Mamata Banerjee: 'কীসের ভয়, চাকরি যাবে?...এখনই দিল্লি চলে যান না!' পুলিশকেই নিশানা পুলিশমন্ত্রীর
Loksabha Election 2024: রাজ্য়ের পুলিশ-প্রশাসনের একাংশকে কড়া ভাষায় আক্রমণ করলেন মুখ্য়মন্ত্রী।
কলকাতা: দিনহাটার সভা থেকে পুলিশকেই নিশানা করলেন পুলিশমন্ত্রী। বিজেপি প্রার্থীর সঙ্গে পুলিশের একাংশের যোগসাজশের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee)। রাজ্য়ের পুলিশ-প্রশাসনের একাংশকে কড়া ভাষায় আক্রমণ করলেন মুখ্য়মন্ত্রী।
পুলিশকে নিশানা পুলিশমন্ত্রীর: বিএসএফ-এর সঙ্গে বোঝাপড়া করে বিজেপিকে সুবিধা করে দেওয়ার চেষ্টার অভিযোগে সরব হলেন স্বয়ং পুলিশমন্ত্রী। এদিন মুখ্য়মন্ত্রী বলেন, "কীসের ভয়, চাকরি যাবে? নির্বাচন কমিশন সরিয়ে দেবে? তো দু'মাস বাদে কী করবেন? তার থেকে এখনই দিল্লি চলে যান না। কে বারণ করেছে? নয় দিল্লি যান, আর না হলে নিশীথের বাড়ি চলে যান।''
কী বললেন মমতা বন্দ্যোপাধ্য়ায়?
শুক্রবার কোচবিহারের দিনহাটায়, তৃণমূল প্রার্থী জগদীশচন্দ্র বাসুনিয়ার হয়ে নির্বাচনী প্রচারে যান মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই মঞ্চ থেকেই পুলিশকে নিশানা করেন তিনি। এদিন মুখ্যমন্ত্রী বলেন, “একটা নেতা কেমন হয়? যে সহজ সরল থাকে। আরেকটা নেতা কেমন হয়? যে ১০টা পুলিশ নিয়ে, ২০টা গুন্ডা নিয়ে, বাইক নিয়ে ঘরে ঘরে ঘুরে বেড়ায়। আর মানুষকে ভয় দেখিয়ে বেড়ায়। আর আমি দুঃখিত যে প্রশাসন সব দেখেও চুপচাপ বসে থাকে। আপনাদের আইনশৃঙ্খলা সামলাতে হবে না। কোচবিহারে যদি আইনশৃঙ্খলা নিয়ে কোনও সমস্য়া হয়, আমি কিন্তু ছেড়ে কথা বলব না, এটা বলে রাখলাম। আমি আমার পার্টির নেতাদেরও বলব ঠান্ডা মাথায়, সব পুলিশ খারাপ নয়। তিন-চার জন, বাকি সবাই মনোযোগ দিয়ে কাজ করে নিজের মতো করে তাদের আমি প্রশংসা করি, তাদের আমি স্য়ালুট জানাই। আর যে তিন-চারটে নাম আমার কাছে আছে, আমি কেন সবাই জানে।’’
এদিকে ভোট যত এগিয়ে আসছে ততই চড়ছে আক্রমণের পারদ। দুদিন আগে উত্তরবঙ্গের সভা থেকে সন্দেশখালিকাণ্ড ও দুর্নীতি ইস্য়ুকে হাতিয়ার করে তৃণমূল সরকারকে আক্রমণ শানিয়েছিলেন প্রধানমন্ত্রী। আজ কোচবিহারের সভা থেকে পাল্টা জবাব দিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। এদিন মুখ্যমন্ত্রী বলেন, বাংলায় সব চোর না? আপনি টাকা দিলে তো চুরি করবে। সবথেকে বড় চোর তো আপনার প্রার্থী। প্রধানমন্ত্রী বলছেন বক্তৃতায়, মানুষের ভাষা শোভনীয়তা থাকা দরকার। প্রধানমন্ত্রী কী বলে গেলেন? ২০২৪-এর জুনের পর, আমরা এক এক করে সবাইকে গ্রেফতার করে জেলে নিয়ে যাব। আগে বিজেপির চোরদের ধরো। এই দেশ জেলখানা নয়। আপনারা দেশকে জেলখানা বানিয়েছেন।''
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: ABP Cvoter Opinion Poll 2024: কোন কেন্দ্রে সম্ভাব্য জয় কার? রইল বাংলার ২১ কেন্দ্রের সি ভোটার সমীক্ষা