাপুর কেন্দ্র থেকে। এবার তিনি আসানসোলের প্রার্থী ।
কলকাতা : বাকি রইল ডায়মন্ড হারবার। ভোটের ১ মাস ৩ দিন আগে আসানসোলের প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি। শেষমেষ আসানসোলে এসএস অহলুওয়ালিয়াকে প্রার্থী করল বিজেপি।
আজ ইস্তক দশ ধাপে প্রার্থী ঘোষণা করেছে গেরুয়া শিবির। দশম তালিকায় আসানসোলের প্রার্থীর নাম ঘোষণা করা হল। এর আগে দার্জিলিং থেকে অহলুওয়ালিয়া জিতেছিলেন বিজেপির টিকিটে। তারপর জয় পান বর্ধমান-দুর্গাপুর কেন্দ্র থেকে। এবার তিনি আসানসোলের প্রার্থী । এখনও ডায়মন্ড হারবারের প্রার্থীর নাম ঘোষণা করেনি বিজেপি । প্রসঙ্গত উল্লেখ্য ২ রা মার্চ বিজেপি আসানসোল থেকে ভোজপুরী শিল্পী পবন সিং লড়বেন বলে ঘোষণা করেন। কিন্তু সেখান থেকে পিছিয়ে যান পবন।
অহলুওয়ালিয়ার আসানসোলে জন্ম, সেন্ট জোসেফ স্কুলে পড়াশোনা৷ মাঝে কিছুদিন বাবার চাকরির জন্য অসমে চলে গেলেও, ফের আসানসোলেই ফিরে আসা৷ বিধানচন্দ্র রায় কলেজ থেকে স্নাতক হওয়ার পর, আইন পড়তে ভর্তি হন কলকাতা বিশ্ববিদ্যালয়ে৷ তাই পাঞ্জাবি হলেও বাংলার সঙ্গে নিবিড় যোগ তাঁর। আর বাংলাও তাঁকে বারবার সংসদে যাওয়ার সুযোগ করে দিয়েছে। সেই অর্থে তিনি আসানসোলের ভূমিপুত্রই। আর তাঁর প্রতিপক্ষ তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিন্হা।
২০১৯ সালে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের প্রার্থী হয়েছিলেন তিনি। তিনি ওই এলাকার জামাই। সেবার বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে এই পরিচয় নিয়েই ভোটারদের থেকে ভোট প্রার্থনা করেছিলেন সুরেন্দ্র সিংহ অহলুওয়ালিয়া। একদম শেষ মুহূর্তে টিকিট পেলেও দার্জিলিং ছেড়ে নতুন কেন্দ্রে জয় পান তিনি। যদিও ২০২৩ সালে বিজেপি সাংসদ সুরিন্দর সিং অহলুওয়ালিয়ার বিরুদ্ধে বহিরাগত তকমা দিয়ে পোস্টার পড়ে তাঁরই নির্বাচনী এলাকা দুর্গাপুরে। এবার সেই কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে দিলীপ ঘোষকে। সেখানে গিয়ে তাঁকে বারবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে, দুর্গাপুরে MAMC খোলার বিষয়ে কেন সরব হননি অহলুওয়ালিয়া। তাছাড়াও হালে সেখানে পোস্টার পড়ে, 'বহিরাগত এমপি চাই না। ঘরের ছেলে সাংসদ হোক।' এবার হয়ত সেই কারণেই অহলুওয়ালিয়াকে আসানসোলে সরানো হল বলে মনে করছে রাজনৈতিক মহল। এর আগে ২০১৪ সালে সুরিন্দর সিংহ অহলুওয়ালিয়া ভোটে লড়েছিলেন দার্জিলিং থেকে।
২০১৪ আর ২০১৯-এর লোকসভা ভোটে বিজেপির টিকিটে এই কেন্দ্র থেকে লড়ে বাবুল সুপ্রিয় জয়ী হয়েছিলেন । ২০১৯ এ বাবুলের কাছে পরাজিত হয়েছিলেন তৃণমূল প্রার্থী মুনমুন সেন। এরপরে দলবদলের রাজনীতিতে বাবুল সুপ্রিয় বিজেপি ছেড়ে তৃণমূলে চলে যান। দুবছর আগে শত্রুঘ্ন সিনহা এই সিটে বাই ইলেকশনে তৃণমূলকে জিতিয়ে দেন। তাঁর হাত ধরেই কয়লাখনি এলাকায় প্রথমবার পদ্ম সরিয়ে ফুটল ঘাসফুল।
আরও পড়ুন - Poila Boisakh 2024: পয়লা বৈশাখের আগে চৈত্রেই ঘর সাফ করা জরুরি, কী কী না করলেই নয় ?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।